ঢাকা, বাংলাদেশ   শনিবার ১১ মে ২০২৪, ২৭ বৈশাখ ১৪৩১

পায়ুপথে স্বর্ণের বিস্কুট

অর্থের লোভে জীবনের ঝুঁকি নিতে দ্বিধা করেনি ফজলুল হক

প্রকাশিত: ০৮:৫৭, ২৬ জানুয়ারি ২০১৭

অর্থের লোভে জীবনের ঝুঁকি নিতে দ্বিধা করেনি ফজলুল হক

স্টাফ রিপোর্টার ॥ এক কেজি স্বর্ণের বিস্কুট পায়ুপথে ঢোকানো এবং বের করা খুবই ঝুুঁকিপূর্ণ। এটা জেনেও শুধু টাকার লোভে জীবনের ঝু্ঁিক নিতেও দ্বিধা করেনি ফজলুল হক। শাহজালাল বিমানবন্দরে নামার পর সিঙ্গাপুর ফেরত এই যাত্রীকে আটক করে ঢাকা কাস্টম হাউসের প্রিভেনটিভ দল। পায়ুপথ দিয়ে স্বর্ণ বের করার সময় তার অবস্থা সঙ্কটাপন্ন হয়ে পড়ে। সে চিৎকার করছিল ব্যথায়। ফজলুল হক মঙ্গলবার রাত ১২টায় সিঙ্গাপুর এয়ারলাইন্সের এসকিউ-৪৪৬ ফ্লাইটে ঢাকায় আসে। ইমিগ্রেশান পেরিয়ে সে যখন কাস্টমস হলের দিকে যাচ্ছিল, তখন তাকে অতি সতর্কাবস্থা অবলম্বন করতে দেখেন বলে জানান সহকারী কমিশনার এইচ এম আহসানুল কবির। তখন সন্দেহবশত তাকে কিছু জিজ্ঞাসা করতেই সে ভ্যাবাচ্যাকা খেয়ে যায়। এক পর্যায়ে তাকে হাঁটতে বলা হলে সে কিছুটা অস্বস্তি প্রকাশ করে। তখন ফজলুকে চ্যালেঞ্জ করা হলেও সে স্বর্ণ নেই বলে দাবি করে। আহসানুল কবির বলেন, এরপরই পরীক্ষা করা হয়। মেটাল ডিটেক্টর দিয়ে কোমরের নিচে পরীক্ষার সময় সঙ্কেত বেজে ওঠে। তখন তাকে বলা হয় বের করে দিতে। বাধ্য হয়েই ফজুলল হক স্বীকার করে-রেকটামে ১০টি স্বর্ণের বার আছে। পরে সেগুলো উদ্ধার করা হয়। এগুলোর ওজন ১ কেজি এবং বাজারমূল্য আনুমানিক ৫০ লাখ টাকা।
×