ঢাকা, বাংলাদেশ   শনিবার ১১ মে ২০২৪, ২৭ বৈশাখ ১৪৩১

ইরানের সাবেক প্রেসিডেন্ট রাফসানজানি আর নেই

প্রকাশিত: ০৭:৪৭, ৯ জানুয়ারি ২০১৭

ইরানের সাবেক প্রেসিডেন্ট রাফসানজানি আর নেই

জনকণ্ঠ ডেস্ক ॥ ইরানের সাবেক প্রেসিডেন্ট আলি আকবর হাশেমি রাফসানজানি (৮২) আর নেই (ইন্নালিল্লাহি... রাজিউন)। রোবিবার হৃদরোগে আক্রান্ত রাফসানজানিকে তেহরানের একটি হাসপাতালে নেয়ার পর তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। খবর বিবিসির। ১৯৮৯ থেকে ১৯৯৭ সাল পর্যন্ত তিনি ইরানের প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব পালন করেন। ২০০৫ সালে মাহমুদ আহমাদিনেজাদের কাছে পরাজিত হন তিনি । মৃত্যুর আগ পর্যন্ত তিনি দেশটির প্রভাবশালী ১২ সদস্যের এক্সপেডিয়েন্সি কাউন্সিলের প্রধান ছিলেন। পার্লামেন্ট এবং গার্ডিয়ান কাউন্সিলের মধ্যে মতবিরোধ নিরসন করা এ কাউন্সিলের কাজ। রাফসানজানি ইরানের একজন ‘বাস্তববাদী রক্ষণশীল’ নেতা হিসেবে পরিচিত ছিলেন। তিনি পাশ্চাত্যের সঙ্গে সম্পর্ক উন্নয়নের পক্ষপাতি ছিলেন।
×