ঢাকা, বাংলাদেশ   শনিবার ১১ মে ২০২৪, ২৮ বৈশাখ ১৪৩১

সাগর-রুনি হত্যা মামলার তদন্ত প্রতিবেদন শীঘ্রই আলোর মুখ দেখবে ॥ স্বরাষ্ট্রমন্ত্রী

প্রকাশিত: ০৪:৫৬, ১২ ফেব্রুয়ারি ২০১৭

 সাগর-রুনি হত্যা মামলার তদন্ত প্রতিবেদন শীঘ্রই আলোর মুখ দেখবে ॥ স্বরাষ্ট্রমন্ত্রী

নিজস্ব সংবাদদাতা, নড়াইল, ১১ ফেব্রুয়ারি ॥ স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলেছেন, সাংবাদিক দম্পতি সাগর-রুনি হত্যা মামলার তদন্ত প্রতিবেদন শীঘ্রই আলোর মুখ দেখবে। হত্যাকাণ্ডে র‌্যাব দুজনের ডিএনএ’র অস্তিত্ব পেয়েছিল। সেগুলো বিভিন্ন জায়গায় ম্যাচিং করার চেষ্টা চলছে। শনিবার দুপুর একটার দিকে নড়াগাতি থানার অরুণিমা রিসোর্ট গলফ ক্লাব চত্বরে সাংবাদিকদের প্রশ্নের জবাবে মন্ত্রী এসব কথা বলেন। আদালতের নির্দেশনা অনুযায়ী ২১ মার্চ মামলার তদন্ত প্রতিবেদন দাখিলের তারিখ প্রসঙ্গে মন্ত্রী বলেন, আদালতের নির্দেশনা অনুযায়ী চেষ্টা চলছে। জঙ্গীবাদ বিষয়ে মন্ত্রী বলেন, জঙ্গীবাদ নিয়ন্ত্রণ করা হয়েছে। দেশী-বিদেশী ষড়যন্ত্রের মুখে পড়েছি এবং সে ষড়যন্ত্র এখনও চলছে, থেমে নেই। সেটা হয়ত আবার কী রূপে আসবে, আমাদের গোয়েন্দারা সেগুলো নিয়ে কাজ করছে। যখন আমরা যেটা টের পাচ্ছি, তখনই ব্যবস্থা নিচ্ছি। তিনি বলেন, বাংলাদেশী বংশোদ্ভূত বিদেশী নাগরিক যারা জঙ্গীবাদ ও সন্ত্রাসী কর্মকা-ের সঙ্গে জড়িত, তাদের প্রবেশে কড়াকড়ি আরোপ করা হয়েছে। প্রয়োজনে তাদের এ দেশে ঢুকতে দেয়া হবে না। সুন্দরবনের জলদস্যু ও বনদস্যুদের দমনে সরকারের সাম্প্রতিক কর্মকা- তুলে ধরে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান বলেন, পুলিশ-র‌্যাবসহ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা তাদের দক্ষতা ও সক্ষমতা বৃদ্ধি করে জলদস্যু ও বনদস্যুদের দমনে সফল হয়েছে। এদের অনেকেই স্বাভাবিক জীবনে ফিরে আসার জন্য আত্মসমর্র্র্পণ করছে। তারা বিচ্ছিন্নভাবে শক্তিশালী হতে পারবে না। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তৎপর রয়েছে। আশ্রয়দাতাদের বিরুদ্ধেও ব্যবস্থা নেয়া হচ্ছে। এর আগে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল খুলনা রেঞ্জের ১০ জেলার উর্ধতন পুলিশ কর্মকর্তাদের সঙ্গে মাসিক অপরাধ পর্যালোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন। এ সময় উপস্থিত ছিলেনÑ খুলনা রেঞ্জের ডিআইজি এসএম মনির-উজ-জামান বিপিএম পিপিএম, র‌্যাব-৬-এর অধিনায়ক খন্দকার রফিকুল ইসলাম, অতিরিক্ত ডিআইজি একরামুল হাবীব, খুলনা মেট্রোপলিটন পুলিশ কমিশনার নিবাস চন্দ্র মাঝি, নড়াইলের পুলিশ সুপার সরদার রকিবুল ইসলাম, যশোরের পুলিশ সুপার আনিসুর রহমান, সাতক্ষীরার পুলিশ সুপার আলতাফ হোসেনসহ উর্ধতন পুলিশ কর্মকর্তারা। এ সময় মন্ত্রী পুলিশ কর্মকর্তাদের উদ্দেশে আইনশৃঙ্খলা পরিস্থিতিসহ বিভিন্ন দিকনিদের্শনামূলক বক্তব্য দেন। এদিকে ভিক্ষুকমুক্ত খুলনা বিভাগ গড়ার লক্ষ্যে খুলনা রেঞ্জের পুলিশ কর্মকর্তা ও সদস্যদের একদিনের বেতনের ৫৮ লাখ ১২ হাজার ২০৯ টাকার চেক বিভাগীয় কমিশনার আবদুস সামাদের কাছে হস্তান্তর করেন স্বরাষ্ট্রমন্ত্রী। এ সময় উপস্থিত ছিলেনÑ কবিরুল হক মুক্তি এমপি, সংরক্ষিত সংসদ সদস্য রোকসানা ইয়াসমিন ছুটি, জেলা প্রশাসক হেলাল মাহমুদ শরীফ, অতিরিক্ত জেলা প্রশাসক সিদ্দিকুর রহমান প্রমুখ। উল্লেখ্য, নড়াইল জেলা দেশের প্রথম ভিক্ষুকমুক্ত জেলা হিসেবে আনুষ্ঠানিক ঘোষণার অপেক্ষায় আছে। নড়াইলের ৭৯৮ ভিক্ষুকের কেউ আর ভিক্ষা করেন না। এর মধ্যে ২০ জন দৃষ্টিহীন, দুজন বধির ও দুজন বোবাসহ বিভিন্ন পর্যায়ের ৩৯ প্রতিবন্ধী ব্যক্তি আছেন। বিকেলে মন্ত্রী কালিয়া থানার নবনির্মিত ভবন উদ্বোধন করেন। স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল শুক্রবার দুপুরে অরুণিমা রিসোর্ট গলফ ক্লাব এসে পৌঁছলে তাকে গার্ড অব অনার ও ফুল দিয়ে শুভেচ্ছা জানানো হয়।
×