ঢাকা, বাংলাদেশ   শনিবার ১১ মে ২০২৪, ২৮ বৈশাখ ১৪৩১

কক্সবাজারে পাসপোর্ট আবেদনকারীকে প্রহার, পুলিশের বিরুদ্ধে মামলা

প্রকাশিত: ০৮:৪৬, ৩০ জানুয়ারি ২০১৭

কক্সবাজারে পাসপোর্ট আবেদনকারীকে প্রহার, পুলিশের বিরুদ্ধে মামলা

স্টাফ রিপোর্টার, কক্সবাজার ॥ পেকুয়ায় চাঁদা না দেয়ার কারণে পাসপোর্ট পেতে আগ্রহী এক যুবকে লাঠি দিয়ে পিটিয়ে জখম করেছেন এক পুকর্মকর্তা। ভুক্তভোগী যুবক ওই পুলিশ কর্মকর্তাকে আসামি করে রবিবার আদালতে মামলা করেছে। মামলাটি নথিভুক্ত করে সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট কক্সবাজারপুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনকে (পি) তদন্ত করে প্রতিবেদন দালের নির্দেশ দিয়েছেন। জানা গেছে, গত এক মাস পূর্বে পাসপোর্ট, পেতে কক্সবাজার আঞ্চপাসপোর্ট অসে যথামে আবেদন করেন কুতদয়া কৈয়ারসিকদার পাড়ার বেদার উদ্দিনের পত্র মফিজুর রহমান। আবেদনযাচাই করার জন্য পুশের এএসআই জিয়াউল করিম জিয়া শুক্রবার সকালে তার ভাড়া বাসায় হাহতে বলেন। কথা মতে তার বাসায় আসলে ওই যুবকের কাছ থেকে ২০ হাজার টাকা চাঁদা দাবি করেন এ পুকর্মকর্তা।
×