ঢাকা, বাংলাদেশ   শনিবার ১১ মে ২০২৪, ২৭ বৈশাখ ১৪৩১

শাহজালালে কার্গো শেডের বাইরে মালামাল না রাখার নির্দেশ

প্রকাশিত: ০৪:১৫, ৩০ জানুয়ারি ২০১৭

শাহজালালে কার্গো শেডের বাইরে মালামাল না রাখার নির্দেশ

স্টাফ রিপোর্টার ॥ হযরত শাহজালাল আন্তজার্তিক বিমানবন্দরে কার্গো শেডের বাইরে খোলা আকাশের নিচে কোন ধরনের মালমাল না রাখার নির্দেশ দেয়া হয়েছে। এ ছাড়া সঠিক সময়ে সঠিক জায়গায় বিমানবন্দরের যাত্রীদের জন্য ট্রলি সরবরাহ নিশ্চিত করার ব্যাপারে আবারও তাগিদ দেয়া হয়েছে। রবিবার বেসামরিক বিমান ও পর্যটন মন্ত্রী রাশেদ খান মেনন বিমানবন্দর পরিদর্শনের পর এক বৈঠকে এসব নিদের্শনা দেন। মন্ত্রী শাহজালালের আমদানি ও রফতানি কার্গো হাউসে গিয়ে কিছু পণ্য বাইরে এলোমেলো অবস্থায় দেখতে পান। এ সময় তিনি জানতে চান কেন এগুলো এভাবে পড়ে আছে। বিমানের ডিজিএম ইফতেখার তখন মন্ত্রীকে জানান, শুক্র ও শনিবার দুদিন ছুটির সময়ে আসা কিছু পণ্য জড়ো হওয়ায় এমন পরিস্থিতির সৃষ্টি হয়। তবে এ সব মালামাল তাৎক্ষণিক সরিয়ে নেয়ার ব্যবস্থা করা হয়। এরপর তিনি বিমানবন্দরেরর যাত্রীদের ট্রলি নিয়ে প্রায়ই অভিযোগের বিষয়ে জানতে চান। এ সময় কজন যাত্রী মন্ত্রীকে ট্রলি না পাওয়ার বিষয়টি অবহিত করার পর তিনি তাৎক্ষণিক সেটা নিশ্চিত করার নির্দেশ দেন। মুহূর্তেই ট্রলি এনে হাজির করা হয় যাত্রীদের সামনে। পরিদর্শন শেষে বিমানবন্দরের কনফারেন্স হলে এক বৈঠকে বিমান ও সিভিল এভিয়েশনের শীর্ষ কর্মকর্তাদের আরও সমন্বিত পদক্ষেপে কার্গো হাউসের অটোমেশনের কাজ ও যাত্রী সেবা নিশ্চিত করার তাগিদ দেয়া হয়।
×