ঢাকা, বাংলাদেশ   শনিবার ১১ মে ২০২৪, ২৭ বৈশাখ ১৪৩১

মন্দিরে অগ্নিসংযোগ

প্রকাশিত: ০৬:১৮, ১৮ ফেব্রুয়ারি ২০১৭

মন্দিরে অগ্নিসংযোগ

নিজস্ব সংবাদদাতা, জয়পুরহাট, ১৭ ফেব্রুয়ারি ॥ জয়পুরহাটের ঐতিহ্যবাহী বারো শিব মন্দিরে শিব চতুর্দ্দশী অনুষ্ঠান শুরুর পূর্বেই রাধা গোবিন্দ মন্দিরে অগ্নিসংযোগ, কাগজপত্র তছনছ ও দুটি পিতলের গণেশ মূর্তি নিয়ে গেছে দুর্বৃত্তরা। বারো শিবালয় মন্দির কমিটির সাধারণ সম্পাদক অনিল কুমার আগরওয়ালা জানায়, মন্দিরের সেবায়েত শ্রী সিথু চন্দ্র মহন্ত প্রতিদিনের মতো শুক্রবার সকাল ৭টায় মন্দিরে প্রবেশ করে রাধা গোবিন্দ মন্দিরের দরজা ভাঙ্গা দেখে এবং ভেতরে ধর্মীয় বইপত্র ও কাগজপত্র আগুন দিয়ে পুড়িয়ে দেয়া হয়েছে ও পিতলের দুটি গণেশ মূর্তি খোয়া গেছে। এ ঘটনা পুলিশকে জানালে পুলিশের উর্ধতন কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করেছেন। মন্দির কমিটির সাধারণ সম্পাদক অনিল কুমার আগরওয়ালা ও সেবায়েত সিথু চন্দ্র মহন্ত জানান, বৃহস্পতিবার গভীর রাতে বারো শিবালয় মন্দিরের প্রাচীর টপকে দুর্বৃত্তরা ভেতরে ঢোকে এবং রাধা গোবিন্দ মন্দিরের তালা ভেঙ্গে এ ঘটনা ঘটিয়েছে।
×