ঢাকা, বাংলাদেশ   শনিবার ১১ মে ২০২৪, ২৭ বৈশাখ ১৪৩১

জনকণ্ঠের দুই কর্মকর্তা সংবর্ধিত

হবিগঞ্জে লন্ডনভিত্তিক জিআর ফাউন্ডেশনের আত্মপ্রকাশ

প্রকাশিত: ০৬:২৪, ২ জানুয়ারি ২০১৭

হবিগঞ্জে লন্ডনভিত্তিক জিআর ফাউন্ডেশনের আত্মপ্রকাশ

রফিকুল হাসান চৌধুরী তুহিন, হবিগঞ্জ থেকে ॥ লন্ডনভিত্তিক সামাজিক সংগঠন জি আর ফাউন্ডেশন ইউ, কে কর্তৃক সংবর্ধিত হলেন দৈনিক জনকণ্ঠের নির্বাহী পরিচালক তোফায়েল আহমেদ ও নির্বাহী পরিচালক নজরুল ইসলামসহ দৈনিক জনকণ্ঠের হবিগঞ্জ সংবাদদাতা রফিকুল হাসান চৌধুরী তুহিন। মানব কল্যাণের ব্রত নিয়ে গড়ে উঠা বাঙালী সামাজিক সংগঠন জি আর ফাউন্ডেশন ইউ, কে’র বাংলাদেশে আত্মপ্রকাশ উপলক্ষে শুক্রবার সকালে চুনারুঘাটের কেউন্ডা গ্রামের লন্ডনী বাড়ি প্রাঙ্গণ মাঠে সুধী সমাবেশ ও গুণীজন সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। এ সময় জনপ্রশাসন মন্ত্রণালয়ের যুগ্ম সচিব মাহমুদ হাসান ও জেলা প্রশাসক সাবিনা আলম ও ব্যারিস্টার তুরিন আফরোজকেও তাদের স্ব স্ব কর্মদক্ষতার জন্য সংবর্ধিত করে জি আর ফাউন্ডেশন-ইউ, কে। ফাউন্ডেশনের চেয়ারম্যান লন্ডন প্রবাসী ও হবিগঞ্জের কেউন্ডা গ্রামের সন্তান গিয়াস উদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠিত অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন পররাষ্ট্র মন্ত্রণালয়ের সহকারী সচিব জিয়াউর রহমান, দৈনিক জনকণ্ঠের মফস্বল সম্পাদক মীর লিয়াকত আলী। উল্লেখ্য, একটি সৃজনশীল স্বপ্ন নিয়ে মানব কল্যাণে প্রথমেই লন্ডনে ওই সামাজিক সংগঠনটি গড়ে তোলেন গিয়াস উদ্দিন। তিনি ও তার পতœী রিজিয়া খাতুনের নামে জি আর ফাউন্ডেশন-ইউ, কে গঠনের পর থেকেই তার পরিবারের নিজস্ব অর্থায়নেই দান-দক্ষিণা চলছে। এরই অংশ হিসেবে শিক্ষা-চিকিৎসা, সংস্কৃতি, ক্রীড়া প্রকল্প এবং ধর্মসহ নানা সমাজ কল্যাণমূলক কর্মকা- চালানো হচ্ছে। ইতোমধ্যে তরুণ প্রজন্মকে উৎসাহিত করতে খেলাধুলার জন্য ১০ বিঘা জমি দান এবং মুক্তিযুদ্ধ ও বাংলা ভাষাকে চির অম্লান করতে শহীদ মিনার স্থাপনসহ হত-দরিদ্রদের জন্য চিকিৎসা কার্যক্রম পরিচালনা করা হয়।
×