ঢাকা, বাংলাদেশ   শনিবার ১১ মে ২০২৪, ২৭ বৈশাখ ১৪৩১

প্রথম প্রহরে শহীদ মিনারে শ্রদ্ধা নিবেদন করবেন খালেদা জিয়া

প্রকাশিত: ০১:১৬, ১৯ ফেব্রুয়ারি ২০১৭

প্রথম প্রহরে শহীদ মিনারে শ্রদ্ধা নিবেদন করবেন খালেদা জিয়া

স্টাফ রিপোর্টার ॥ ২১ ফেব্রুয়ারি প্রথম প্রহরেই কেন্দ্রীয় শহীদ মিনারে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করবেন বিএনপি চেয়ারপার্সন খালেদা জিয়া। রবিবার দুপুরে বিএনপির একটি প্রতিনিধি দল ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য আ আ ম স আরেফিন সিদ্দিকীর সঙ্গে বৈঠক শেষে ২১ ফেব্রুয়ারি প্রথম প্রহরে বিএনপি চেয়ারপার্সন খালেদা জিয়ার শহীদ মিনারে শ্রদ্ধা নিবেদনের অনুমতি মিলেছে। উল্লেখ্য, কেন্দ্রীয় শহীদ মিনারের সার্বিক তত্ত্বাবধান করে থাকে ঢাকা বিশ্ববিদ্যালয়। আর ২১ ফেব্রুয়ারি শহীদ মিনারে অনুষ্ঠানের ব্যবস্থাপনার দায়িত্বে থাকেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য। ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের সঙ্গে বৈঠকে অংশ নেন সাবেক ডাকসু ভিপি ও বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা আমানউল্লাহ আমান, সাবেক ডাকসু জি এস ও বিএনপির যুগ্ম মহাসচিব খায়রুল কবির খোকন, দলের প্রচার ও প্রকাশনা সম্পাদক শহীদ উদ্দিন চৌধুরী এ্যানী ও নির্বাহী কমিটির সদস্য নাজিম উদ্দিন আলম। বর্তমানে বিরোধী দলের মর্যাদা না থাকা ও রাষ্ট্রীয় প্রটোকলে না থাকায় খালেদা জিয়াকে প্রথম প্রহরে শহীদ মিনারে শ্রদ্ধা নিবেদনের অনুমতি নিতে হয়েছে। শ্রদ্ধা নিবেদনের সময় খালেদা জিয়া সর্বোচ্চ ৬০ জন নেতাকর্মীকে সঙ্গে নিতে পারবেন। তবে বিএনপির পক্ষ থেকে ১০০ জন নেতাকর্মী সঙ্গে নেয়ার অনুমতি চাওয়া হয়েছে।
×