ঢাকা, বাংলাদেশ   শনিবার ১১ মে ২০২৪, ২৭ বৈশাখ ১৪৩১

ওআইসি বৈঠক

রোহিঙ্গা সঙ্কট সমাধানে আন্তর্জাতিক চাপ সৃষ্টির আহ্বান জানাবে বাংলাদেশ

প্রকাশিত: ০৫:৩৬, ১৬ জানুয়ারি ২০১৭

 রোহিঙ্গা সঙ্কট সমাধানে আন্তর্জাতিক চাপ সৃষ্টির আহ্বান জানাবে বাংলাদেশ

কূটনৈতিক রিপোর্টার ॥ মালয়েশিয়ায় ইসলামী সহযোগিতা সংস্থার (ওআইসি) জরুরি বৈঠকে রোহিঙ্গা সঙ্কট সমাধানের জোরালো আহ্বান জানাবে বাংলাদেশ। আগামী ১৯ জানুয়ারি কুয়ালালামপুরে ওআইসির পররাষ্ট্রমন্ত্রীদের এই বৈঠকে বাংলাদেশের পক্ষ থেকে রোহিঙ্গা পরিস্থিতি তুলে ধরা হবে। এদিকে জাতিসংঘ মানবাধিকার হাইকমিশনারের দফতরের প্রতিনিধি রোহিঙ্গা পরিস্থিতি জানতে বাংলাদেশের কক্সবাজার এলাকা পরিদর্শন করেছেন। সূত্র জানায়, রোহিঙ্গা পরিস্থিতি নিয়ে ওআইসির জরুরী বৈঠকে পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম যোগ দিচ্ছেন। মালয়েশিয়ায় মন্ত্রী পর্যায়ের এই বৈঠকের আগে নিউইয়র্ক, ব্রাসেলস ও জেনেভায় রোহিঙ্গা ইস্যুতে বৈঠক করেছে ওআইসি। কুয়ালালামপুর বৈঠকে ওআইসির ৫৭টি দেশের প্রতিনিধি যোগ দেবেন বলে আশা করা হচ্ছে। সূত্র জানায়, পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম কুয়ালালামপুর সফরে যাওয়ার আগে সংযুক্ত আরব আমিরাতে এশিয়া সহযোগিতা সংলাপে (এসিডি) যোগ দেবেন। এই লক্ষ্যে তিনি আজ সোমবার সংযুক্ত আরব আমিরাতে যাচ্ছেন। এশিয়ার দেশগুলোর আনুষ্ঠানিক সংলাপ ও সহযোগিতা ব্যবস্থা নিয়ে কাজ করছে এসিডি। এশিয়া অঞ্চলের দেশগুলোর মধ্যে বিনিময় ও সহযোগিতা বেগবান করাই এর উদ্দেশ্য। এশীয় দেশগুলোর পারস্পরিক সমঝোতা, সহযোগিতা ও মৈত্রী বাড়াতে ইতিবাচক ভূমিকা পালন করে আসছে এসিডি। গত বছর থাইল্যান্ডে এসিডির সম্মেলন অনুষ্ঠিত হয়েছিল। এবার সংযুক্ত আরব আমিরাতে এসিডি সম্মেলনের আয়োজন করা হয়েছে। এসিডি সম্মেলনে যোগদানকালে পররাষ্ট্র প্রতিমন্ত্রীর সংযুক্ত আরব আমিরাতে তার সম পদমর্যাদার কর্মকর্তার সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠক করার সম্ভাবনা রয়েছে। যদিও এমন দ্বিপক্ষীয় বৈঠকের বিষয়টি এখনও নিশ্চিত নয়। কেননা আমিরাতে একদিনের ঝটিকা সফর শেষে প্রতিমন্ত্রী দ্রুত কুয়ালালামপুর যাবেন। তবে দ্বিপক্ষীয় আলোচনার সুযোগ থাকলে জনশক্তির বাজার খোলার অনুরোধ জানাতে পারেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম। এদিকে মিয়ানমারে রোহিঙ্গাদের ওপর দমন-পীড়ন