ঢাকা, বাংলাদেশ   শনিবার ১১ মে ২০২৪, ২৮ বৈশাখ ১৪৩১

টুকরো খবর

প্রকাশিত: ০৫:৫১, ৭ জানুয়ারি ২০১৭

টুকরো খবর

জলঢাকায় পাঁচ জামায়াত কর্মী গ্রেফতার স্টাফ রিপোর্টার, নীলফামারী ॥ জলঢাকা উপজেলায় পুলিশ সদস্য আজিজুর রহমান হত্যা মামলার জামায়াত শিবিবের পলাতক ৫ আসামিকে গ্রেফতার করেছে জলঢাকা থানা পুলিশ। বৃহস্পতিবার রাতে উপজেলার বিভিন্ন স্থান হতে তাদের গ্রেফতার করে শুক্রবার আদালতের মাধ্যমে জেলা কারাগারে প্রেরণ করা হয়। গ্রেফতারকৃতরা হলো জলঢাকা উপজেলার মধ্য কাজীরহাট গ্রামের সক্রিয় জামায়াত কর্মী আব্দুর রাজ্জাক, দক্ষিণ কাজীরহাট গ্রামের জসিম উদ্দিনের ছেলে এমদাদুল হক ওরফে এন্দা, মৃত মহদ্দী মুন্সির ছেলে আব্দুল কমির, পান্থাপাড়া গ্রামের রফিকুল ইসলামের ছেলে ফরিদুল ইসলাম ও খালিশা খুটামারা গ্রামের মৃত নিরাশা তেলীর ছেলে রশিদুল বাসলাম। জলঢাকা থানার ওসি মোস্তাফিজার রহমান জানান, ২০১৩ সালের ২৫ অক্টোবর বিকেলে জলঢাকা উপজেলা শহরের পেট্রোল পা¤প এলাকায় জামায়াত-শিবিরের সঙ্গে পুলিশের সংঘর্ষ হয়। এ সময় পুলিশ সদস্য আজিজুর রহমান জামায়াত শিবিরের হামলায় গুরুতর আহত হন। সেদিন রাতেই তাকে রংপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। চিকিৎসাধীন অবস্থায় ওই বছরের ২০ নবেম্বর রাতে তার মৃত্যু হয়েছিল। জেলারের বিরুদ্ধে ব্যবস্থা নিতে আদালতে আবেদন স্টাফ রিপোর্টার সিলেট অফিস ॥ সিলেট কেন্দ্রীয় কারাগার থেকে শাস্তিমূলক বদলি হয়ে রাঙ্গামাটিতে যাওয়া জেলার মাসুদ পারভেজ মঈনের বিরুদ্ধে ব্যবস্থা নিতে আদালতে আবেদন করেছে পুলিশ। বৃহস্পতিবার সিলেটের জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে আবেদনটি দাখিল করেন কানাইঘাট থানা উপ-পরিদর্শক রবিউল ইসলাম। পুলিশ জানায়, কারাগারের জেলার মাসুদ পারভেজ মঈনের বিরুদ্ধে প্রাণনাশের হুমকির অভিযোগটি তদন্ত করে আইনগত ব্যবস্থা নিতে আদালতের অনুমতি চাওয়া হয়েছে। জেলার মাসুদকে বিভিন্ন অপরাধমূলক কর্মকা-ের অভিযোগে সিলেট কেন্দ্রীয় কারাগার থেকে গত মাসে রাঙ্গামাটিতে বদলি করা হয়। এখনও তিনি সেখানে যোগদান করেননি। আদালতে দাখিল করা আবেদনে উল্লেখ করা হয়, গত ২৪ ডিসেম্বর মাসুদ সিলেটের কানাইঘাটের নিজ বাউরবাগ গ্রামে অবস্থান করে একই গ্রামের নুরুল ইসলামকে প্রাণনাশ ও খুন জখমের হুমকি দেন। পরে থানা পুলিশের আশ্রয় চান নুরুল। এরপর মাসুদ পারভেজের বিরুদ্ধে থানায় অভিযোগ দাখিল করা হয়। দেয়াল চাপায় মহিলার মৃত্যু স্টাফ রিপোর্টার, কক্সবাজার ॥ পেকুয়া সদর বটতলীয়া পাড়ায় ঘরের মাটির দেয়াল চাপা পড়ে দিলোয়ারা বেগম নামে এক মহিলার মৃত্যু ঘটেছে। এ ঘটনায় একই পরিবারের আরও ২সদস্য আহত হয়েছে। নিহত দিলোয়ারা বেগম (৩৫) স্থানীয় আমির আলীর মেয়ে। শুক্রবার দুপুর ২টায় বাড়ি সংস্কার করার সময় এ ঘটনা ঘটে। আহত আবু তাহের ও রেনোয়ারা বেগমকে উদ্ধার করে পেকুয়া স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেছে স্বজনরা। মুন্সীগঞ্জে যুবকের বস্তাবন্দী লাশ উদ্ধার স্টাফ রিপোর্টার, মুন্সীগঞ্জ ॥ সিরাজদিখানে এক যুবকের বস্তাবন্দী লাশ উদ্ধার করা হয়েছে। শুক্রবার চিত্রকোট ইউনিয়নের বরাম গ্রাম এলাকার ইছামতি নদী থেকে অজ্ঞাত ওই যুবকের বস্তাবন্দী লাশ উদ্ধার করে সিরাজদিখান থানা পুলিশ। লাশ ময়নাতদন্তের জন্য মুন্সীগঞ্জ হাসপাতাল মর্গে প্রেরণ করা হয়েছে। গরুর সঙ্গে শত্রুতা স্টাফ রিপোর্টার, গাজীপুর ॥ কালীগঞ্জে পূর্বশত্রুতার জেরে সংখ্যালঘু এক ব্যক্তির গোয়ালঘর প্রতিপক্ষরা আগুনে পুড়িয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় দুটি গাভী আগুনে পুড়ে মারা গেছে এবং দগ্ধ হয়েছে আরও একটি গাভী ও তার বাছুর। জানা যায়, শুক্রবার ভোরে দুর্বৃত্তরা আমার গোয়ালঘরে অগ্নিসংযোগ করে পালিয়ে যায়। এ সময় গরুর হুড়োহুড়ি ও চিৎকার শুনে বাড়ির লোকজন এগিয়ে এসে আগুন নেভায়। এ সময় তারা আগুনে দগ্ধ একটি গাভী ও তার বাছুরকে গুরুতর অবস্থায় উদ্ধার করে। আগুনের এ ঘটনায় দগ্ধ হয়ে দুটি গাভী মারা গেছে এবং গোয়ালঘরটি পুড়ে গেছে। পূর্বশত্রুতার জেরে প্রতিপক্ষরা এ ঘটনা ঘটিয়েছে। অস্ত্রসহ শাশুড়ি ও পুত্রবধূ আটক স্টাফ রিপোর্টার, কক্সবাজার ॥ শহরে অভিযান চালিয়ে অস্ত্র, গুলি ও ইয়াবাসহ শাশুড়ি ও পুত্রবধূকে আটক করেছে পুলিশ। শুক্রবার বিকেলে কক্সবাজার শহরের মোহাজেরপাড়ায় সদর থানা পুলিশ এ অভিযান চালায়। আটকরা হচ্ছে শহরের মোহাজেরপাড়ার আবুল হোসেনের স্ত্রী লাইলা বেগম এবং আব্দুল হাকিম ওরফে নিখিলের স্ত্রী শারমিন কাউসার। তারা দু’জন সম্পর্কে পরস্পর শাশুড়ি ও পুত্রবধূ। ইয়াবাসহ যাত্রী আটক স্টাফ রিপোর্টার, কক্সবাজার ॥ কক্সবাজার বিমানবন্দর থেকে ইয়াবাসহ এক যাত্রীকে আটক করেছে পুলিশ। শুক্রবার বিকেল সাড়ে ৪ টায় বিমানবন্দরে এ অভিযান চালানো হয়। আটক জিয়াউর রহমান সদর উপজেলার মধ্যম পোকখালীর মীর আহমদের পুত্র। পুলিশ জানায়, বেসরকারী বিমান পরিবহন সংস্থা নভো-এয়ারের শুক্রবার বিকেল ৪টা ২০ মিনিটের ঢাকাগামী ফ্লাইটের যাত্রীদের ব্যাগ-লাগেজ ও মাল স্ক্যানিং করছিলেন বিমানবন্দরের নিরাপত্তা কর্মীরা। ও সময় এক যাত্রীর ব্রিফকেসের ভেতর সন্দেহজনক বস্তু থাকার সঙ্কেতের কারণে পুলিশকে অবহিত করা হয়। পুলিশ ঘটনাস্থলে পৌঁছে ব্রিফকেসটি খুলে একটি পলিথিন মোড়ানো প্যাকেট থেকে ২ হাজার ১৩০টি ইয়াবা উদ্ধার করেছে। বিদ্যুত সংযোগের উদ্বোধন স্টাফ রিপোর্টার, সিরাজগঞ্জ ॥ শুক্রবার দুপুরে কামারখন্দ উপজেলার জামতৈল ইউনিয়নের কুড়া উদয়পুর গ্রামে এক শ’ ৪৮ বাড়িতে বিদ্যুত সংযোগের উদ্বোধন করা হয়েছে। উদ্বোধন করেন সংসদ সদস্য ও সিরাজগঞ্জ জেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক অধ্যাপক ডাঃ হাবিবে মিল্লাত মুন্না। এ উপলক্ষে কুড়া উদয়পুর স্কুল মাঠে আয়োজিত এক সমাবেশে প্রধান অতিথি অধ্যাপক মিল্লাত সরকারের উন্নয়ন কর্মকা-ের উল্লেখ করে বলেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে আওয়ামী লীগ সরকার গ্রামের মানুষের ঘরে ঘরে বিদ্যুত পৌঁছে দিয়েছে। সভাপতিত্ব করেন ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি আবব্দুর রশিদ। বিশেষ অতিথি ছিলেন পল্লøী বিদ্যুত সমিতির জিএম আজাহার আলী, জেলা আওয়ামী লীগের সহসভাপতি মোস্তফা কামাল খান,কামারখন্দ উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও উপজেলা চেয়ারম্যান আব্দুল মতিন চৌধুরী সরকার, এ্যাডভোকেট রজব আলী সরকার প্রমুখ। পরে অধ্যাপক মিল্লাত সিরাজগঞ্জে হার্ট ফাউন্ডেশন কার্যক্রমের অফিস এবং মাছিমপুর ক্রীড়া চক্র আয়োজিত ফুটবল প্রতিযোগিতার উদ্বোধন করেন। কাপ্তাই হ্রদে অবৈধ ঘের অপসারণ শুরু নিজস্ব সংবাদদাতা, রাঙ্গামাটি, ৬ জানুয়ারি ॥ কাপ্তাই হ্রদের মৎস্য সম্পদ রক্ষার লক্ষ্যে মৎস্য উন্নয়ন কর্পোরেশন হ্রদ থেকে ব্যক্তি মালিকানায় অবৈধভাবে গড়ে ওঠা মাছের ঘের অপসারণ শুরু করেছে। এ সব অবৈধ ঘেরের কারণে বিশাল কাপ্তাই হ্রদের মৎস্য সম্পদ সমূলে ধ্বংস হওয়ার পথে। মৎস্য উন্নয়ন কর্পোরেশের নিজস্ব এই হ্রদে বিগত কয়েক বছর ধরে অবৈধভাবে গড়ে উঠেছে ব্যক্তি মালিকানাধীন মাছের হাজারো ঘের। যার ফলে কাপ্তাই হ্রদ কার্প জাতীয় মা মাছসহ সকল ধরনের মাছ ধ্বংস হয়ে যাচ্ছে। ২৯ ডিসেম্বর রাঙ্গামাটিতে উন্নয়ন সমন্বয় সভায় বিএফডিসিকে হ্রদের মৎস্য সম্পদ রক্ষর জন্য হ্রদ থেকে সকল ঘের ও জাঁক অপসারণ করার নির্দেশ দেন।
×