ঢাকা, বাংলাদেশ   শনিবার ১১ মে ২০২৪, ২৮ বৈশাখ ১৪৩১

হজযাত্রী পরিবহনে এবার উড়োজাহাজ লিজ নেবে বিমান

প্রকাশিত: ০৪:৫৯, ৮ ফেব্রুয়ারি ২০১৭

হজযাত্রী পরিবহনে এবার উড়োজাহাজ লিজ নেবে বিমান

আজাদ সুলায়মান ॥ নিজস্ব উড়োজাহাজ দিয়ে গত বছর হজ সামাল দিলেও শেষ মুহূর্তে হাজার দেড়েক যাত্রী নিয়ে বিপাকে পড়ে বিমান। এতে বেশ কয়েকটি সিডিউল ফ্লাইটও বাতিল করতে হয়েছে। এমন তিক্ত অভিজ্ঞতার পর বিমান এবার আর কোন ধরনের ঝুঁকি নিতে চাইছে না। এমন বাস্তবতার আলোকে বিমান এবার একটি সুপরিসর উড়োজাহাজ তিন মাসের জন্য লিজে নেয়ার সিদ্ধান্ত নিয়েছে। এরই মধ্যে দরপত্রও ডাকা হয়েছে। নিজস্ব উড়োজাহাজ দিয়ে এ বছরের হজের সব যাত্রী পরিবহন করাটা খুবই কঠিন হয়ে যাবে বলেই উড়োজাহাজ লিজের কোন বিকল্প নেই বলে জানিয়েছেন বিমানের ব্যবস্থাপনা পরিচালক ক্যাপ্টেন মোসাদ্দিক আহমেদ। বিমানের পরিকল্পনা বিভাগ জানিয়েছে, এবারের হজ পরিবহন কিছুতেই নিজস্ব বহরের উড়োজাহাজ দিয়ে বহন করা সম্ভব নয়। এবার মোট হজযাত্রীর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে প্রায় ১ লাখ ২৭ হাজার ১৯৮। গত বছর যা ছিল ১ লাখ ১ হাজার । সৌদিয়া ও বিমান এ সব যাত্রী বহন করে। এবার সে হিসেবে অতিরিক্ত আরও প্রায় ১৫ হাজার হজযাত্রী বহন করতে হবে বিমানকে। সেজন্য একটি সুপরিসর ্উড়োজাহাজ লিজে না নিয়ে উপায় নেই। ক্যাপ্টেন মোসাদ্দিক আহমেদ জানিয়েছেন, এবার আর ঝুঁকি নেয়া ঠিক হবে না। একটি বড় উড়োজাহাজ নিতেই হবে। এদিকে সোমবার পরিকল্পনা বিভাগের একজন দায়িত্বশীল সূত্র জানায়, এবার লিজের বিষয়ে অনেক সতর্কতা অবলম্বন করা হচ্ছে। ক্রু, রক্ষণাবেক্ষণ ও ইন্স্যুরেন্সসহ (এসিএমআই) ভিত্তিতে উড়োজাহাজটি ইজারা নেয়া হবে। এতে হজ-পূর্ব ও পরবর্তী মিলে কমপক্ষে ৭০টি ফ্লাইট পরিচালনা করবে বিমান। এ জন্য গত মাসে বিমান ও সিভিল এভিয়েশনের কর্তাব্যক্তিদের অংশগ্রহণে জরুরী সভা অনুষ্ঠিত হয়। এতে হজের জন্য উড়োজাহাজ ইজারা নেয়ার বিষয়টি আলোচিত হয়। সবার মতামত নিয়েই ব্যবস্থাপনা পরিচালক এএম মোসাদ্দিক আহমেদ এসিএমআই ভিত্তিতে একটি উড়োজাহাজ ইজারা নেয়ার বিষয়টি উপস্থাপন করেন। সেটা অনুমোদনের পর পরই