ঢাকা, বাংলাদেশ   শনিবার ১১ মে ২০২৪, ২৭ বৈশাখ ১৪৩১

’১৯ সালের ২৯ জানুয়ারির আগের যে কোন দিন নির্বাচন ॥ তোফায়েল

প্রকাশিত: ০৫:৪৯, ৫ ফেব্রুয়ারি ২০১৭

’১৯ সালের ২৯  জানুয়ারির আগের যে কোন দিন নির্বাচন ॥ তোফায়েল

নিজস্ব সংবাদদাতা, ভোলা, ৪ ফেব্রুয়ারি ॥ বাণিজ্য মন্ত্রী তোফয়েল আহমেদ বলেছেন, ২০১৯ সালের ২৯ জানুয়ারির আগের ৯০ দিনের মধ্যে যে কোন দিন নির্বাচন হবে। সেই নির্বাচন হবে বর্তমান সরকারের অধীনে। আমাদের প্রধানমন্ত্রী শেখ হাসিনা একজন দক্ষ রাজনীতিক। তিনি বাংলাদেশেরই নেতা নন- আন্তর্জাতিক বিশ্বে খ্যাতি সম্পন্ন একজন নেতা। তিনি দেশের অর্থায়নে পদ্মা সেতু করছেন। শনিবার দুপুরে ভোলা জেলা পরিষদের নব নির্বাচিত পরিষদের দায়িত্বভার গ্রহণ ও অভিষেক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তোয়ায়েল আহমেদ এসব কথা বলেন। বাণিজ্যমন্ত্রী বলেন, ২০১৮ সালের মধ্যে পদ্মা সেতুর কাজ শেষ হবে। ২০২১ সালের মধ্যে ২৪ হাজার মেঘাওয়াট বিদ্যুত উৎপাদন করার পরিকল্পনা রয়েছে। তিনি আরও বলেন, রেমিটেন্স, রিজার্ভ, এক্সপোর্টসহ সকল খাতে বাংলাদেশ পাকিস্তান থেকে এগিয়ে। আমাদের গড় আয়ু ভারত পাকিস্তানের চেয়ে বেশি। মাতৃমৃত্যু, শিশু মৃত্যুর হার ভারত পাকিস্তানের চেয়ে আমাদের কম। তোফায়েল আহমেদ বলেন, ভোলা হবে বাংলাদেশের মধ্যে শ্রেষ্ঠ জেলা। ভোলায় পর্যাপ্ত গ্যাস আছে। রাশিয়ান কোম্পানি গ্যাস উত্তোলনের দায়িত্ব নিয়েছে। এখানে গ্যাস ভিত্তিক শিল্পকাল কারখানা হবে। ভোলা-বরিশাল তেঁতুলিয়া নদীর উপর দিয়ে সেতু নির্মাণের জন্য সমীক্ষা চলছে। আগামী এক দুই সপ্তাহের মধ্যে তা শেষ হবে। তার পর একনেকে উঠবে। পদ্মা ব্রিজ হয়ে গেলে ভোলা-বরিশাল ব্রিজ হলে ৪/৫ ঘণ্টায় ঢাকা থেকে ভোলায় আসা যাওয়া করা যাবে। তখন আর ভোলা মূল ভূখ-ের সঙ্গে বিচ্ছিন্ন থাকবে না। নদী ভাঙ্গন রোধে ইতোমধ্যে ১৬ কোটি টাকার বরাদ্দ করা হয়েছে। ভোলায় কোন কাঁচা রাস্তা থাকবে না। গ্রামীণ রাস্তাঘাট ব্রিজ করার জন্য ৪৬৫ কোটি টাকার প্রকল্প একনেকে পাস হয়েছে। জেলা পরিষদের নব নির্বাচিত চেয়ারম্যান আবদুল মমিন টুলুর সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তব্য রাখেন, সাবেক সচিব এম মোকাম্মেল হক, ভোলা-৪ আসনের সংসদ সদস্য ও পরিবেশ ও বন উপমন্ত্রী আবদুল্লাহ আল ইসলাম জ্যাকব, ভোলা-৩ আসনের সংসদ সদস্য নুরুন্নবী চৌধুরী শাওন, ভোলা-২ আসনের সংসদ সদস্য আলী আজম মুকুল। অনুষ্ঠানে ভোলা জেলা প্রশাসক মোঃ সেলিম উদ্দিন, পুলিশ সুপার মোঃ মোকতার হোসেন, ভোলা পৌরসভার মেয়র মোহাম্মদ মনিরুজ্জামান বোরহানউদ্দিন পৌরসভার মেয়র রফিকুল ইসলামসহ বিভিন্ন উপজেলা পরিষদের চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান, ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, মেম্বার, আওয়ামী লীগের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ বলেছেন, ২০২১ সালের মধ্যে ডিজিটাল বাংলাদেশ এবং ২০৪১ সালের মধ্যে একটি উন্নত দেশের রুপান্তিত হবে এ দেশ। এ সরকারের আমলেই গ্রামীণ অর্থনীতির উন্নয়ন হয়েছে।
×