ঢাকা, বাংলাদেশ   শনিবার ১১ মে ২০২৪, ২৭ বৈশাখ ১৪৩১

স্মার্ট এনআইডি বিতরণ ডিসেম্বরে শেষ হবে ॥ আইনমন্ত্রী

প্রকাশিত: ০৫:৪০, ২৫ জানুয়ারি ২০১৭

স্মার্ট এনআইডি বিতরণ ডিসেম্বরে শেষ হবে ॥  আইনমন্ত্রী

সংসদ রিপোর্টার ॥ স্মার্ট জাতীয় পরিচয়পত্র (এনআইডি) বিতরণ কার্যক্রম আগামী ডিসেম্বরের মধ্যে শেষ হবে বলে আশা প্রকাশ করেছেন আইন বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী আনিসুল হক। তিনি জানান, গত ২ আক্টোবর থেকে স্মাট এনআইডি বিতরণ শুরু হয়। পর্যায়ক্রমে নিবন্ধিত ৯ কোটি ভোটারের মধ্যে এই পরিচয়পত্র বিতরণ করা হবে। মঙ্গলবার বিকেলে জাতীয় সংসদ অধিবেশনে প্রশ্নোত্তর পর্বে তিনি এ তথ্য জানান। এ সংক্রান্ত লিখিত প্রশ্নটি উত্থাপন করেন সরকার দলীয় সংসদ সদস্য এম আব্দুল লতিফ। এর আগে একদিন বিরতির পর স্পীকার ড. শিরীন শারমিন চৌধুরীর সভাপতিত্বে সংসদ অধিবেশন শুরু হয়। গত রবিবার বিকেলে সংসদ অধিবেশন শুরু হয়। একই প্রশ্নের উত্তরে আইনমন্ত্রী জানান, প্রথম পর্যায়ে ঢাকা মহানগরীর ৮টি থানায় (রমনা, উত্তরা, ক্যান্টমেন্ট, ধানম-ি, গুলশান, লালবাগ, সবুজবাগ ও কোতয়ালি) এবং কুডিগ্রাম জেলার ফুলবাড়ি উপজেলায় স্মার্ট এনআইডি বিতরণ করা হচ্ছে। দ্বিতীয় পর্যায়ে দেশের অন্যান্য সিটি কর্পোরেশন, তৃতীয় পর্যায়ে ৬৪ জেলার সদর উপজেলাসমূহ এবং চতুর্থ পর্যায়ে অবশিষ্ট সকল উপজেলায় স্মার্ট এনআইডি বিতরণের পরিকল্পনা নেয়া হয়েছে। চীনের বিনিয়োগকারীদের জন্য সিইআইজে ॥ আওয়ামী লীগের নিজাম উদ্দিন হাজারীর প্রশ্নের জবাবে সংসদ কাজে মন্ত্রী পরিষদ বিভাগের দায়িত্বপ্রাপ্ত মন্ত্রী বেগম মতিয়া চৌধুরী প্রশ্নোত্তর পর্বে জানান, চীনের বিনিয়োগকারীদের জন্য চট্টগ্রাম জেলার আনোয়ারা উপজেলায় চাইনিজ ইকোনমিক এন্ড ইন্ডাস্ট্রিয়াল জোন (সিইআইজে) স্থাপন করা হচ্ছে। সেখানে ইতোমধ্যে অবকাঠামো নির্মাণ কাজ শুরু হয়েছে। আগামী ২০১৮ সালের মধ্যে এই প্রকল্পের কাজ শেষ হবে বলে আশা করা হচ্ছে। সরকারী দলের এস এম মোস্তফা রশিদী সুজার প্রশ্নের জবাবে মন্ত্রী জানান, খুলনা জেলার তেরখাদা উপজেলার কোলা মৌজায় প্রায় ৫১০ একর জমিতে একটি অর্থনৈতিক অঞ্চল স্থাপনের লক্ষ্যে প্রাথমিক ভাবে নির্বাচন করা হয়েছে। আগামী দুই বছরের মধ্যে তা চালুর সম্ভাবনা রয়েছে। রাজধানীতে মশা মারতে বরাদ্দ ৩৭ কোটি ॥ স্থানীয় সরকারমন্ত্রী ইঞ্জিনিয়ার খন্দকার মোশাররফ হোসেন জানিয়েছেন, ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি কর্পোরেশন এলাকায় মশা মারতে চলতি অর্থবছরে ৩৭ কোটি ৭৫ লাখ টাকা বরাদ্দ দেয়া হয়েছে। সরকার দলীয় সংসদ সদস্য নুরুন্নবী চৌধুরী শাওনের প্রশ্নের জবাবে মন্ত্রী এ তথ্য জানান। স্থানীয় সরকার প্রতিনিধিদের ক্ষমতাচ্যুত করতে ভাল উকিল ধরুন ॥ দেশের যেসকল জায়গায় স্থানীয় সরকার জনপ্রতিনিধিরা অনির্দিষ্টকালের জন্য ক্ষমতায় রয়েছেন, তাদের ক্ষমতাচ্যুত করতে ভাল ‘উকিল’ (আইনজীবী) ধরার পরামর্শ দিয়েছেন স্থানীয় সরকারমন্ত্রী ইঞ্জিনিয়ার খন্দকার মোশাররফ হোসেন। মঙ্গলবার জাতীয় সংসদে প্রশ্নোত্তর পর্বে সরকার দলীয় সংসদ সদস্য মাহবুবুর রহমানের এক সম্পূরক প্রশ্নের জবাবে মন্ত্রী একথা বলেন। প্রশ্নকর্তা মন্ত্রীকে উদ্দেশ্য করে বলেন, আমরা সংসদ সদস্যরা ৫ বছরের জন্য নির্বাচিত হই। অন্তর্বর্তীকালীন সরকার হোক কিংবা নির্বাচনের মাধ্যমেই হোক নির্ধারিত সময়ের মধ্যে আমাদের ক্ষমতা ছাড়তে হয়। কিন্তু স্থানীয় সরকারের জনপ্রতিনিধিদের অনেকেই মেয়াদ শেষ হওয়ার পর যেনতেনভাবে একটি মামলা করে দীর্ঘমেয়াদী ক্ষমতা দখল করে থাকেন। এ বিষয়ে কোন সমাধান হবে কি না? এমপিদের কোটি টাকার কাজ না হওয়ায় ক্ষোভ ॥ প্রশ্নোত্তরপর্বে প্রতিটি উপজেলায় এক কোটি টাকার প্রকল্পের তালিকা বাস্তবায়ন না হওয়ায় জাতীয় সংসদে সরকারী ও বিরোধী দলের এমপিরা ক্ষোভ প্রকাশ করেন। জাতীয় পার্টির ফখরুল ইমাম ও পীর ফজলুর রহমান এ ব্যাপারে স্থানীয় সরকারমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করেন। জবাবে মন্ত্রী খন্দকার মোশাররফ হোসেন বলেন, এমপিদের প্রকল্পগুলোর কাজ শুরুর প্রক্রিয়া শুরু হয়েছে। খুব দ্রুত টেন্ডার প্রক্রিয়া শুরু হবে।
×