ঢাকা, বাংলাদেশ   শনিবার ১১ মে ২০২৪, ২৮ বৈশাখ ১৪৩১

সততার পুরস্কার পেলেন বিমানের পার্সার

প্রকাশিত: ০৮:১৭, ৯ জানুয়ারি ২০১৭

সততার পুরস্কার পেলেন বিমানের পার্সার

স্টাফ রিপোর্টার ॥ লন্ডন-ঢাকা রুটের (বিজি-০০২) একটি ফ্লাইটের পার্সার মোহাম্মদ আশরাফ আল কাদের হ্যাপী একজন যাত্রীর হারিয়ে যাওয়া ৩২৮৫ পাউন্ড পেয়ে তা ফেরত দেয়ায় তাকে পুরস্কৃত করেছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স। সততার অনন্য নজির স্থাপন করায় রবিবার তাকে বিশেষ প্রশংসাপত্র প্রদান করেন বিমানের ব্যবস্থাপনা পরিচালক ক্যাপ্টেন মোসাদ্দিক আহমেদ। এ ঘটনায় দেশ-বিদেশে সুনাম ও প্রশংসায় গর্বিত বিমান। হারানো পাউন্ডের মালিক লন্ডন প্রবাসী যাত্রী শামীম আহমেদ চৌধুরী নিজেও বিমানের একজন কেবিন ক্রুর এ ধরনের অনন্য সততায় মুগ্ধ ও অভিভূত। বিমান জানিয়েছে, গত ১৪ ডিসেম্বর ওই ফ্লাইট লন্ডন থেকে ঢাকার উদ্দেশে উড্ডয়নের প্রস্তুতিকালে ফ্লাইটের একজন যাত্রী কেবিন ক্রু হ্যাপীর দৃষ্টি আকর্ষণ করেন। তিনি হ্যাপীকে সিট পকেটে পড়ে থাকা একটি পলিথিন প্যাকেট ফেলে দেয়ার জন্য অনুরোধ করেন। এ অবস্থায় ফ্লাইটটি সিলেট হয়ে ঢাকায় আসে। তিনি যথারীতি বাসায় যান। বাসায় গিয়ে তিনি দেখতে পান প্যাকেটটিতে রয়েছে ৩ হাজার ২শ’ ৮৫ পাউন্ড। সঙ্গে ছিল এক টুকরো কাগজ, যাতে লেখা লন্ডনের একটি ফোন নম্বর। হ্যাপী ওই নম্বরে ফোন করে যাচাই করে নিশ্চিত হন উক্ত পাউন্ডের মালিক লন্ডন প্রবাসী শামীম আহমেদ চৌধুরী। তিনি ২৯ ডিসেম্বর ঢাকায় আসেন এবং মোহাম্মদপুরে হ্যাপীর বাসায় যান। পাউন্ড ফেরত পেয়ে আবেগাপ্লুত শামীম বলেন, ‘আমি অভিভূত। আমার কাছে স্বপ্নের মতো লাগছে। হ্যাপী প্রয়াত কাজী নূরুল কাদের ও রাশেদা কাদেরের ছেলে। বরেণ্য সাংবাদিক এবিএম মূসার ভাগ্নে। হ্যাপী বলেন, এটি তার নৈতিক দায়িত্ব। এই দায়িত্ব পালন করে তিনি স্বস্তিবোধ করছেন।
×