ঢাকা, বাংলাদেশ   শনিবার ২৭ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

মাথাব্যথা, ব্রেন টিউমার ও এ্যান্ডোসকপি চিকিৎসা

প্রকাশিত: ০৬:৫০, ৩ জানুয়ারি ২০১৭

মাথাব্যথা, ব্রেন টিউমার ও  এ্যান্ডোসকপি চিকিৎসা

প্রায় প্রতিটি মানুষই জীবনে কোন না কোন সময় মাথাব্যথায় ভুগে থাকেন। মাথাব্যথার শতকরা ৪০ ভাগ কারণ হলো ঞঞঐ বা ঞবহংরড়হ ঞুঢ়ব ঐবধফধপযব। যার প্রধান কারণ হলো দুশ্চিন্তা বা টেনশন। অতিরিক্ত দুশ্চিন্তার ফলে শরীর থেকে অফৎবহধষরহ নামক হরমোন তৈরি হয়। সেই হরমোন মাথার চতুর্দিকের মাংস পেশির প্রচণ্ড সংকোচন ঘটায়। ফলে রোগী প্রচণ্ড মাথা ব্যথায় ভুগে থাকেন। ব্যান্ড দিয়ে টাইট করে মাথা বাঁধলে যে ব্যথা হয়, রোগী সেই রকম ব্যথায় ভুগে থাকেন। শতকরা ৩০ ভাগ রোগী মাইগ্রেন নামক রোগে ভুগে থাকেন। এই ক্ষেত্রে রোগীর প্রচণ্ড মাথাব্যথা হয়। সাধারণত ব্যথামাথার একপাশে হয়। ঢাকা, ময়মনসিংহে এই ব্যথাকে টনটন করে বলে। চট্টগ্রামে বলে খুট মারে দ্যে। ফেনীতে বলে কোপায়। এই ব্যথা আগুনে বা রোদে গেলে বাড়ে। ব্রেন টিউমার হলো শতকরা এক ভাগ মাথাব্যথার কারণ। রোগীর ভোররাতে মাথাব্যথা হয়। প্রচণ্ড ব্যথায় জেগে উঠে। রোগীর খিচুনি হতে পারে, অজ্ঞান হয়ে যায়, দৃষ্টি শক্তি কমে গিয়ে অন্ধ ও হতে পারে। তাছাড়া একদিকে প্যারালাইসিস হতে পারে। MRI of brain with contrast করে রোগ ডায়াগনোসিস করা যায়। Maximum brain tumour আমরা বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়সহ দেশের অন্যান্য হাসপাতালে brain open ev craniotomy করে operation করে থাকি। কিন্তু pituitary tumour craniopharyngioma, third ventricular tumour আমরা সফলতার সঙ্গে দিয়ে endoscopic operation করে থাকি। pituitary tumour আমরা নাক দিয়ে অল্প একটু হাড় কেটে অপারেশন করে থাকি। বেশিরভাগ ক্ষেত্রে রোগী ভাল হয়ে চলে যায়। ডাঃ হারাধন দেবনাথ সহযোগী অধ্যাপক, নিউরো সার্জারি বিভাগ বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয় মোবা : ০১৭১১৩৫৪১২০
×