ঢাকা, বাংলাদেশ   শনিবার ১১ মে ২০২৪, ২৮ বৈশাখ ১৪৩১

এবার বাস্তবে...

প্রকাশিত: ০৫:৩৭, ১৬ জানুয়ারি ২০১৭

এবার বাস্তবে...

বিশ্বজুড়ে শহরগুলোতে মানুষ বাড়ছে। ২০৫০ সাল নাগাদ বিশ্বের ৭০ শতাংশ মানুষই থাকবে শহরে। এখনই যানজটে অতিষ্ঠ নগর জীবন। তখন বড় নগরীগুলোতে কিভাবে চলাচল করবে মানুষ? প্রযুক্তি এক্ষেত্রে আশার আলো দেখাচ্ছে। চালকবিহীন গাড়ি যা নিজে থেকেই চলবে, সেটা নিয়ে পরীক্ষা-নিরীক্ষা অনেকদূর এগিয়েছে। আরও আশার খবর আছে। তা হলো ‘জেটপ্যাক’ নামে এক ধরনের যান, যা এক সময় ছিল বৈজ্ঞানিক কল্পকাহিনী। তবে সেটা এবার বাস্তবে রূপ নিতে শুরু করেছে। এই জেটপ্যাক হবে ভবিষ্যতের নগরীর অন্যতম গুরুত্বপূর্ণ বাহন বলে জানিয়েছে কুয়াংচি সায়েন্স নামের একটি প্রতিষ্ঠান। মার্টিন এয়ারক্রাফট কোম্পানির বড় শেয়ারহোল্ডার এই কুয়াংচি সায়েন্স। প্রতিষ্ঠানটির ভাইস প্রেসিডেন্ট পিটার কোকার বলেন, এটা হবে উবার ট্যাক্সির মতো। স্মার্টফোনের এ্যাপ ব্যবহার করে যে কেউ জেটপ্যাক ডাকতে পারবে। তারপর জেটপ্যাক আরোহীকে নিয়ে আকাশে উড়বে। নিউজিল্যান্ডভিত্তিক মার্টিন এয়ারক্রাফট কোম্পানি ইতোমধ্যে জেটপ্যাকের একটা প্রোটোটাইপ তৈরি করেছে যেটি মাটি থেকে দুহাজার আটশ’ ফুট উঁচু দিয়ে ঘণ্টায় ২৭ মাইল বেগে চলতে পারে। এর মধ্যে মাইকেল রিড নামের এক চালক এই জেটপ্যাক আকাশে উড়িয়েছেন। তার মতে চলাচলে এই জেটপ্যাক বৈপ্লবিক পরিবর্তন আনবে। জেটপ্যাকে চেপে আকাশে ওড়া হবে মজার অভিজ্ঞতা। -বিবিসি অবলম্বনে।
×