ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

আইসিবি ইসলামিক ব্যাংকের দরবৃদ্ধির কোন কারণ নেই

প্রকাশিত: ০৪:২০, ২৭ জানুয়ারি ২০১৭

আইসিবি ইসলামিক ব্যাংকের দরবৃদ্ধির কোন কারণ নেই

অর্থনৈতিক রিপোর্টার ॥ পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানি আইসিবি ইসলামিক ব্যাংকের শেয়ারদর বাড়ার কোন কারণ নেই। কোম্পানির শেয়ারে অস্বাভাবিক দর বাড়ার পেছনে কারণ জানতে চাইলে কোম্পানি কর্তৃপক্ষ এমনটাই জানায় ঢাকা স্টক এক্সচেঞ্জকে (ডিএসই)। ডিএসই সূত্রে জানা গেছে, কোম্পানির শেয়ারের অস্বাভাবিক দর বাড়ার পেছনে কারণ জানতে চেয়ে ডিএসই বুধবার নোটিস পাঠায়। এর জবাবে কোম্পানিটি জানায়, কোন রকম অপ্রকাশিত মূল্যসংবেদনশীল তথ্য ছাড়াই শেয়ারদর বাড়ছে। বিশ্লেষণে দেখা যায়, গত ৪ জানুয়ারি থেকে কোম্পানিটির শেয়ারদর টানা বেড়ে চলেছে। আলোচিত সময়ে শেয়ারটির দর ৪ টাকা ৭০ পয়সা থেকে বেড়ে সর্বশেষ ৬ টাকা ৩০ পয়সা পর্যন্ত লেনদেন হয়েছে। আর শেয়ারটির এ দর বাড়াকে অস্বাভাবিক বলে মনে করছে ডিএসই কর্তৃপক্ষ। অগ্রণী ব্যাংক মিউচুয়াল ফান্ডের খসড়া অনুমোদন অর্থনৈতিক রিপোর্টার ॥ মেয়াদী আইসিবি এএমসিএল ফার্স্ট অগ্রণী ব্যাংক মিউচুয়াল ফান্ডের খসড়া প্রসপেক্টাস অনুমোদন দিয়েছে বাংলাদেশ সিকিউরিটজ এ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)। কমিশন সূত্রে এই তথ্য জানা গেছে। মিউচুয়াল ফান্ডটির লক্ষ্যমাত্রা ধরা হয়েছে ১০০ কোটি টাকা। এখানে উদ্যোক্তার অংশ ৫০ কোটি টাকা। সব বিনিয়োগকারীর জন্য বরাদ্দ রাখা হয়েছে ৫০ কোটি টাকা। যা ইউনিট বিক্রয়ের মাধ্যমে উত্তোলন করা হবে। ফান্ডটির অভিহিত মূল্য হবে ১০ টাকা। ফান্ডের উদ্যোক্তা অগ্রণী ব্যাংক লিমিটেড।
×