ঢাকা, বাংলাদেশ   শনিবার ১১ মে ২০২৪, ২৮ বৈশাখ ১৪৩১

ফারসী ভাষা শিক্ষা উদ্বোধন

প্রকাশিত: ০৪:১৫, ২৩ জানুয়ারি ২০১৭

ফারসী ভাষা  শিক্ষা উদ্বোধন

রাবি সংবাদদাতা ॥ রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) ফারসী ভাষা শিক্ষা কোর্স শুরু হয়েছে। রবিবার বেলা ১১টায় বিশ্ববিদ্যালয়ের ডিন্স কমপ্লেক্সের সম্মেলন কক্ষে এই কোর্সের উদ্বোধন করেন রাবি উপাচার্য অধ্যাপক মুহম্মদ মিজানউদ্দিন। অনুষ্ঠানে অন্যদের মধ্যে বক্তব্য দেন- ঢাকার ইরান দূতাবাসের কালচারাল কাউন্সিলর সৈয়দ মুসা হোসাইনি, উপ-উপাচার্য অধ্যাপক চৌধুরী সারওয়ার জাহান, কলা অনুষদের অধিকর্তা অধ্যাপক এফএমএএইচ তাকী প্রমুখ। পাঁচ দিনব্যাপী এই কোর্সে বিভাগের ১০ শিক্ষক এবং পিএইচডি, এমফিল ও মাস্টার্স পর্যায়ের ৩০ শিক্ষার্থী অংশ নিচ্ছেন।
×