ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

ডেমরা-কালীগঞ্জ সড়ক বেহাল ॥ যাত্রী দুর্ভোগ

প্রকাশিত: ০৪:০৯, ১৮ জানুয়ারি ২০১৭

ডেমরা-কালীগঞ্জ সড়ক বেহাল ॥ যাত্রী দুর্ভোগ

নিজস্ব সংবাদদাতা, রূপগঞ্জ, ১৭ জানুয়ারি ॥ নারায়ণগঞ্জ সড়ক ও জনপদের অধীনে ডেমরা থেকে রূপগঞ্জ উপজেলার কায়েতপাড়া, রূপগঞ্জ সদর ও দাউদপুর ইউনিয়নের উপর দিয়ে গড়া গাজীপুরের কালীগঞ্জ পর্যন্ত ২৬ কিলোমিটার দৈর্ঘ্য একমাত্র সড়কটি দীর্ঘদিন খানাখন্দে ও স্থানে স্থানে ধসে পড়লেও সংস্কারের উদ্যোগ নেয়নি সওজ। এতে চরম ভোগান্তিতে পড়েছেন এ পথে চলাচলরত যানবাহন ও সাধারণ লোকজন। ভোগান্তির শেষ নেই রূপগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি হতে আসা রোগীদেরও। এছাড়াও স্থানে স্থানে রাস্তার পার ধসে ও ফাটল ধরায় আরও বিপাকে পড়েছে এ পথের মালবাহী ও যাত্রীবাহী ছোট ছোট যানবাহন। সরেজমিন দেখা যায়, উপজেলার সদর ইউনিয়নের ডেমরা কালীগঞ্জ সড়কের ভিংরাব এলাকার প্রায় ২ কিলোমিটার এলাকাজুড়ে সওজের এ রাস্তায় পার ধসে পাশের জমিতে পড়েছে। ফলে কোথাও একপাশ দিয়ে চলছে ঝুঁকি নিয়ে যানবাহন। রাস্তা ঝুঁকিপূর্ণ থাকায় অন্যপাশে বাঁশ দিয়ে সতর্ক করা হয়েছে স্থানীয়দের উদ্যোগে। ফলে একই সড়কের যাতায়াত করতে ভেঙ্গে ভেঙ্গে যেতে হয় গন্তব্যে। ফলে ব্যক্তিগত গাড়ির মালিকরা তাদের বাড়িতে গাড়ি না রেখে ভাড়ায় গ্যারেজ কোথাও আত্মীয় স্বজনের বাড়িতে গাড়ি রাখতে বাধ্য হন। অন্যদিকে স্থানে স্থানে সওজের রাস্তা কেটে জলসিঁড়ি আবাসন, ঢাকা ভিলেজ, আশালয়, বসুন্ধরা, মালুম সিটি, হামকো সিটিসহ ইত্যাদি আবাসন কোম্পানির জমি উন্নয়নে শীতলক্ষ্যা থেকে বালি ফেলার বসানো হয়েছে ড্রেজার পাইপ। এতে গতি নিয়ে চলতে পারছে না যানবাহন। অতিরিক্ত সময় ব্যয় ও ঝুঁকি মোকাবেলা করতে বাধ্য হচ্ছেন যাত্রী সাধারণ। শপথ নেয়া হলো না বাবুর স্টাফ রিপোর্টার,নীলফামারী ॥ জেলা পরিষদ নির্বাচনে নীলফামারীর ৭ নম্বর ওয়ার্ডের সাধারণ সদস্য পদে বিজয়ী মোস্তাফিজুর রহমান চৌধুরী ওরফে বাবুর (৫৫) আর শপথ নেয়া হলো না। আজ বুধবার ঢাকায় অন্যান্য ওয়ার্ড সদস্যের সঙ্গে তার শপথ নেয়ার কথা ছিল। কিন্তু তার আগেই মঙ্গলবার সকাল সাড়ে ১০টার দিকে তিনি ঢাকার সোহরাওয়ার্দী হাসপাতালে চিকিৎসাধীন মৃত্যুর কোলে ঢলে পড়েন। তিনি ওই গ্রামের মৃত কাবুল চৌধুরীর ছেলে। পারিবারিক সূত্র বিষয়টি নিশ্চিত করে জানায়, জেলা পরিষদ নির্বাচনে ডোমার পৌরসভা, ডোমার ইউনিয়ন, সোনারায়,হরিণচড়া ইউনিয়ন নিয়ে গঠিত ৭ নম্বর ওয়ার্ডের ৫ প্রার্থীর মধ্যে মোস্তাফিজুর রহমান চৌধুরী ওরফে বাবু হাতি প্রতীক নিয়ে প্রার্থী হন। গত ২০১৬ সালের ২৮ ডিসেম্বর জেলা পরিষদ নির্বাচনে তিনি ও তার অপর প্রতিদ্বন্দ্বী মিজানুর রহমান ২২ করে ভোট পায়। নির্বাচনের বিধি অনুযায়ী ওই দিন সন্ধ্যায় নীলফামারী জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে নির্বাচনের রিটার্নিং অফিসার জেলা প্রশাসক জাকীর হোসেন লটারী করেন। লটারীর মাধ্যমে মোস্তাফিজুর রহমান চৌধুরী ওরফে বাবু সদস্য হিসেবে নির্বাচিত হন। শপথ নেয়ার জন্য তিনি সোমবার বিকেলে সৈয়দপুর হতে বিমানে ঢাকায় যান। ঢাকার ফার্মগেট এলাকার একটি আবাসিক হোটেলে অবস্থান করছিলেন। সেখানে মঙ্গলবার সকাল সাড়ে ৮টার দিকে হোটেল কক্ষের বাথরুমে তিনি পিছলে পড়ে মাথায় আঘাতপ্রাপ্ত হন। তাকে তাৎক্ষণিকভাবে ঢাকার সোহরাওয়ার্দী হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
×