ঢাকা, বাংলাদেশ   শনিবার ১১ মে ২০২৪, ২৭ বৈশাখ ১৪৩১

টুকরো খবর

প্রকাশিত: ০৪:৫১, ২৩ ফেব্রুয়ারি ২০১৭

  টুকরো  খবর

১৬ ভাষাসৈনিককে সম্মাননা নিজস্ব সংবাদদাতা, কিশোরগঞ্জ, ২২ ফেব্রুয়ারি ॥ মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে ১৬ ভাষাসৈনিককে সম্মাননা দিয়েছে জেলা প্রশাসন। মঙ্গলবার সন্ধ্যায় শহরের পুরাতন স্টেডিয়ামে আয়োজিত সপ্তাহব্যাপী বইমেলার উদ্বোধনী অনুষ্ঠানে এ সম্মাননা দেয়া হয়। সম্মাননাপ্রাপ্তরা হলেন- শহীদ সৈয়দ নজরুল ইসলাম, সাবেক রাষ্ট্রপতি প্রয়াত মোঃ জিল্লুর রহমান, সাবেক সংসদ সদস্য প্রয়াত আশরাফউদ্দিন আহমেদ, প্রয়াত আবু তাহের খান পাঠান, প্রয়াত মোঃ মহিউদ্দিন গোলাম মাওলা, প্রয়াত কাজী ঈশা, সাবেক সংসদ সদস্য প্রয়াত এ কে এম শামসুল হক গোলাপ মিয়া, প্রয়াত কাজী আব্দুল বারী, প্রয়াত বদরউদ্দিন হোসাইন, প্রয়াত কমরউদ্দিন হোসাইন, প্রয়াত মহিউদ্দিন আহাম্মদ, প্রয়াত মিছিরউদ্দীন আহমেদ, প্রয়াত আমিনুল হক, প্রয়াত এ্যাডভোকেট আব্দুল মতিন, ডাঃ মাজহারুল হক ও মুহা. আবু সিদ্দিক। সম্মাননাপ্রাপ্ত প্রত্যেককে বই ও ফুল দেয়া হয়। জেলা প্রশাসক আজিমুদ্দিন বিশ্বাসের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেনÑ সংরক্ষিত মহিলা আসনের সংসদ সদস্য দিলারা বেগম আসমা। বিশেষ অতিথি ছিলেন জেলা আওয়ামী লীগের সভাপতি এ্যাডভোকেট কামরুল আহসান শাহজাহান, সাধারণ সম্পাদক এ্যাডভোকেট এম এ আফজল, পাবলিক প্রসিকিউটর এ্যাডভোকেট শাহ আজিজুল হক, জেলা মুক্তিযোদ্ধা কমান্ডার আসাদ উল্লাহ প্রমুখ। এক রশিতে প্রেমিক-প্রেমিকার আত্মহত্যা স্টাফ রিপোর্টার, গাজীপুর ॥ পরকীয়ার জের ধরে একই রশিতে গলায় ফাঁস লাগিয়ে এক প্রেমিক ও তার প্রেমিকা আত্মহত্যা করেছে। পুলিশ একটি ঘর থেকে ঝুলন্ত ওই দু’জনের লাশ উদ্ধার করেছে। নিহতরা হলোÑ কুড়িগ্রামের উলিপুর থানার সদুল্লা এলাকার গোলাম বারীর ছেলে সাজেদুল ইসলাম (৩০) এবং ঝালকাঠি সদর উপজেলার পিপিলিকা এলাকার হানিফ হাওলাদারের মেয়ে হনুফা বেগম (২২)। তারা দু’জনই পোশাক কারখানার কর্মী। জানা গেছে, গাজীপুর সিটি কর্পোরেশনের কামারজুরি এলাকার ডাঃ শাহ আলমের বাড়িতে স্ত্রী সন্তান নিয়ে প্রায় ৪ বছর ধরে ভাড়ায় থাকে সাজেদুল ইসলাম। পার্শ্ববর্তী বাদেকলমেশ^র এলাকার সেলিমের বাড়িতে ভাড়ায় থাকতো হনুফা বেগম। হনুফা বেগম বিবাহিত। তারা দু’জনই স্থানীয় পোশাক কারখানায় চাকরি করে। চাকরির সুবাদে তাদের মধ্যে পরিচয় ও পরকিয়ার সম্পর্ক গড়ে উঠে। গত এক মাস আগে একমাত্র সন্তানকে নিয়ে সাজেদুলের স্ত্রী গ্রামের বাড়ি বেড়াতে যান। এ সুযোগে সাজেদুল