ঢাকা, বাংলাদেশ   শনিবার ১১ মে ২০২৪, ২৮ বৈশাখ ১৪৩১

এমপি লিটন হত্যা মামলায় শিবির কর্মী গ্রেফতার

প্রকাশিত: ০৫:৫৩, ১২ জানুয়ারি ২০১৭

এমপি লিটন হত্যা মামলায় শিবির কর্মী গ্রেফতার

স্টাফ রিপোর্টার, দিনাজপুর ॥ এমপি মঞ্জুরুল ইসলাম লিটন হত্যা মামলায় দিনাজপুরে এক শিবির কর্মীকে গ্রেফতার করা হয়েছে। ডিবি পুলিশ জানান, মঙ্গলবার দিবাগত রাতে গাইবান্ধার পুলিশ ও দিনাজপুরের ডিবি পুলিশ যৌথ অভিযান চালিয়ে সুন্দরগঞ্জের এমপি মঞ্জুরুল ইসলাম লিটন হত্যার সাথে জড়িত থাকা সন্দেহে শিবির কর্মী সাইফুল ইসলামকে গ্রেফতার করেছে। গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলার ৬নং ইউনিয়নের দক্ষিণ শিবরামপুর গ্রামের ইউনুস আলীর পুত্র সাইফুল ঘটনার পর থেকে দিনাজপুর সদর উপজেলার আউলিয়াপুর ইউনিয়নের তাজপুর গ্রামে আত্মীয় জয়নব বানুর বাড়িতে আত্মগোপন করেছিল। সৌদিতে বিদ্যুতস্পৃষ্টে বাংলাদেশ শ্রমিকের মৃত্যু স্টাফ রিপোর্টার, কক্সবাজার ॥ সৌদিআরবে বিদ্যুতস্পৃষ্টে মারা গেছেন মহেশখালী শাপলাপুরের বাসিন্দা গিয়াস উদ্দীন (৩৫)। ভবন নির্মাণের কাজ করতে গিয়ে মঙ্গলবার সৌদি সময় সকাল ১১টায় তার মৃত্যু হয়। নিহত প্রবাসী মুকবেখী এলাকার মৃত গোলাম কুদ্দুসের পুত্র। বোয়ালমারীতে সাবেক পৌর মেয়র গ্রেফতার নিজস্ব সংবাদদাতা,ফরিদপুর, ১১ জানুয়ারি ॥ বোয়ালমারী পৌরসভার সাবেক মেয়র ও পৌর বিএনপির সিনিয়র সদস্য আব্দুর শুকুর শেখ ও তার ভাই জাকির শেখকে একটি অপহরণ মামলায় বোয়ালমারী থানা পুলিশ বুধবার রাত দুটার দিকে আটক করেছে। আটকদের বুধবার ফরিদপুর আদালতে প্রেরণ করা হয়েছে। পুলিশ জানান, ২০১৬ সালের ৬ অক্টোবর এইচএসসির ১ম বর্ষের ছাত্রীকে অপহরণ করে সাবেক মেয়র শুকুর শেখের ছেলে জসিম শেখ। কিবরিয়া হত্যা মামলার শুনানি ১৮ জানুয়ারি স্টাফ রিপোর্টার, সিলেট অফিস ॥ কিবরিয়া হত্যা মামলায় কোন সাক্ষী না থাকায় শুনানি শেষে আগামী বুধবার পরবর্তী সাক্ষ্য গ্রহণের দিন ধার্য করা হয়েছে। সাবেক অর্থমন্ত্রী শাহ এ এম এস কিবরিয়া হত্যা মামলায় বুধবার দুপুরে সিলেট দ্রুত বিচার ট্রাইব্যুনালের বিচারক মকবুল আহসানের আদালতে হাজিরা দেন সদ্য জামিনে মুক্তি পাওয়া সিলেট সিটি কর্পোরেশনের সাময়িক বরখাস্ত মেয়র আরিফুল হক চৌধুরী ও হবিগঞ্জ পৌরসভার সাময়িক বরখাস্ত মেয়র জি কে গৌছ। শুনানিশেষে আগামী ১৮ জানুয়ারি পরবর্তী সাক্ষ্য গ্রহণের দিন ধার্য করেছে আদালত। লৌহজংয়ে কম্বল বিতরণ স্টাফ রিপোর্টার, মুন্সীগঞ্জ ॥ লৌহজংয়ে চার হাজার শীতার্ত পেলেন নতুন কম্বল। বুধবার উপজেলাটির কনকসার, লৌহজং-টেউটিয়া ও বেজগাঁও ইউনিয়নের দরিদ্র পরিবারে মাঝে এই কম্বল তুলে দেন জাতীয় সংসদের সাবেক হুইপ অধ্যাপিকা সাগুফতা ইয়াসমিন এমিলি এমপি। দরিদ্র চার সহস্রাধিক পরিবার এই কম্বল পেয়ে খুশি। পদ্মা তীরের এই কম্বল বিতরণে উপলক্ষে তিনটি ইউপিতেই পৃথক অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে আরও অংশ নেন লৌহজং উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আব্দুল রশিদ সিকদার, সহসভাপতি আব্দুল রশিদ মোল্লা, যুগ্ম সম্পাদক মেহেদি হাসান, জেলা আওয়ামী লীগ উপ-প্রচার সম্পাদক তোফাজ্জল হোসেন তপন প্রমুখ। কম্পিউটার মেলা উদ্বোধন স্টাফ রিপোর্টার, বরিশাল ॥ ‘তারুণ্য আর প্রযুক্তি ডিজিটাল বাংলাদেশের শক্তি’ সেøাগানকে সামনে রেখে বরিশালে শুরু হয়েছে পাঁচ দিনব্যাপী বিসিএস ডিজিটাল এক্সপো বরিশাল ২০১৭। মেলার উদ্বোধন করেন জাতীয় সংসদের প্যানেল স্পীকার এ্যাডভোকেট তালুকদার মোঃ ইউনুস এমপি। বুধবার বেলা ১২টায় নগরীর আসমত আলী ইনস্টিটিউশন (একেস্কুল) প্রাঙ্গণে উদ্বোধনী অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন নগর পুলিশ কমিশনার এসএম রুহুল আমিন, জেলা প্রশাসক ড. গাজী মোঃ সাইফুজ্জামান, বরিশাল কম্পিউটার সমিতির বরিশালের চেয়ারম্যান সৈয়দ মোঃ রইচ উদ্দিন আতিক।
×