রিকোয়েস্ট ফর প্রপোজাল (আরএফপি) প্রকাশ করা হয়। এ সম্পর্কে বিমানের জনসংযোগ শাখা সূত্রে জানা যায়, গত দুই মৌসুমে বহরের নিজস্ব উড়োজাহাজেই হজযাত্রী পরিবহন করে বিমান। সম্প্রতি বহরে কয়েকটি উড়োজাহাজ যুক্ত হওয়ায় নিয়মিত রুট চালু রেখেই নিজস্ব উড়োজাহাজে হজ ফ্লাইট চালাতে সমর্থ হয় বিমান। ফলে টানা কয়েক বছরের লোকসান কাটিয়ে গত দুই বছর লাভের মুখ দেখে বিমান। ২০১২-১৩ অর্থবছরে ২১৪ কোটি ও ২০১৩-১৪ অর্থবছরে ১৯৮ কোটি ৮০ লাখ টাকা লোকসান করেছিল বিমান। এর বিপরীতে ২০১৪-১৫ অর্থবছরে ৩২৪ কোটি ও ২০১৫-১৬ অর্থবছরে ২৭৬ কোটি টাকা মুনাফা করে বিমান। যদিও গতবারের তুলনায় এবার লাভ কমেছে। জানা গেছে, এসিএমআই ভিত্তিতে একটি বড় উড়োজাহাজ ইজারা নিতে গত ২৯ জানুয়ারি আন্তর্জাতিক দরপত্র (রিকোয়েস্ট ফর প্রপোজাল) আহ্বান করে বিমান। বিমান বাংলাদেশ এয়ারলাইনসের কর্পোরেট পরিকল্পনা বিভাগের জেনারেল ম্যানেজার মোহাম্মদ আব্দুর রহমান ফারুকী স্বাক্ষরিত ওই দরপত্রে বলা হয়েছে, আগ্রহী এয়ারলাইনস, অপারেটর, এয়ারক্রাফটের মালিক, এয়ারক্রাফট উৎপাদনকারীসহ সংশ্লিষ্ট কোম্পানিই শুধু এ দরপত্রে অংশ নিতে পারবে। এতে বেশকিছু শর্তেরও উল্লেখ করা হয়। দরপত্রে বলা হয়, এ উড়োজাহাজের আসন সংখ্যা হতে হবে কমপক্ষে ৩০০। ৮ অক্টোবর ২০১৭-এর মধ্যে উড়োজাহাজের বয়স সর্বোচ্চ ২০ বছর হতে পারবে। উড়োজাহাজটি ক্রু, রক্ষণাবেক্ষণ ও ইন্স্যুরেন্স অংশীদারসহ ইজারা নেয়া হবে। একই সঙ্গে এর উড্ডয়ন সক্ষমতা হতে হবে কমপক্ষে ৭০০ ব্লক আওয়ার। বিজ্ঞপ্তিতে ২২ ফেব্রুয়ারির মধ্যে দরপত্র জমা দেয়ার কথা বলা হয়েছে। এক্ষেত্রে বিমানের ই-মেইল ঠিকানা কিংবা প্রধান কার্যালয়ে রক্ষিত দরপত্র বাক্সে আরএফপি জমা দেয়ার অনুরোধ করা হয়েছে। বিস্তারিত জানার জন্য বিমানের জেনারেল ম্যানেজার (কর্পোরেট পরিকল্পনা) বিমান প্রধান কার্যালয় ও বলাকা ভবনে যোগাযোগ করতে বলা হয়েছে। পরিকল্পনা বিভাগের একজন কর্মকর্তা জানান, চলতি বছর প্রত্যেক হজযাত্রীর জন্য উড়োজাহাজের ভাড়া দেড় হাজার ডলার নির্ধারণ করা হয়েছে। এবার সরকারী ব্যবস্থাপনায় ১০ হাজার ও বেসরকারী ব্যবস্থাপনায় ১ লাখ ১৭ হাজার ১৯৮ জন হজ করার সুযোগ পাবেন।
×