শুরুর পর থেকেই ওআইসি উদ্বেগ জানিয়ে আসছে। ওআইসি মহাসচিব ড. ইউসেফ আল-ওথাইমিন একাধিক বিবৃতিতে রোহিঙ্গাদের বিচারবহির্ভূত হত্যাকা-, বাড়িঘরে অগ্নিসংযোগ, গণহারে গ্রেফতার ও রোহিঙ্গা নারীদের ধর্ষণের বিষয়ে পরিপূর্ণ তদন্তের আহ্বান জানিয়েছেন। সূত্র জানায়, রোহিঙ্গাদের নিজ দেশে ফিরিয়ে নিতে মিয়ানমারের ওপর আন্তর্জাতিক সম্প্রদায়ের চাপ সৃষ্টি করতে ওআইসির কাছে জোরালো আহ্বান জানাবে বাংলাদেশ। পাশাপাশি রোহিঙ্গাদের নাগরিকত্ব দেয়ার জন্যও চাপ দিতে ওআইসির সহায়তা চাওয়া হবে। রাখাইন রাজ্যে রোহিঙ্গাদের নিজ বাড়িঘরে বসবাসের উপযুক্ত স্বাভাবিক পরিবেশ ফিরিয়ে দেয়ার জন্যও আহ্বান জানানো হবে। রোহিঙ্গা ইস্যুতে ওআইসি বরাবরই ইতিবাচক ভূমিকা পালন করে আসছে। বাংলাদেশ প্রত্যাশা করে এই ভূমিকা আরও জোরালো হোক। বিশেষ করে আন্তর্জাতিক সম্প্রদায়কে এই ইস্যুতে সম্পৃক্ত করার কাজে ওআইসির ভূমিকা জরুরী। এদিকে রোহিঙ্গা পরিস্থিতি খতিয়ে দেখতে জাতিসংঘ মানবাধিকার হাইকমিশনারের দফতরের একটি প্রতিনিধি দল ইতোমধ্যেই বাংলাদেশ সফর করেছেন। প্রতিনিধি দলের সদস্যরা গত সপ্তাহে কক্সবাজারের রোহিঙ্গা অধ্যুষিত এলাকায় গিয়েছিলেন। এছাড়া রোহিঙ্গা পরিস্থিতি পর্যবেক্ষণে বর্তমানে জাতিসংঘের একটি প্রতিনিধি দল মিয়ানমার সফরে রয়েছেন। গত ৯ অক্টোবর মিয়ানমারের তিনটি সীমান্ত পোস্টে বিচ্ছিন্নতাবাদীদের হামলায় সেদেশের নয় সীমান্ত পুলিশের মৃত্যুর পর আশপাশের এলাকাগুলোয় ব্যাপক ধরপাকড় শুরু হয়। রাখাইন রাজ্যের রোহিঙ্গা-অধ্যুষিত জেলাগুলোয় শুরু হয় সেনাবাহিনীর অভিযান। ফলে বাংলাদেশ সীমান্তে নতুন করে শরণার্থীদের ঢল নামে। এই প্রেক্ষাপটে ঢাকায় মিয়ানমারের রাষ্ট্রদূতকে তলব করে পরিস্থিতি সামাল দিতে উদ্যোগী হওয়ার তাগিদ দেয়া হয় বাংলাদেশ সরকারের পক্ষ থেকে। বাংলাদেশে নতুন করে প্রায় ৬৫ হাজার রোহিঙ্গা প্রবেশ করেছে। রোহিঙ্গা সঙ্কট সমাধানে মালয়েশিয়া, ইন্দোনেশিয়াসহ বিভিন্ন আন্তর্জাতিক সংস্থা জোর দাবি জানিয়ে আসছে। বাংলাদেশমুখী রোহিঙ্গা স্রোত নিয়ে আন্তর্জাতিক অঙ্গনে সমালোচনার মধ্যে মিয়ানমারের স্টেট কাউন্সিলর আউং সান সুচির বিশেষ দূত হিসেবে ঢাকা সফর করেছেন দেশটির পররাষ্ট্র প্রতিমন্ত্রী ইউ কিও তিন। তিনি প্রধানমন্ত্রী শেখ হাসিনা, পররাষ্ট্রমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলী ও পররাষ্ট্র সচিব এম শহীদুল হকের সঙ্গে পৃথক বৈঠক করেছেন।
×