ও হনুফা আরও ঘনিষ্ঠভাবে চলাফেরা করতে থাকে। মঙ্গলবার সকালে মোবাইল ফোনে খবর পেয়ে হনুফা তাদের বাসা থেকে সাজেদুলের বাসায় যায়। ওইদিন সন্ধ্যার দিকে আলমগীর নামের এক বন্ধু সাজেদুলের বাসায় গিয়ে ডাকাডাকি করে। সাড়া না পেয়ে দরজা ধাক্কা দিলে তা খুলে যায়। এ সময় সে ঘরের সিলিংফ্যানের সঙ্গে একই রশিতে সাজেদুল-হনুফার ঝুলন্ত লাশ দেখতে পায়। অস্ত্র মামলায় একজনের দশ বছর কারাদ- স্টাফ রিপোর্টার, চট্টগ্রাম অফিস ॥ অস্ত্র মামলায় এক আসামিকে দশ বছরের কারাদ- প্রদান করেছে আদালত। দ-াদেশপ্রাপ্ত ইমন ওরফে ঈমান হোসেন লক্ষ্মীপুর জেলার রায়পুর ইউনিয়নের রায়শ্রী গ্রামের বাসিন্দা। বুধবার চট্টগ্রামের অতিরিক্ত জেলা ও দায়রা জজ নুরে আলম এ রায় প্রদান করেন। ২০০৩ সালের ১০ আগস্ট চট্টগ্রামের রাঙ্গুনীয়া উপজেলার ফেরীঘাট এলাকার ইমনের ভাড়া ঘর থেকে একটি বিদেশী রাইফেল এবং আট রাউন্ড গুলি উদ্ধার করে পুলিশ। এ ঘটনায় হওয়া মামলায় একই বছরের ১৩ সেপ্টেম্বর আদালতে চার্জশীট দাখিল করে পুলিশ। গাছের ডাল পড়ে শিশুর মৃত্যু নিজস্ব সংবাদদাতা, দৌলতপুর, কুষ্টিয়া, ২২ ফেব্রুয়ারি ॥ কুষ্টিয়ার দৌলতপুরে গাছের ডাল পড়ে আকাশ (৭) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। বুধবার সকাল সাড়ে ৯টার দিকে উপজেলার মহিষকু-ি রাজধানীর মোড় এলাকায় এ দূর্ঘটনা ঘটে। সে এলাকার কামাল হোসেনের ছেলে। স্থানীয়রা জানায়, আনারুল সর্দার তার গাছের ডাল কাটার সময় শিশু আকাশ গাছের নিচে খেলা করছিল। এ সময় গাছের কাটা ডাল ওপর থেকে নিচে পড়লে ডালের নিচে চাপা পড়ে শিশু আকাশ ঘটনাস্থলেই মারা যায়। শ্রমিক লীগ নেতা দল থেকে বহিষ্কার স্টাফ রিপোর্টার, সিলেট অফিস ॥ জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সাবেক সংসদ সদস্য শফিকুর রহমান চৌধুরীর গাড়িতে হামলার ঘটনায় মহানগর শ্রমিক লীগের যুগ্ম আহ্বায়ক জাকারিয়াকে দল থেকে বহিষ্কার করা হয়েছে। বুধবার প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি নিশ্চিত করা হয়। সংগঠনবিরোধী কার্যকলাপের অভিযোগে এবং বিভিন্ন সময় দলবিরোধী কর্মকা-ে লিপ্ত থাকার অভিযোগ প্রমাণিত হওয়ায় মহানগর শ্রমিক লীগের জরুরী সভার সিদ্ধান্ত অনুযায়ী জাকারিয়াকে সাময়িক বহিষ্কার করা হয়েছে বলে উল্লেখ করা হয়। দলের একাধিক সূত্র জানায়, শফিক চৌধুরীর গাড়িতে হামলার ঘটনায় যেসব শ্রমিক নেতার ইন্ধন রয়েছে তার মধ্যে জাকারিয়াও ছিলেন। তার সংশ্লিষ্টতার বিষয়ে নিশ্চিত হয়ে দল থেকে তাকে বহিষ্কার করা হয়েছে। সৈকতের পরিচ্ছন্নতায় ৬শ’ স্কাউট স্টাফ রিপোর্টার, কক্সবাজার ॥ বিশ্বের দীর্ঘতম সমুদ্রসৈকতের পরিচ্ছন্নতায় অংশ নিলেন জেলার ছয় শ’ স্কাউট। জেলা স্কাউট সমাবেশের অংশ হিসেবে পরিচ্ছন্নতা অভিযানে স্কাউটরা বুধবার বিকেল সাড়ে ৩টায় কক্সবাজার সমুদ্রসৈকত পরিচ্ছন্নতা কাজে অংশ নেন। জেলা প্রশাসন ও বিচ ম্যানেজমেন্ট কমিটির উদ্যোগে আয়োজিত এই পরিচ্ছন্নতা অভিযানের উদ্বোধন করেন চট্টগ্রাম বিভাগীয় কমিশনার রুহুল আমীন। সৈকতের লাবণী পয়েন্টে অনুষ্ঠিত উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কক্সবাজারের জেলা প্রশাসক আলী হোসেন, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) কাজী আবদুর রহমান, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) সাইফুল ইসলাম মজুমদার, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) আনোয়ারুল নাসের, ট্যুরিস্ট পুলিশের সিনিয়র সহকারী পুলিশ সুপার রায়হান কাজেমী। নবগ্রাম ইউনিয়নকে ভিক্ষুকমুক্ত ঘোষণা নিজস্ব সংবাদদাতা, কালকিনি, মাদারীপুর, ২২ ফেব্রুয়ারি ॥ কালকিনি উপজেলার নবগ্রাম ইউনিয়নকে ভিক্ষুক মুক্ত ঘোষণা করা হয়েছে। বুধবার বিকেল ৩টায় আনুষ্ঠানিকভাবে উপজেলা প্রশাসনের আয়োজনে জেলা প্রশাসক কামাল উদ্দিন বিশ্বাস এ ঘোষণা করা হয়। নবগ্রাম উচ্চ বিদ্যালয় মাঠে ইউপি চেয়ারম্যান বিভুতি ভুষন বাড়ৈর সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান তৌফিকুজ্জামান শাহিন, উপজেলা নির্বাহী কর্মকর্তা শাম্মী আক্তার, উপজেলা আওয়ামী লীগের সভাপতি তাহমিনা সিদ্দিকী, উপজেলা সহকারী কমিশন ভূমি শরীফুল ইসলাম, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোঃ আহাদী হোসেন, প্রাথমিক শিক্ষা কর্মকর্তা রফিকুল ইসলাম ও নবগ্রাম এলাকার সাবেক ইউপি চেয়ারম্যান রুহি দাশ ম-ল। কলেজ ল্যাবের ১৫ ল্যাপটপ চুরি নিজস্ব সংবাদদাতা, নাটোর, ২২ ফেব্রুয়ারি ॥ গুরুদাসপুরের খুবজিপুর ইউনিয়নের এম মোজাম্মেল হক ডিগ্রী কলেজের শেখ রাসেল ডিজিটাল ল্যাবের তালা ভেঙ্গে ১৫টি ল্যাপটপ চুরি করা হয়েছে। মঙ্গলবার রাতে ল্যাবের তালা ভেঙ্গে ল্যাপটপগুলো চুরি করা হয়। পুলিশ ও কলেজ অধ্যক্ষ রসূল উদ্দিন মৃধা জানান, উপজেলার খুবজিপুর ইউনিয়নের এম মোজাম্মেল হক ডিগ্রী কলেজের ১৫ ল্যাপটপ চুরি করে নিয়ে যায় চোর। ৪টি বসতঘর পুড়ে ছাই নিজস্ব সংবাদদাতা, কচুয়া, চাঁদপুর, ২২ ফেব্রুয়ারি ॥ কচুয়ায় অগ্নিকা-ে চারটি বসতঘর পুড়ে ছাই হয়েছে। বুধবার ভোরে উপজেলার পশ্চিম সহদেপুর ইউনিয়নের উত্তর শিবপুর গ্রামের মুন্সী বাড়িতে এ অগ্নিকা-ের ঘটনা ঘটে। জানা গেছে, বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে অগ্নিকা-ের সূত্রপাত।
×