ঢাকা, বাংলাদেশ   শনিবার ১১ মে ২০২৪, ২৭ বৈশাখ ১৪৩১

জাতীয় ভার্সিটির প্রথম সমাবর্তন আজ

প্রকাশিত: ০৬:০৫, ১৭ জানুয়ারি ২০১৭

জাতীয় ভার্সিটির প্রথম সমাবর্তন আজ

স্টাফ রিপোর্টার, গাজীপুর ॥ জাতীয় বিশ^বিদ্যালয়ের প্রথম সমাবর্তন আজ মঙ্গলবার। রাষ্ট্রপতি ও বিশ^বিদ্যালয়ের চ্যান্সেলর মোঃ আবদুল হামিদ সমাবর্তন অনুষ্ঠানে সভাপতিত্ব এবং গ্র্যাজুয়েটদের ডিগ্রী প্রদান করবেন। ঢাকায় বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে বিকেল ৩টায় অনুষ্ঠিতব্য সমাবর্তন অনুষ্ঠানে শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন। অনুষ্ঠানে সমাবর্তন বক্তব্য দিবেন ইউজিসির চেয়ারম্যান প্রফেসর আবদুল মান্নান। সমাবর্তনে মোট ৪ হাজার ৯ শ’ ৩৪ গ্র্যাজুয়েট্স নিবন্ধন করেছেন। এদের মধ্যে ৩ হাজার ১ শ’ ৩৭ জন মহিলা এবং ১ হাজার ৭ শ’ ৯৫ জন পুরুষ। নিবন্ধনকৃতদের মধ্যে পুরুষের তুলনায় মেয়েদের সংখ্যা প্রায় দ্বিগুণ। জাতীয় বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ, তথ্য ও পরামর্শ দফতরের পরিচালক (ভারপ্রাপ্ত) মোঃ ফয়জুল করিম সোমবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছেন।
×