ঢাকা, বাংলাদেশ   শনিবার ১১ মে ২০২৪, ২৮ বৈশাখ ১৪৩১

দুই স্কুলছাত্রীসহ নিহত ১৩

প্রকাশিত: ০৪:৫৫, ১৯ ফেব্রুয়ারি ২০১৭

দুই স্কুলছাত্রীসহ নিহত ১৩

জনকণ্ঠ ডেস্ক ॥ সিরাজগঞ্জে পাঁচ বাসযাত্রী, সান্তাহার ও কক্সবাজারে দুই স্কুলছাত্রী, গোপালগঞ্জে স্কুলছাত্র, বাউফলে টমটম চালক ও যাত্রী, শেরপুরে মোটরসাইকেল আরোহী, সিলেটে মাইক্রোবাস যাত্রী নিহত এবং আশুগঞ্জে শিশু সড়ক দুর্ঘটনায় নিহত হয়েছে। স্টাফ রিপোর্টার ও নিজস্ব সংবাদদাতাদের পাঠানো খবর : সিরাজগঞ্জ ॥ পৃথক সড়ক দুর্ঘটনায় দুই চালকসহ পাঁচ জন নিহত হয়েছে। এ দুই ঘটনায় আহত হয়েছে অন্তত ২০ জন। শনিবার দুপুরে বঙ্গবন্ধু সেতুর সংযোগ মহাসড়কের কোনাবাড়ি ও বেলকুচি উপজেলার আমবারীয়ায় এ দুটি ঘটনা ঘটে। পরে আহতদের উদ্ধার করে সিরাজগঞ্জ জেনারেল হাসপাতালে ও বগুড়া জিয়াউর রহমান মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। সিরাজগঞ্জ ফায়ার সার্ভিসের ইন্সপেক্টর শফিকুল ইসলাম জানান, শনিবার দুপুর ৩টায় বঙ্গবন্ধু সেতুর পশ্চিম সংযোগ মহাসড়কের কোনাবাড়ি এলাকায় পাবনাগামী নাইট স্টার পরিবহনের একটি বাস ও ঢাকাগামী সার বোঝাই ট্রাকের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে উভয় পরিবহনের চালকসহ ৪ জন ঘটনাস্থলেই মারা যান। এ সময় আহত হয় আরও ১০ জন। ঘটনার পরপরই পুলিশ স্থানীয়দের সহযোগিতায় উদ্ধার অভিযান শুরু করে আহতদের সিরাজগঞ্জ সদর হাসপাতালে পাঠানো হয়। তিনি আরও জানান, তাৎক্ষণিকভাবে নিহতদের মধ্যে পাবনা জেলার সদর উপজেলার ফজলুল রোড়ের লিটন চ্যার্টাজি পরিচয় জানা গেছে। অপরদিকে সিরাজগঞ্জে সড়ক দুর্ঘটনায় সোনেকা খাতুন (৩৫) নামের নারী নিহত হয়েছে। এ ঘটনায় আহত হয়েছে আরও ১০ জন। শনিবার দুপুরে বেলকুচি উপজেলার আমবারীয়াতে সিএনজি অটোরিক্সার সঙ্গে নছিমনের সংঘর্ষে এ দুর্ঘটনা ঘটে। পরে আহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়। নিহত সোনেকা খাতুন (৩৫) উপজেলার আমবারীয়া গ্রামের বাসিন্দা। এলাকাবাসী জানান, দুপুরে যাত্রী বোঝায় সিএনজি অটোরিক্সা ও নছিমনের মুখোমুখি সংঘর্ষ বাধলে ঘটনাস্থলেই সোনেকা খাতুন মারা যায়। এ সময় দুই গাড়ির অন্তত ১০ জন আহত হয়। পরে তাদের উদ্ধার করে উপজেলার বিভিন্ন হাসপাতালে পাঠানো হয়। সান্তাহার ॥ বাগবাড়ি গ্রামের কাছে ট্রাক্টরের চাপায় পিষ্ট হয়ে বৃষ্টি আক্তার (৯) নামের স্কুলছাত্রী নিহত হয়েছে। সে ওই গ্রামের আব্দুর রাজ্জাকের মেয়ে এবং বাগবাড়ি সরকারী প্রাথমিক বিদ্যালয়ের দ্বিতীয় শ্রেণীর ছাত্রী। শনিবার বেলা ৩টার দিকে সান্তাহার-জয়পুরহাট সড়কে এ দুর্ঘটনা ঘটে। জানা গেছে, ঘটনার সময় বৃষ্টি আক্তার স্কুল থেকে বের হয়ে রাস্তা পার হয়ে পাশের দোকানে যাওয়ার সময় সান্তাহারগামী মাটি বোঝাই ট্রাক্টর তাকে চাপা দিয়ে পালিয়ে যায়। কক্সবাজার ॥ সদরের ঈদগাঁওতে মাইক্রোবাস চাপায় এক শিশুর মৃত্যু হয়েছে। শনিবার দুপুরে ঈদগাঁও কালিরছড়া বাজার পয়েন্টে এ ঘটনা ঘটে। নিহত শিশু আরজিনা আক্তার স্থানীয় সুলতান আহমদের মেয়ে ও কালিরছড়া সরকারী প্রাথমিক বিদ্যালয়ের চতুর্থ শ্রেণীর ছাত্রী। গোপালগঞ্জ ॥ কোটালীপাড়ায় বাস-চাপায় সিয়াম (৬) নামে স্কুলছাত্র নিহত হয়েছে। এ ঘটনায় বিক্ষুব্ধ জনতা ঘাতক বাসে অগ্নিসংযোগ করে পুড়িয়ে দিয়েছে। শনিবার বেলা সাড়ে ১১টার দিকে গোপালগঞ্জ-পয়সারহাট সড়কে কোটালীপাড়া উপজেলা পরিষদের সম্মুখে এ দুর্ঘটনাটি ঘটে। নিহত সিয়াম কোটালীপাড়া কমলকুড়ি বিদ্যা নিকেতনের প্রথম শ্রেণীর ছাত্র। সে উপজেলা সদরের উলাহাটি গ্রামের জাহিদুল ইসলামের ছেলে। এদিকে, দুর্ঘটনার পর এ রিপোর্ট লেখা পর্যন্ত বিক্ষুব্ধ জনতা ওই সড়ক অবরোধ করে রেখেছে এবং যানবাহন চলাচল বন্ধ রয়েছে। বাউফল ॥ নওমালা ইউনিয়নের আশুরী হাট এলাকায় শুক্রবার রাত পৌনে ১২টার দিকে ঢাকা-দশমিনাগামী অন্তরা নামের যাত্রীবাহী বাসের সঙ্গে টমটমের মধ্যে মুখোমুখি সংঘর্ষে রিপন তালুকদার (৪০) ও যাত্রী জব্বার হাওলাদার (৬০) নিহত হয়েছে। আহত হয়েছে কমপক্ষে ১০ বাসযাত্রী। নিহতদের মধ্যে টমটমের চালক রিপনের বাড়ি নওমালার ভাংরা ও টমটমের যাত্রী হাওলাদারের বাড়ি একই ইউনিয়নের আতশখালী গ্রামে। শেরপুর ॥ নকলায় মালবোঝাই ট্রাকচাপায় মোটরসাইকেল চালক নিহত হয়েছেন। শুক্রবার রাত ৮টার দিকে নকলা-নালিতাবাড়ী সড়কের ফেরুশা এলাকায় ওই দুর্ঘটনা ঘটে। নিহত ফারুক মিয়া (২৮) গড়েরগাঁও এলাকার আবদুস সাত্তারের ছেলে। শনিবার দুপুরে জেলা সদর হাসপাতালে নিহতের ময়নাতদন্ত শেষে লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। সিলেট ॥ দক্ষিণ সুরমায় মাইক্রোবাস নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে খাদে পড়ে একজন নিহত হয়েছেন। শনিবার ভোর চারটার দিকে সিলেট-ঢাকা মহাসড়কের অতিরবাড়ী এলাকায় এ দুর্ঘটনা ঘটে। ঘটনার পর চালক পালিয়ে যায়। পুলিশ জানায়, ভোরে দ্রুতগতিতে শহরে আসার পথে মাইক্রোবাস (ঢাকা মেট্রো-চ ১৫৫৮৯২) নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশের খাদে পড়ে যায়। এ সময় গাড়িটিতে আগুন ধরে যায়। খবর পেয়ে ফায়ার সার্ভিস ঘটনাস্থলে এসে আগুন নেভায়। এতে অজ্ঞাত যাত্রীর মৃত্যু হয়। ব্রাহ্মণবাড়িয়া ॥ আশুগঞ্জে পাথর বোঝাই ট্রাকচাপায় তাসলিমা (১৩) নামে শিশু নিহত হয়েছে। শনিবার বিকেলে ঢাকা-সিলেট মহাসড়কের আশুগঞ্জ উপজেলার বাহাদুরপুর বাসস্ট্যান্ড এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত তাসলিমা সোনারামপুর এলাকার খান অটো রাইছ মিলের শ্রমিক উমিজ উদ্দিনের মেয়ে। খাঁটিহাতা হাইওয়ে থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা হুমায়ুন কবির জানান, বিকেলে ঢাকা-সিলেট মহাসড়কের বাহাদুরপুর বাসস্ট্যান্ড এলাকায় সড়ক পারাপারের সময় তাসলিমা ঢাকামুখী পাথর বোঝাই ট্রাকের নিচে চাপা পড়ে। এতে ঘটনাস্থলেই তাসলিমার মৃত্যু হয়। তিনি জানান, ঘাতক ট্রাকটিকে আটক করা হলেও চালক ও হেলপার পালিয়ে গেছে।
×