ঢাকা, বাংলাদেশ   শনিবার ১১ মে ২০২৪, ২৮ বৈশাখ ১৪৩১

শ্রমিকদের বেতনের সাড়ে ৩ কোটি টাকা লুট

প্রকাশিত: ০৮:১৭, ৯ জানুয়ারি ২০১৭

শ্রমিকদের বেতনের সাড়ে ৩ কোটি টাকা লুট

স্টাফ রিপোর্টার, গাজীপুর ॥ কালিয়াকৈরে নিরাপত্তাকর্মীদের অচেতন করে শ্রমিকদের বেতনের প্রায় সাড়ে তিন কোটি টাকা দুর্বৃত্তরা লুট করে নিয়ে গেছে বলে অভিযোগ পাওয়া গেছে। রবিবার দুই নিরাপত্তাকর্মীর সহায়তায় দুর্বৃত্তরা ওই টাকা লুটে নেয় বলে কারখানা কর্তৃপক্ষ দাবি করেছে। এ ঘটনায় পুলিশ কাউকে আটক বা লুণ্ঠিত টাকা উদ্ধার করতে পারেনি। এদিকে প্রায় সাড়ে তিন কোটি টাকা লুটের খবর পেয়ে কালিয়াকৈরের মৌচাকে অবস্থিত নীটপ্লাস লিমিটেডের। কর্মকর্তারা ঘটনাস্থলে ছুটে আসেন। পরে কারখানা কর্তৃপক্ষ এ ঘটনা পুলিশকে জানিয়ে কালিয়াকৈর থানায় একটি অভিযোগ দাখিল করে। পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে। তবে কাউকে আটক বা লুণ্ঠিত টাকা উদ্ধার করতে পারেনি। কারখানার সিসিটিভিতে টাকা লুট করে নেয়ার দৃশ্য ধরা পড়েছে। এ ব্যাপারে কালিয়াকৈর থানার ওসি আব্দুল মোতালেব মিয়া বলেন, পুরো ঘটনার তদন্ত চলছে। ঘটনার পর থেকে আলম সিকদার ও আঃ খালেক নামে দুই নিরাপত্তাকর্মী পলাতক রয়েছে।
×