ঢাকা, বাংলাদেশ   শনিবার ১১ মে ২০২৪, ২৮ বৈশাখ ১৪৩১

এবার জামালপুরে ছাত্রদের কাঁধে হাঁটলেন জমিদাতা প্রিন্স

প্রকাশিত: ০৩:৫৬, ৩ ফেব্রুয়ারি ২০১৭

এবার জামালপুরে ছাত্রদের কাঁধে হাঁটলেন জমিদাতা প্রিন্স

নিজস্ব সংবাদদাতা, জামালপুর, ২ ফেব্রুয়ারি ॥ মেলান্দহ উপজেলার মাহমুদপুর উচ্চ বিদ্যালয়ের ছাত্রদের কাঁধে হাঁটলেন ওই বিদ্যালয়ের জমিদাতা দিলদার হোসেন প্রিন্স। শিক্ষার্থীদের কাঁধে উঠে হেঁটে যাওয়ার এ ঘটনাটি নিয়ে জেলাজুড়ে তোলপাড় চলছে। রবিবার (২৯ জানুয়ারি) ওই বিদ্যালয়ের এক অনুষ্ঠানে এ ঘটনা ঘটে। ঘটনাটি বুধবার বিকেল থেকে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়েছে। ফেসবুক ও স্থানীয় সূত্রে জানা গেছে, রবিবার মাহমুদপুর বহুমুখী উচ্চ বিদ্যালয়ের শিক্ষক আব্দুল লতিফ এবং এসএসসি পরীক্ষার্থীদের বিদায়ী অনুষ্ঠান ছিল। অনুষ্ঠান উপলক্ষে বিদ্যালয়ের স্কাউট দলের সদস্যরা একটি মানব সেতু নির্মাণ করে। সেই মানব সেতুর উপর দিয়ে হেঁটে যান অনুষ্ঠানের অতিথি এবং বিদ্যালয়ের জমিদাতা দিলদার হুসেন প্রিন্স। এ সময় সেই দৃশ্য দাঁড়িয়ে দাঁড়িয়ে উপভোগ করার পাশাপাশি তাকে হেঁটে যেতে সাহায্য করেন ওই বিদ্যালয়ের শরীরচর্চা শিক্ষক হাফিজুর রহমান। দিলদার হুসেন প্রিন্সের হেঁটে যাওয়ার ঘটনাটি স্থানীদের মাঝে ব্যাপক ক্ষুব্ধ প্রতিক্রিয়ার সৃষ্টি করে। সেই মানব সেতুর উপর দিয়ে হেঁটে যাওয়ার ছবিটি বুধবার সন্ধ্যায় সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়ে। ছবিতে দেখা যায়, শিশুদের কাঁধে হাঁটছেন দিলদার হোসেন প্রিন্স। দুই পাশ থেকে দু’জন তার হাত ধরে সহযোগিতা করছেন। কেউ কেউ সেই দৃশ্যের ছবি তুলছেন। এর চারদিকে বিদ্যালয়ের ছাত্র ও অন্যান্য দর্শনার্থীরা দৃশ্যটি দেখছেন। এ বিষয়ে মাহমুদপুর বহুমুখী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ আসলত জামান বলেন, সোমবার বিদ্যালয়ে দুটি অনুষ্ঠান একসঙ্গে চলছিল। স্কাউট সদস্যরা সেদিন তাদের বিভিন্ন শারীরিক কসরত উপস্থান করেছে, সেটার অংশ হিসেবে তাদের তৈরি করা মানব সেতুর উপর দিয়ে বিদ্যালয়ের দাতা সদস্য দিলদার হুসেন প্রিন্স হেঁটে গেছে শুনেছি। তবে ঘটনাটি আমার নজরে আসেনি। এ বিষয়ে দিলদার হুসেন প্রিন্স বলেন, বিদ্যালয়ের শিক্ষার্থী স্কাউট সদস্যদের অনুরোধে তাদের তৈরি মানব সেতুর উপর দিয়ে হেঁটে যাওয়ার ঘটনায় দোষের কিছু নেই। জামালপুর জেলা প্রশাসক মোঃ শাহাবুদ্দিন খান বলেন, স্কুল শিক্ষার্থীদের কাঁধের উপর দিয়ে হেঁটে যাওয়ার ঘটনাটি কোন খেলা হতে পারে না, এটা অত্যন্ত অমানবিক একটি ঘটনা। এ বিষয়ে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য মেলান্দহ উপজেলা নির্বাহী কর্মকর্তা ও মেলান্দহ থানার ওসিকে নির্দেশ দেয়া হয়েছে। চাঁদপুরে ৫ জনের বিরুদ্ধে মামলা নিজস্ব সংবাদদাতা চাঁদপুর থেকে জানান, হাইমচর উপজেলার নীল কমল ওছমানিয়া উচ্চ বিদ্যালয়ে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠানে শিক্ষার্থীদের দিয়ে তৈরি মানবপ্রচীরে জুতা পায়ে উপজেলা চেয়ারম্যান হেঁটে যাওয়ার ঘটনায় শিশু আইনের ৫ জনের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। বুধবার রাতে ওই বিদ্যালয়ের শিক্ষার্থী আলমগীর হোসেনের পিতা আঃ কাদের বাদী হয়ে মামলা দায়ের করেন। মামলায় হাইমচর উপজেলা চেয়ারম্যান নূর হোসেন পাটওয়ারী, বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি হুমায়ুন কবির পাটওয়ারী, প্রধান শিক্ষক মোশারফ হোসেন, অভিভাবক সদস্য মুনসুর আহমেদ ও এমএ বাশারকে আসামি করা হয়।
×