ঢাকা, বাংলাদেশ   শনিবার ১১ মে ২০২৪, ২৭ বৈশাখ ১৪৩১

বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত

প্রকাশিত: ০৫:৪৪, ১ জানুয়ারি ২০১৭

বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত

বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির ৪৪তম বার্ষিক সাধারণ সভা শনিবার সকাল ১০টায় মহাখালীর বাংলাদেশ চিকিৎসা গবেষণা পরিষদ অডিটরিয়ামে অনুষ্ঠিত হয়েছে। সোসাইটির চেয়ারম্যান হাফিজ আহমদ মজুমদারের সভাপতিত্বে অনুষ্ঠিত উক্ত সভার উদ্বোধনী অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন ট্রেজারার এ্যাডভোকেট তৌহিদুর রহমান। সোসাইটির ভাইস চেয়ারম্যান প্রফেসর ডাঃ মোঃ হাবিবে মিল্লাত, এমপি রাষ্ট্রপতি ও সোসাইটির সভাপতির বাণী পাঠ করেন। রাষ্ট্রপতি তাঁর বাণীতে আর্তমানবতার সেবায় রেড ক্রিসেন্টের অবদানের কথা তুলে ধরে বলেন, আন্তর্জাতিক রেড ক্রস ও রেড ক্রিসেন্ট আন্দোলনের সদস্য হিসেবে বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি চার দশকের বেশি সময় ধরে বিপন্ন মানুষের পাশে থেকে আর্তমানবতার কল্যাণে গুরুত্বপূর্ণ অবদান রেখে চলেছে। সোসাইটির স্বেচ্ছাসেবকরা দুর্যোগের সতর্কবার্তা প্রচার, লোকজনকে দ্রুত নিরাপদ স্থানে সরিয়ে নেয়া, দুর্যোগপরবর্তী সময়ে ত্রাণ বিতরণ ও সাময়িক আশ্রয়ের ব্যবস্থা করে জানমালের নিরাপত্তা বিধানে ও অর্থনৈতিক ক্ষয়ক্ষতি সীমিত রাখতে নিরন্তর কাজ করে চলেছে। উদ্বোধনী অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন আন্তর্জাতিক রেড ক্রস কমিটির (আইএফআরসি) বাংলাদেশের প্রধান ইখতিয়ার অসলানভ এবং আন্তর্জাতিক রেড ক্রস ও রেড ক্রিসেন্ট ফেডারেশনের (আইএফআরসি) বাংলাদেশ অফিসের ভারপ্রাপ্ত প্রধান মিস মালিহা ফেরদৌস। আইসিআরইসি ও আইএফআরসি প্রধানগণ তাঁদের বক্তব্যে আর্ত ও বিপদাপন্ন মানুষের সেবায় সোসাইটির ভূমিকার প্রশংসা করেন এবং এসব মহৎ কাজের অংশীদার হতে পেরে সন্তোষ প্রকাশ করেন। তাঁরা মানবিক উদ্যোগে সোসাইটিকে সার্বিক সহযোগিতার আশ্বাস প্রধান করেন। সভায় সোসাইটির সদস্য, ব্যবস্থাপনা পর্ষদের সদস্যবৃন্দ, জেলা ও সিটি ইউনিটসমূহের ডেলিগেটবৃন্দ, সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের (স্বাস্থ্য ও পরিবার কল্যাণ, দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ, সমাজ কল্যাণ এবং প্রতিরক্ষা) প্রতিনিধিবৃন্দ এবং মহাসচিব অংশগ্রহণ করেন। -বিজ্ঞপ্তি ছাত্রদলের ৩৮তম প্রতিষ্ঠাবার্ষিকী আজ স্টাফ রিপোর্টার ॥ বিএনপির ছাত্র সংগঠন ছাত্রদলের ৩৮তম প্রতিষ্ঠাবার্ষিকী আজ। প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সংগঠনের পক্ষ থেকে রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে সমাবেশের আয়োজন করা হয়েছে। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকছেন দলের চেয়ারপার্সন বেগম খালেদা জিয়া। বিএনপি সূত্রে জানা গেছে, বেগম জিয়া বেলা তিনটায় ছাত্রদলের সমাবেশে উপস্থিতি হবেন। প্রেস উয়িংয়ের সদস্য শায়রু কবির খান জানিয়েছেন, রবিবার ছাত্রদলের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত ছাত্রসমাবেশে ভাষণ দেবেন খালেদা জিয়া। বিকেল ৩টায় রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তনে এই সমাবেশ অনুষ্ঠিত হবে। তিনি জানান, ছাত্রসমাবেশে যোগ দিতে বেলা ২টায় গুলশানের বাসভবন থেকে রওনা হবেন খালেদা জিয়া। এরপর বিকেল ৩টায় ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তনে বক্তব্য রাখবেন তিনি। শিক্ষা, ঐক্য, প্রগতি সেøাগান নিয়ে বিএনপির ছাত্রসংগঠন হিসেবে ১৯৭৯ সালের ১ জানুয়ারি প্রতিষ্ঠিত হয় জাতীয়তাবাদী ছাত্রদল।
×