ঢাকা, বাংলাদেশ   শনিবার ১১ মে ২০২৪, ২৮ বৈশাখ ১৪৩১

গণতন্ত্র রক্ষা ও হত্যা দিবসে চট্টগ্রামে পৃথক কর্মসূচী পালন আ’লীগ-বিএনপির

সাংবিধানিক ধারাবাহিকতা রক্ষায় জাতি ঐক্যবদ্ধ ॥ মহিউদ্দিন চৌধুরী

প্রকাশিত: ০৪:৩৩, ৬ জানুয়ারি ২০১৭

সাংবিধানিক ধারাবাহিকতা রক্ষায় জাতি ঐক্যবদ্ধ ॥ মহিউদ্দিন চৌধুরী

স্টাফ রিপোর্টার, চট্টগ্রাম অফিস ॥ ‘গণতন্ত্র রক্ষা দিবস’ এবং ‘গণতন্ত্র হত্যা দিবস’ ব্যানারে ৫ জানুয়ারি বৃহস্পতিবার চট্টগ্রামে পৃথক সমাবেশ করেছে আওয়ামী লীগ ও বিএনপি। আওয়ামী লীগের সমাবেশ অনুষ্ঠিত হয় নগরীর কেন্দ্রীয় শহীদ মিনারে এবং বিএনপি সমাবেশ করে নূর আহমদ সড়কে দলীয় কার্যালয় প্রাঙ্গণে। চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের সমাবেশে নগর সভাপতি এবিএম মহিউদ্দিন চৌধুরী বলেন, সাংবিধানিক ধারাবাহিকতা রক্ষায় জাতি ঐক্যবদ্ধ। বাংলাদেশের সংবিধান গণতন্ত্র রক্ষায় আদর্শিক ভিত্তি। যারা গণতন্ত্রকে ধ্বংস করেছে এবং পেছনের দরজা দিয়ে ক্ষমতায় এসেছিল তারা কোনভাবেই জনগণের বন্ধু হতে পারে না । যারা আগুনে পুড়িয়ে মানুষ হত্যা করেছে তাদের মুখে গণতন্ত্র মানায় না। বাংলাদেশে গণতন্ত্রের বিজয়যাত্রা অবশ্যই অব্যাহত থাকবে। দশম জাতীয় সংসদ নির্বাচনের তৃতীয় বর্ষপূর্তি উপলক্ষে মহিউদ্দিন চৌধুরীর সভাপতিত্বে আয়োজিত সমাবেশে বক্তব্য রাখেন মহানগর আওয়ামী লীগ সাধারণ সম্পাদক আ জ ম নাছির উদ্দিন। মেয়র আ জ ম নাছির উদ্দিন বলেন, গণতন্ত্র, সংবিধান ও স্বাধীনতা রক্ষায় আওয়ামী লীগকে বারবার ক্ষমতায় থাকতে হবে এবং জনগণের সঙ্গে জনসম্পৃক্ততা আরও বেশি প্রসারিত করতে হবে। তিনি আরও বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা বাংলাদেশকে সামনের দিকে এগিয়ে নিয়ে যাচ্ছেন। বাংলাদেশ এখন গবিব নয়, উন্নয়নের রোল মডেল। শেখ হাসিনার ভিশন ৪১ অনুযায়ী বাংলাদেশ উন্নত দেশের সফল অভিযাত্রী। শকিফুল ইসলাম ফারুকের সঞ্চালনায় অনুষ্ঠিত সমাবেশে আরও বক্তব্য রাখেন চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের সহসভাপতি মাহাতাব উদ্দিন চৌধুরী, খোরশেদ আলম সুজন, চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান আবদুচ ছালাম, সংরক্ষিত মহিলা আসনের সংসদ সদস্য সাবিহা নাহার মুছা, আওয়ামী লীগ নেতা শফিক আদনান, শহিদুল আলম, সিদ্দিক আলম, সলিম উল্লাহ বাচ্চু। এদিকে, গণতন্ত্র হত্যা দিবস ব্যানারে কেন্দ্রীয় কর্মসূচীর অংশ হিসেবে বিএনপির সমাবেশ অনুষ্ঠিত হয় নাসিমন ভবনে দলীয় কার্যালয় প্রাঙ্গণে। দলটির পক্ষ থেকে লালদীঘি মাঠ, কাজির দেউড়ি মোড় এবং নূর আহমদ সড়কে সমাবেশের অনুমতি চাওয়া হয়েছিল। কিন্তু সিএমপির কাছ থেকে সেই অনুমতি মেলেনি। ফলে কার্যালয়ের আঙ্গিনায় সমাবেশ করতে হয়। এতে প্রধান অতিথি ছিলেন দলের কেন্দ্রীয় ভাইস চেয়ারম্যান আবদুল্লাহ আল নোমান। নগর বিএনপির সভাপতি ডাঃ শাহাদাত হোসেনের সভাপতিত্বে বক্তব্য রাখেন মহানগর বিএনপির নেতৃবৃন্দ। বিএনপির নেতৃবৃন্দ বলেন, ৫ জানুয়ারি প্রহসনের নির্বাচনের মাধ্যমে দেশের গণতন্ত্রকে হত্যা করা হয়েছে। জাতীয় সংসদে কার্যত কোন বিরোধী দল নেই। এই সরকার জনমতকে উপেক্ষা করে অবৈধভাবে ক্ষমতা ধরে রেখেছে। একটি নিরপেক্ষ নির্বাচন কমিশনের মাধ্যমে অংশগ্রহণমূলক নির্বাচন অনুষ্ঠানের দাবি জানান নেতৃবৃন্দ। এছাড়া বক্তারা কেন্দ্র ঘোষিত যে কোন কর্মসূচী সফল করতে ঐক্যবদ্ধভাবে মাঠে নামার জন্য দলের নেতাকর্মীদের প্রতি আহবান জানান।
×