ঢাকা, বাংলাদেশ   শনিবার ১১ মে ২০২৪, ২৮ বৈশাখ ১৪৩১

ঢাবিতে জ্ঞানতাপস আব্দুর রাজ্জাক বক্তৃতামালা অনুষ্ঠিত

প্রকাশিত: ০৮:২০, ৩১ জানুয়ারি ২০১৭

ঢাবিতে জ্ঞানতাপস আব্দুর রাজ্জাক বক্তৃতামালা অনুষ্ঠিত

বিশ্ববিদ্যালয় রিপোর্টার ॥ ঢাকা বিশ^বিদ্যালয়ে জ্ঞানতাপস আব্দুর রাজ্জাক গুণীজন বক্তৃতামালা হয়েছে। সোমবার সন্ধ্যায় নবাব নওয়াব আলী চৌধুরী সিনেট ভবন মিলনায়তনে এই বক্তৃতা হয়। আব্দুর রাজ্জাক ফাউন্ডেশন অনুষ্ঠানের আয়োজন করে। অনুষ্ঠানে ব্র্যাকের প্রতিষ্ঠা স্যার ফজলে হাসান আবেদের সভাপতিত্বে অর্থনীতিবিদ রেহমান সোবহান মূল বক্তব্য উপস্থাপন করেন। উপস্থিত ছিলেন অর্থনীতিবিদ দেবপ্রিয় ভট্টাচার্য, ঢাবি প্রোভিসি (শিক্ষা) অধ্যাপক নাসরীন আহমাদ, আব্দুর রাজ্জাক ফাউন্ডেশনের ট্রাস্টি সদস্য আবুল খায়ের প্রমুখ। মূল বক্তৃতায় রেহমান সোবহান বলেন, বাংলাদেশের মানুষের অদম্য স্পৃহার কারণেই দেশ স্বাধীন হয়েছে। এই স্বাধীনতার উদ্যোগ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের পূর্বে কেউ নেননি। বঙ্গবন্ধুর এমন উদ্যোগ স্বাধীনতার পরবর্তীতে গার্মেন্টস উন্নয়ন, নারীদের জীবনমানের উন্নয়নসহ সকল উন্নয়নে অসামান্য ভূমিকা পালন করেছে। তিনি বলেন, বঙ্গবন্ধু হত্যার পরে বাংলাদেশের রাজনীতির অবক্ষয় শুরু হয়। পচন শুরু হয় রাজনীতির । নারায়ণগঞ্জের সাত খুন এর জ¦লন্ত প্রমাণ বলে তিনি মন্তব্য করেন। বাংলাদেশের রাজনৈতিক দুর্বৃত্তায়ন থেকে বের হয়ে আসার জন্য তিনি অংশগ্রহণমূলক নির্বাচনের পথ উন্মুক্ত করার জন্য বলেন।
×