ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১০ মে ২০২৪, ২৭ বৈশাখ ১৪৩১

সোয়ানের বিশ্বসেরা ওয়ানডে একাদশে সাকিব

প্রকাশিত: ০৫:৫০, ২৮ জানুয়ারি ২০১৭

সোয়ানের বিশ্বসেরা ওয়ানডে একাদশে সাকিব

স্পোর্টস রিপোর্টার ॥ সম্প্রতিই নিউজিল্যান্ড সফর শেষ করে দেশে ফিরেছে বাংলাদেশ। সফরের তিন ফরমেটের সব ম্যাচে হেরে যায় তারা। ওয়ানডে, টি২০ ও টেস্ট সিরিজে হোয়াইটওয়াশের লজ্জা বরণ করতে হয়। কিন্তু ব্যাটে-বলে তিন ফরমেটে দারুণ উজ্জ্বল ছিলেন এক সময় তিন ফরমেটেই বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসান। তিন ওয়ানডেতে একটি অর্ধশতক ছাড়াও ৫ উইকেট শিকার করে পুনরুদ্ধার করেন এ ফরমেটের বিশ্বসেরার আসন। এ কারণেই ওয়ানডের বিশ্বসেরা একাদশে তাকে ঠাঁই দিয়েছেন ইংল্যান্ডের সাবেক স্পিনার গ্রায়েম সোয়ান। তার বিবেচনায় বর্তমান বিশ্বের সেরা ওয়ানডে একাদশে একমাত্র বাংলাদেশী হিসেবে আছেন তিনিই। সোয়ানের সঙ্গে এই একাদশ গঠনে ছিলেন অন্য দুই সাবেক ইংলিশ ক্রিকেটার মাইকেল ভন ও মার্কাস নর্থ। বর্তমান বিশ্বের অন্যতম ওয়ানডে দলে পরিণত হয়েছে বাংলাদেশ ক্রিকেট দল। আইসিসি র‌্যাঙ্কিংয়ের সপ্তম অবস্থানে আছে। সদ্য সমাপ্ত নিউজিল্যান্ড সফরে অবশ্য ৩-০ ব্যবধানে হোয়াইটওয়াশ হয় তারা। এমন ভাগ্য বরণ করতে হয়েছে দীর্ঘ আড়াই বছর পর। এর আগে টানা ৬ সিরিজ জয়ের পর সর্বশেষ ঘরের মাটিতে ইংল্যান্ডের কাছে ২-১ ব্যবধানে সিরিজ হার দেখে বাংলাদেশ। তবে পুরোটা সময়ই ব্যাটে-বলে দুরন্ত ছিলেন সাকিব। এরপরও হারিয়েছিলেন টেস্ট ও টি২০ ক্রিকেটের মতোই ওয়ানডে অলরাউন্ডার হিসেবে বিশ্বসেরার স্থানটা। এবার দলের হতাশাজনক নৈপুণ্যের মধ্যেও কখনও ব্যাটে আবার কখনও বলে দুর্দান্ত পারফর্মেন্স দেখিয়েছেন তিনি। এ কারণেই সোয়ানকে নিয়ে গঠিত সাবেক ইংলিশ অধিনায়ক ভন ও নর্থ বর্তমান সময়ের যে বিশ্বসেরা ওয়ানডে একাদশ গড়েছেন তাতে ঠাঁই হয়েছে সাকিবের। তাকে রাখার বিষয়ে সোয়ান বলেন, ‘তিনি দারুণ মেধাবী ওয়ানডে খেলোয়াড়। অত্যন্ত মেধাবী বোলার এবং ব্যাট হাতেও বেশ ভাল।’ ভারত থেকে অধিনায়ক বিরাট কোহলি ছাড়া আর কারও জায়গা হয়নি। ওয়ানডের এক নম্বর দল অস্ট্রেলিয়া থেকে সর্বাধিক ৫ জন ও দক্ষিণ আফ্রিকা থেকে ২ জনকে রেখেছেন সোয়ানরা। তবে ইংল্যান্ড থেকে পেস অলরাউন্ডার বেন স্টোকস ছাড়া আর কেউ বিবেচিত হননি। সোয়ানের বিশ্বসেরা ওয়ানডে দল ॥ ডেভিড ওয়ার্নার, স্টিভেন স্মিথ, গ্লেন ম্যাক্সওয়েল, জেমস ফকনার, মিচেল স্টার্ক, কুইন্টন ডি কক, এবি ডি ভিলিয়ার্স, বিরাট কোহলি, বেন স্টোকস, সুনীল নারাইন ও সাকিব আল হাসান।
×