ঢাকা, বাংলাদেশ   শনিবার ১১ মে ২০২৪, ২৭ বৈশাখ ১৪৩১

খুলনায় কম্পিউটার ব্যবসায়ীকে গুলি করেছে দুর্বৃত্তরা

প্রকাশিত: ০৪:৩৩, ১৬ ফেব্রুয়ারি ২০১৭

খুলনায় কম্পিউটার ব্যবসায়ীকে গুলি করেছে দুর্বৃত্তরা

স্টাফ রিপোর্টার, খুলনা অফিস ॥ নাজমুল আহসান রনি (৪০) নামের এক কম্পিউটার ব্যবসায়ীকে গুলি করেছে দুর্বৃত্তরা। বুধবার সকাল ৭ট?ার দিকে নগরীর খানজাহান আলী সড়কের টুটপাড়া কবরখানা এলাকায় এ ঘটনা ঘটে। আহত রনিকে আশঙ্কাজনক অবস্থায় খুলনা মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। ব্যবসায়ী নাজমুল আহসান রনি নগরীর জলিল টাওয়ারের ‘চিপস এ্যান্ড বাইট’ নামের একটি কম্পিউটার ব্যবসা প্রতিষ্ঠানের মালিক। তিনি খুলনা শহরের আহসান আহমেদ রোডের ন্যাশনাল টাওয়ারের বাসিন্দা। তার পিতার নাম মঞ্জুর আহসান। রনিকে হত্যার উদ্দেশ্যে গুলি করা হয়েছে বলে তার স্বজন ও সংশ্লিষ্ট ব্যবসায়ীরা মনে করছেন। জানা গেছে, ব্যবসায়ী নাজমুল আহসান আজ সকালে খুলনা থানাধীন আহসান আহমেদ রোডের বাসা থেকে প্রাতঃভ্রমণে বের হন। তিনি টুটপাড়া কবর স্থানের অদূরে খানজাহান আলী সড়কের ন্যাশনাল ডায়াগনস্টিক সেন্টারের সামনে পৌঁছলে মোটরসাইকেলে আসা অজ্ঞাত দুর্বৃত্তরা তাকে পিছন দিক থেকে একাধিক রাউন্ড গুলি করে পালিয়ে যায়। এ সময় একটি গুলি তার নিতম্বে (পেছনে) বিদ্ধ হয়। তাকে আশঙ্কাজনক অবস্থায় উদ্ধার করে খুলনা মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। হাসপাতাল সূত্রে জানা গেছে, অপারেশন করে গুলি বের করার পর তাকে নিবিড় পর্যবেক্ষণে রাখা হয়েছে।
×