ঢাকা, বাংলাদেশ   শনিবার ১১ মে ২০২৪, ২৮ বৈশাখ ১৪৩১

ফতুল্লায় তিন সড়ক দুর্ঘটনায় নিহত ৩

প্রকাশিত: ০৪:১১, ৭ ফেব্রুয়ারি ২০১৭

ফতুল্লায় তিন সড়ক দুর্ঘটনায় নিহত ৩

নিজস্ব সংবাদদাতা, নারায়ণগঞ্জ, ৬ ফেব্রুয়ারি ॥ ফতুল্লায় ৩টি সড়ক দুর্ঘটনায় মহিলা ও ট্রাক চালকসহ তিনজন নিহত হয়েছে। রবিবার রাতে ঢাকা-নারায়ণগঞ্জ পুরাতন সড়কের মেরিএন্ডারসন এলাকায় ওয়ার্কশপ কর্মী হাফেজ মুসা (৩২) ও সোমবার সকালে ফতুল্লার মোস্তাফিজ সেন্টারের সামনে পথচারী হাবিবা (৪০) নিহত হয়। এছাড়াও সোমবার বিকেলে ঢাকা-নারায়ণগঞ্জ লিঙ্করোডের চাঁদমারী এলাকায় অজ্ঞাত ট্রাক চালক (৪৫) নিহত হয়েছে। জানা গেছে, রবিবার রাতে ফতুল্লা থেকে ওয়ার্কশপ কর্মী হাফেজ মুসা তার ব্যবহৃত মোটরসাইকেল নিয়ে ঢাকার দিকে যাচ্ছিলেন। এ সময় তিনি মেরীএন্ডারসন এলাকায় পৌঁছলে বিপরীতমুখী একটি অজ্ঞাত ট্রাক তাকে চাপা দিলে ঘটনাস্থলেই সে নিহত হয়। এছাড়া সোমবার সকাল ১০টায় ফতুল্লার মোস্তাফিজ সেন্টারের সামনে দিয়ে রাস্তা পারাপারের সময় বিপরীতমুখী বোরাক পরিবহনের একটি যাত্রীবাহী বাস পথচারী হাবিবা (৪০)কে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই হাবিবা নিহত হয়। এদিকে সোমবার বিকেলে চাষাঢ়া থেকে একটি রড বোঝাই ট্রাক সাইনবোর্ডের দিকে যাচ্ছিল। এ সময় ট্রাকটি চাঁদমারী এলাকায় পৌঁছলে অপর একটি গাড়িকে সাইড দিতে গিয়ে জোরে ব্রেক করে। এতে ট্রাকটি দুইভাগ হয়ে ভেঙ্গে যায়। এতে ঘটনাস্থলেই ট্রাকের চালক নিহত হয়। নিহত ট্রাক চালকের পরিচয় পাওয়া যায়নি। খুলনায় আরোহী স্টাফ রিপোর্টার, খুলনা অফিস জানায়, ডুমুরিয়ায় বাস চাপায় সোহাগ মোড়ল (২৮) নামে এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। এ সময় বাসটি খাদে পড়ে গেলে ১৫ জন আহত হয়। সোমবার সকাল সাড়ে ১০টার দিকে খুলনা-সাতক্ষীরা মহাসড়কের ডুমুরিয়া উপজেলার বরাতিয়া নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে। রাজশাহীতে যুবক স্টাফ রিপোর্টার, রাজশাহী থেকে জানান, গোদাগাড়ীতে সড়ক দুর্ঘটনায় হাসান আলী (২৫) নামে এক যুবক নিহত হয়েছে। এ ঘটনায় আহত হয়েছে আরও ৩২ জন। সোমবার সকাল সাড়ে ৮টার দিকে রাজশাহী-চাঁপাইনবাবগঞ্জ মহাসড়কের কাদিপুর এলাকায় এই দুর্ঘটনা ঘটে। নিহত যুবক স্থানীয় সাহাব্দিপুর গ্রামের আকবর আলীর ছেলে। শেরপুরে শিশু নিজস্ব সংবাদদাতা, শেরপুর থেকে জানান, শেরপুরের শ্রীবরদীতে প্রাইভেটকার চাপায় আতিয়া (৫) নামে এক শিশু নিহত হয়েছে। সোমবার দুপুরে পৌর শহরের উত্তর শ্রীবরদী এলাকায় ওই দুর্ঘটনা ঘটে। নিহত শিশু উত্তর শ্রীবরদী গ্রামের আবু তালেব মিয়ার ছেলে। ওই ঘটনায় প্রায় আধা ঘণ্টা সড়ক অবরোধ করে রাখে স্থানীয় জনতা। নওগাঁয় বৃদ্ধ নিজস্ব সংবাদদাতা, নওগাঁ থেকে জানান, সোমবার দুপুরে পোরশা উপজেলার সরাইগাছি গাঙ্গুরিয়া রাস্তার দীঘিরপাহাড় নামকস্থানে বিজিবির রেশনের মালামাল সরবরাহকারী ট্রাকের ধাক্কায় জালাল উদ্দিন (৭০) নামে এক বৃদ্ধ নিহত হয়েছেন। চন্দনাইশে নারী যাত্রী স্টাফ রিপোর্টার, চট্টগ্রাম অফিস জানায়, চন্দনাইশ উপজেলার জামিজুরি এলাকায় বরযাত্রীর গাড়ি উল্টে সোমা চৌধুরী (৩০) নিহত হয়েছে। সোমবার ভোরে এ দুর্ঘটনা ঘটে। এতে আহত হয়েছেন আরও বেশ ক’জন। বরযাত্রী বহনকারী বাসটি লোহাগাড়া থেকে পটিয়ার দিকে যাচ্ছিল। হঠাৎ চালক নিয়ন্ত্রণ হারালে এটি উল্টে যায়। ভালুকায় গার্মেন্টস শ্রমিক নিজস্ব সংবাদদাতা, ভালুকা, ময়মনসিংহ থেকে জানান, ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের ভালুকা উপজেলার মাস্টারবাড়ি নামকস্থানে সোমবার সকালে ট্রাক ও শ্রমিকবাহী বাসের মুখোমুখি সংঘর্ষে গার্মেন্টস্ শ্রমিক শাহিনা আক্তার (৩০) নিহত ও ১৫ জন আহত হয়েছে। পুলিশ জানায়, উপজেলার জামিরদিয়াস্থ ক্রাউন গার্মেন্টসের একটি শ্রমিকবাহী বাস মাওনা থেকে কারখানায় আসার সময় ঢাকাগামী একটি ট্রাকের মুখোমুখি সংঘর্ষ ঘটে।
×