ঢাকা, বাংলাদেশ   শনিবার ২৭ এপ্রিল ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১

অধ্যাপক শুভাগত চৌধুরী

স্টোক কি হতে পারে অজান্তে

প্রকাশিত: ০৬:৫৫, ১০ জানুয়ারি ২০১৭

স্টোক কি হতে পারে অজান্তে

নীরব স্টোক সত্যিই ঘটতে পারে। মগজের কোনও অংশে কোনও সূক্ষ্ম নারীতে রক্তপ্রবাহ রোধ হলে হতে পারে এমন। সাবভাবে এটি নজরে নাও আসতে পারে। স্থায়ী ক্ষতি হলে তখন হযত নজরে আসে হয়ত অন্য কারনে ব্রেন স্ক্যান করে ধরা পড়লো। নীরব স্ট্রোক (ংরষবহঃ ংঃৎড়শব) আর সতর্ক স্ট্রোক (ধিৎহরহম ংঃৎড়শব) একই জিনিষ নয় বটে। সতর্ক স্ট্রোক বা ঃৎধহংরবহঃ রংপযবসরপ ংঃৎড়শব (ঞরধ) বা টিআইএ ঘটে যখন রক্তের জমাট একটি ছোট পিন্ড রক্তনালীপত্র খুব সাময়িকভাবে বন্ধ করে দেয় রক্তের প্রবাহ মগজের কোনও অংশে। তবে এতে মগজের স্থায়ী ক্ষতি ঘটে না। টিআই.এ. বা ক্ষণস্থায়ী রক্তের অভাবজনিত স্টোক আসেও যায় দ্রুত, সময়কাল পড়ে মাত্র একমিনিট। এরকমহলে কয়েকমাসের মধ্যে পূর্ণস্ট্রোকের সম্ভাবনা থাকে। স্ট্রোকের লক্ষণ রোধ হলে এক নজরে আনা উচিত, ইমাজেন্সীতে ফোন করা উচিত। মগজের অক্সিজেনের অভাব হলে, প্রতিটি মুহুর্ত জরুরী। স্ট্রোক যদি রক্তের তকনপিন্ডের কারনে হয়, তাহলে স্ট্রেপটোকইনেয) ওষুধ দেখা হলে জমাটটি চূর্ণ হতে পারে। রক্ষা এতে পারে মগজের কোষগুলো এবং স্থায়ী ক্ষতি রোধ হবে। পুরোপুরি সেরে ওঠার সবচেয়ে বেশি সুযোগ হলো স্ট্রোকের লক্ষণ দেখা দেবার ৩ ঘণ্টার মধ্যে টিপিএ ওষুধ দেয়া, অনেকেই সময়মত হাসপাতালে পৌঁছাননা বয়স্কদের দীর্ঘমেয়াদী অক্ষমতার একটি বড় হেতু হলো স্ট্রোক। খুব কুন্ধ হলে স্ট্রোক হবার সম্ভাবনা খুব বেশি। অনেকে রাগী স্বভাবের ক্ষণে ক্ষণে প্রচন্ড রেগে ওঠা অনেক স্বভাব, খুব রেগে হলে কখনও রক্তনালী সংকীর্ণ হতে পরে, উঠে যাবে রক্তচাপ। এরকম রাগী লোকদের গ্রীবাদেশের ধমনীগুলো শুরু হয়, তাই স্টোকের সম্ভাবনা উজ্জ্বল হয়ে ওঠে। রাগ সামলাতে সমস্যা হলে, চিকিৎসকের পরামর্শ নিন। স্ট্রোকের দরূণ ক্ষতিকে খ-ন করা দুঃসাধ্য। স্ট্রোকের পর সমস্যাগুলো মোকাবেলার জন্য পুর্ণবাসন প্রয়োজন হয় তবে ক্ষতি মেরামত করা সম্ভব নয়। ফিজিক্যাল থেরাপি শক্তিও সমন্বয় শরীরে কিছুটা নির্মান করতে সাহায্য করে। অকুপেশনাল থেরাপি শক্তি ও সমন্বয় শরীরে কিছুটা নির্মান করতে সাহায্য করে। অনুপেশনাল থেরাপি দৈনন্দিন কাজকর্ম যেমন খাওয়া, কাপড় পরা এসব কাজকর্ম নিজে করতে সহায়ক ভূমিকা নেয়। স্পিচ থেরাপি ভাব বিনিময়ে সাহায্য করতে পারে। মগজে রক্তক্ষরণ হয়ে স্ট্রোক হবার ঘটনা তুলনামূলক কম ১৩%।
×