ঢাকা, বাংলাদেশ   শনিবার ১১ মে ২০২৪, ২৮ বৈশাখ ১৪৩১

সাগরে দুই ট্রলারে দস্যুর হানা

প্রকাশিত: ০৫:৫০, ৪ ফেব্রুয়ারি ২০১৭

সাগরে দুই ট্রলারে দস্যুর হানা

নিজস্ব সংবাদদাতা, কলাপাড়া, ৩ ফেব্রুয়ারি ॥ কুয়াকাটা থেকে প্রায় ৫০ কিলোমিটার দূরের ঢালচর সংলগ্ন পূর্ব-দক্ষিণ বঙ্গোপসাগরে এফবি বাইচু (১) ও এফবি বাইচু (২) নামের দুটি মাছ ধরার ট্রলারে জলদস্যুরা হানা দিয়েছে। ট্রলার মালিক আলীপুরের বেল্লাল হোসেন জানান, ২০/২২ জনের একটি জলদস্যু সশস্ত্র হানা দেয় ট্রলার দুটিতে। তারা জেলেদের জিম্মি করে মোবাইল সেট, মাছ, জাল, জ্বালানি, সোলার প্যানেলসহ ব্যাটারি নিয়ে গেছে। ভেঙ্গে অকেজো করে দেয় ট্রলার দুটির ইঞ্জিন। এ সময় ট্রলারে অবস্থানরত এক রোহিঙ্গা জেলেকে জলদস্যুরা মুক্তিপণের দাবিতে অপহরণ করে নেয়। বেল্লাল আরও জানান, বৃহস্পতিবার শেষ বিকেলে জলদস্যুরা তার এমন সর্বনাশ করে। শুক্রবার শেষ বিকেলে খবর পেয়ে অপর একটি ট্রলার নিয়ে ডাকাত কবলিত ভাসমান ট্রলার দুটি উদ্ধারের জন্য সাগরে লোক পাঠিয়েছেন। বেল্লাল তার ট্রলারের মাঝি দেলোয়ার হোসেনের বরাত দিয়ে জানান, জলদস্যুরা সবাই বাঁশখালী এলাকার। তাদের কাছে তিনটি বন্দুক এবং কয়েকটি রামদা ও ছ্যানা ছিল। কোস্টগার্ড নিজামপুর ক্যাম্পের কন্টিজেন্ট কমান্ডার আব্দুল আলিম জানান, ঘটনাস্থল থেকে কালকিনির কোস্টগার্ড ক্যাম্প কাছে থাকায় তাদের অবহিত করা হচ্ছে। অপরদিকে এফবি ফয়সাল ট্রলারসহ ১০ জেলে বঙ্গোপসাগরে মাছ শিকারে গিয়ে ১৮ দিন ধরে নিখোঁজ রয়েছে। ১৬ জানুয়ারি ট্রলারটি আলীপুর ঘাট থেকে গভীর সাগরে মাছ শিকারে যায়।
×