ঢাকা, বাংলাদেশ   শনিবার ১১ মে ২০২৪, ২৮ বৈশাখ ১৪৩১

বাংলায় রায় দিতে আইনজীবীদের সহায়তা চাইলেন প্রধান বিচারপতি

প্রকাশিত: ০৮:০৬, ২ ফেব্রুয়ারি ২০১৭

বাংলায় রায় দিতে আইনজীবীদের সহায়তা চাইলেন প্রধান বিচারপতি

স্টাফ রিপোর্টার ॥ প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহা বলেছেন, উচ্চ আদালতে বাংলায় রায় দিতে আইনজীবী, লেখক ও বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের এগিয়ে আসতে হবে। বুধবার সুপ্রীমকোর্ট মিলনায়তনে সুপ্রীমকোর্ট সমিতি বিজয়া পুনর্মিলনী ও বাণী অর্চনা উদযাপন পরিষদের অনুষ্ঠানে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি একথা বলেন। প্রধান বিচারপতি বিশিষ্ট আইনজীবী ও বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের বাংলায় আইনের বই লেখার জন্য সহযোগিতা করারও আহ্বান জানান। তিনি বলেন, বাংলায় আমাদের হাইকোর্টে বিচারকরা সুন্দরভাবে রায় দিচ্ছেন। যখন আমার কাছে আপীলের রায় বাংলায় আসে, আমি সেগুলো দেখি। হাইকোর্টের কিছু কিছু বিচারক বাংলায় ভাল রায় দিতে পারেন। তারা সুন্দর রায় দিচ্ছেন। সুপ্রীমকোর্টেও উভয় বিভাগের রায় বাংলায় ঘোষণা করতে আইনজীবীদের এগিয়ে আসা উচিত। বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা যেন বাংলায় বই লিখেন সেজন্য তাদের আহ্বান জানান প্রধান বিচারপতি। তিনি বলেন, আইনের বই বাংলায় লিখতে শিক্ষকদের এগিয়ে আসতে হবে। আমরা আপীল বিভাগে এমন ডিভাইস বের করার চেষ্টা করছি রায় দেয়ার সময় ডিটেকশন দেব, যেটি সফটওয়্যার হয়ে বাংলায় বের হবে। আমি ও আমাদের আইটি বিভাগ এগুলো নিয়ে চেষ্টা চালাচ্ছি। আমাদের সবচেয়ে বেশি অসুবিধা হচ্ছে ফৌজদারি কার্যবিধি সংশোধন করায়। পুলিশের দায়িত্ব ব্যাপক বেড়ে গেছে। কোন অপরাধে কি লিখতে হবে, সেগুলো উল্লেখ না থাকলে হবে না। বোঝা যাবে না, আসামি কি ধরনের অপরাধ করেছে। আসামি সহযোগী না কি মূল। তাদের সেগুলো পরিষ্কার করতে হবে। পরিষ্কার না থাকলে বিচারকদের জামিন দেয়া ও বিচার করা কঠিন হয়ে যায়। তথ্য পরিষ্কার না থাকায় তারা সহজেই জামিন পেয়ে যায়।
×