ঢাকা, বাংলাদেশ   শনিবার ১১ মে ২০২৪, ২৮ বৈশাখ ১৪৩১

সড়ক দুর্ঘটনায় চালকসহ নিহত চার

প্রকাশিত: ০৫:০৩, ২ ফেব্রুয়ারি ২০১৭

সড়ক দুর্ঘটনায় চালকসহ নিহত চার

জনকণ্ঠ ডেস্ক ॥ বুধবার সড়ক দুর্ঘটনায় সিলেটে মোটরসাইকেল আরোহী, নওগাঁয় পথচারী, মাদারীপুরে ট্রাকচালক ও সাভারে লেগুনা যাত্রী নিহত, মির্জাপুরে বাস খাদে পড়ে ৩০ যাত্রী আহত হয়েছে। খবর স্টাফ রিপোর্টার ও নিজস্ব সংবাদদাতাদের পাঠানোÑ সিলেট ॥ সিলেট-ঢাকা মহাসড়কের দক্ষিণ সুরমার দাউদপুর এলাকায় বুধবার ‘এনা পরিবহনে’র ধাক্কায় সৈয়দ পারভেজ আহমদ (২১) নামের এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। দুর্ঘটনার পর উত্তেজিত জনতা সড়ক অবরোধ করে বাসে আগুন দেয়ার চেষ্টা করে। এ সময় পুলিশ ঘটনাস্থলে গিয়ে কয়েক রাউন্ড ফাঁকা গুলি ছুড়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। নওগাঁ ॥ বুধবার সকাল সাড়ে ৮টার দিকে মান্দায় ট্রাকের চাপায় পথচারী নায়েব উদ্দিন (৩৫) নিহত হয়েছেন। নওগাঁ-রাজশাহী মহাসড়কের ফতেপুর মাদ্রাসা মোড় এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত নায়েব উদ্দিন সকালে জয়বাংলার মোড়ে চা খেয়ে ফতেপুর গ্রামে যাচ্ছিলেন। মাদ্রাসার মোড়ে রাস্তা পার হওয়ার সময় দ্রুতগামী একটি ট্রাক তাকে চাপা দিয়ে পালিয়ে যায়। মাদারীপুর ॥ বুধবার ভোর রাতে জেলার শিবচরের মৃর্জাকান্দি এলাকায় ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সাথে ধাক্কা লেগে চালক রাসেল শেখ (২৫) নিহত হয়েছে। সাভার ॥ বুধবার সকালে সাভারে পৃথক সড়ক দুর্ঘটনায় একজন নিহত ও ৩০ জন আহত হয়েছে। জানা গেছে, এদিন সকালে ঢাকা-আরিচা মহাসড়কের সাভারের হেমায়েতপুর এলাকা থেকে লেগুনায় করে মা ও ছেলে আমিনবাজার যাচ্ছিল। লেগুনাটি তুরাগ এলাকায় পৌঁছলে পিছন থেকে ছেড়ে আসা একটি যাত্রীবাহী বাস লেগুনাকে ধাক্কা দিয়ে পালিয়ে যায়। এতে এক নারী যাত্রী নিহত হয়। অপরদিকে একইদিন সকালে ধামরাইয়ের ঢুলিভিটা এলাকা থেকে রাজধানীর গুলিস্তানের উদ্দেশ্যে ‘ডি-লিংক’ পরিবহনের একটি যাত্রীবাহী রওনা দেয়। বাসটি মহাসড়কের সাভারের জোরপুল এলাকায় পৌঁছলে নিয়ন্ত্রণ হারিয়ে মহাসড়কের উপরে উল্টে যায়। এতে বাসে থাকা ৩০ জন যাত্রী গুরুতর আহত হয়। মির্জাপুর ॥ ব্রিজের রেলিং ভেঙ্গে বাস খাদে পড়ে ৩০ যাত্রী আহত হয়েছেন। বুধবার বিকেলে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে মির্জাপুর উপজেলার আছিমতলা ব্রিজে এ দুর্ঘটনা ঘটে। আহতদের মধ্যে ১৬ জনকে মির্জাপুরের কুমুদিনী হাসপাতালে ও তিনজনকে জামুর্কীস্থ মির্জাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। এদের মধ্যে পাঁচজনের অবস্থা গুরুতর বলে জানা গেছে।
×