ঢাকা, বাংলাদেশ   শনিবার ১১ মে ২০২৪, ২৭ বৈশাখ ১৪৩১

মাহফিলের কর্তৃত্ব নিয়ে ধাওয়া পাল্টাধাওয়া ॥ গুলিবিদ্ধসহ আহত ২০

প্রকাশিত: ০৩:৫১, ২০ জানুয়ারি ২০১৭

মাহফিলের কর্তৃত্ব নিয়ে ধাওয়া পাল্টাধাওয়া ॥ গুলিবিদ্ধসহ আহত ২০

নিজস্ব সংবাদদাতা, পটিয়া, ১৯ জানুয়ারি ॥ মাজার ও বার্ষিক ওরস মাহফিলের কর্তৃত্ব নিয়ে চট্টগ্রামের পটিয়ায় লঙ্কাকা- ঘটেছে। দুই পক্ষের ধাওয়া পাল্টাধাওয়া, ইটপাটকেল নিক্ষেপ ও পুলিশের গুলিতে চারজন গুলিবিদ্ধসহ ২০ জন আহত হয়েছেন। আহতরা হলেন- সিফাত আলমদার, মুন্না তালুকদার, শফিউল আলম, তারেক হোসেন ও পুলিশ কনস্টেবল আবু তালেব, রিপন দাশ, মোনাইম হোসেন, এরামন হোসেন, রশিদ আহমদ, শিপন তালুকদার, তৈয়ব আলী, রফিক আলমদার মেম্বার, পারভেজ আমদার, জীবন চৌধুরী, সালাম তালুকদার, মাসুদ তালুকদার, তৈয়ব আলমদার। তাদের মধ্যে পুলিশের গুলিতে ডান চোখে জখম হওয়া সিফাতকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় প্রেরণ করা হয়েছে। বুধবার গভীর রাতে উপজেলার ছনহরা ইউনিয়নের আলমদারপাড়ায় হযরত মুখলেছুর রহমান শাহ্ (রঃ) বার্ষিক ওরস মাহফিল এই ঘটনা ঘটেছে। অপরদিকে, ওরস মাহফিল এলাকা থেকে পুলিশ মাতাল অবস্থায় ইউপি মেম্বার নাসির উদ্দিন আলমদারকে গ্রেফতার করেছেন। জানা গেছে, প্রতিবছর উপজেলার ছনহরা ইউনিয়নের হযরত মুখলেছুর রহমান শাহ (রঃ)-এর বার্ষিক ওরস মাহফিল এক সঙ্গে দুটি পক্ষ করে থাকে। বুধবার রাতে মাহফিল চলাকালে বাগ্বিত-া ও মহিষ নিয়ে টানাটানির একপর্যায়ে ধাওয়া পাল্টাধাওয়া ও ইটপাটকেল নিক্ষেপ শুরু হয়। এক পক্ষের খাদেম মাস্টার আবদুল গনি ও প্রতিপক্ষ খাদেম নুরুল আলম তালুকদার। তাদের অনুসারীদের মধ্যে মূলত এই ঘটনা ঘটেছে। পুলিশ লাঠিচার্জ করে পরিস্থিতি নিয়ন্ত্রণ করতে না পারায় গুলি ছুড়তে বাধ্য হয়। মাজারের খাদেম মাস্টার আবদুল গনি বলেন, প্রতিবছর তারা ওরস মাহফিল করে থাকেন। প্রতিপক্ষ প্রতি বছরের মতো এ বছরও বিভিন্ন ইস্যুতে ওরস মাহফিল ঝামেলা সৃষ্টি করেছে। মাজারের পাশের জায়গা দখলের চেষ্টা ও ওরস মাহফিলের কর্তৃত্ব নিয়ে প্রতিপক্ষ বিশৃঙ্খলা করেছে তিনি দাবি করেন।
×