ঢাকা, বাংলাদেশ   শনিবার ১১ মে ২০২৪, ২৮ বৈশাখ ১৪৩১

টুকরো খবর

প্রকাশিত: ০৪:১৯, ২৩ জানুয়ারি ২০১৭

টুকরো খবর

পাবনায় শহীদ মিনার ভাংচুর নিজস্ব সংবাদদাতা, পাবনা, ২২ জানুয়ারি ॥ সাঁথিয়া উপজেলার পুরানচর সরকারী প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণে সদ্যনির্মিত শহীদ মিনারের কিছু অংশ ভেঙ্গে ফেলেছে রাজাকার পুত্র সাবেক শিবিরকর্মী ইকবাল হোসেন। রাজাকার পুত্রের শহীদ মিনার ভাংচুরের ঘটনা বিভিন্ন মহলে তীব্র ক্ষোভের সৃষ্টি হয়েছে। জানা গেছে, পুরানচর সরকারী প্রাথমিক বিদ্যালয়ের শহীদ মিনারটি কিছুদিন পূর্বে নির্মাণ করা হয়। বর্তমানে শহীদ মিনারটি রং করা হচ্ছে। এ অবস্থায় রবিবার সকালে সাবেক ছাত্র শিবিরকর্মী ইকবাল হোসেন শাবল দিয়ে শহীদ মিনারের উপরের অংশ ভাঙ্গা শুরু করে। এ সময় গ্রামবাসী প্রতিরোধে এগিয়ে এলে শেষ পর্যন্ত শহীদ মিনারটি রক্ষা পায়। সাঁথিয়া উপজেলা নির্বাহী অফিসার জাহাঙ্গীর আলম এবং ভারপ্রাপ্ত পুলিম কর্মকর্তা নাসির উদ্দিন ঘটনাস্থল পরিদর্শন করেছেন। ইকবাল হোসেনের বিরুদ্ধে থানায় একটি জিডি করা হয়েছে। ইকবাল হোসেন বর্তমানে পলাতক। বাগেরহাটে ৪ প্রতিষ্ঠানকে জরিমানা স্টাফ রিপোর্টার, বাগেরহাট ॥ শরণখোলায় ভোক্তা অধিকার আইনে একটি ক্লিনিক, দুটি ডায়াগনস্টিক সেন্টার ও এক ওষুধের ফার্মেসিকে ১ লাখ ৯০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। রবিবার বিকেলে শরণখোলা উপজেলা সদরের রায়েন্দা বাজারে অভিযান চালিয়ে জেলা প্রশাসনের সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট নাজিম উদ্দিন এ জরিমানা করেন। প্রতিষ্ঠানগুলো হলোÑ রায়েন্দা বাজারের আছিয়া ক্লিনিক, মনোয়ারা ডায়াগনস্টিক সেন্টার, জাহানারা ডায়াগনস্টিক সেন্টার এবং রূপা মেডিক্যাল হল। প্রবাসীর বাড়িতে ডাকাতি স্টাফ রিপোর্টার, সিলেট অফিস ॥ বিশ্বনাথ উপজেলার দশঘর ইউনিয়নের নাচুনী গ্রামের যুক্তরাজ্য প্রবাসী ফারুক মিয়ার বাড়িতে ডাকাতি হয়েছে। ডাকাত দল ঘরে প্রবেশ করে ৭ ভরি স্বর্ণালঙ্কার, নগদ ২৪ হাজার টাকা, ২টি মোবাইল সেটসহ প্রায় ৪ লাখ টাকার মালামাল লুট করে নিয়ে যায়। জানা গেছে, শনিবার রাতে কলাপসিপল গেটের তালা ও দরজার লক ভেঙ্গে ১০ জনের একটি ডাকাত দল প্রবাসীর ঘরে প্রবেশ করে। অস্ত্রের মুখে ঘরের সদস্যদের জিম্মি করে হাত-পা বেঁধে একটি কক্ষে বন্দী করে রাখে। জাল নোট উদ্ধার, দুই রোহিঙ্গাসহ ৩ যুবক আটক স্টাফ রিপোর্টার, কক্সবাজার ॥ উখিয়ায় পাঁচ হাজার টাকার জাল নোটসহ ৩ জনকে আটক করেছে পুলিশ। এদের মধ্যে দুই রোহিঙ্গা যুবক রয়েছে। শনিবার রাতে দক্ষিণ শিলেরছড়া তিন রাস্তার মাথায় উখিয়া থানা এ অভিযান চালায়। আটককৃতরা হলেনÑ উখিয়ার কুতুপালং রোহিঙ্গা বস্তির বি ব্লকের মৃত রশিদ আহাম্মদের পুত্র সেলিম ওরফে গুরা মিয়া, ইসমাইলের পুত্র ইমতিয়াজ ও টেকনাফের হ্নীলা পানখালীর হোছনের পুত্র জাবেদ। ওই সময় তাদের কাছ থেকে ১০টি ৫শ’ টাকার জাল নোট পাওয়া যায়।
×