ঢাকা, বাংলাদেশ   শনিবার ১১ মে ২০২৪, ২৮ বৈশাখ ১৪৩১

জেলা পরিষদ নির্বাচন

নির্বাচনে হেরে ইউপি চেয়ারম্যানকে পেটালেন বিএনপি নেতা

প্রকাশিত: ০৬:১০, ৩০ ডিসেম্বর ২০১৬

 নির্বাচনে হেরে ইউপি  চেয়ারম্যানকে  পেটালেন বিএনপি  নেতা

স্টাফ রিপোর্টার, নীলফামারী ॥ জেলা পরিষদ নির্বাচনে ভোট না দেয়ায় কিশোরীগঞ্জ উপজেলার মাগুড়া ইউনিয়ন পরিষদের ইউপি চেয়ারম্যান মাহমুদুর রহমান সিহাবকে লাঞ্ছিত করেছে ১৫ নম্বর ওয়ার্ডের পরাজিত সাধারণ সদস্য প্রার্থী হোসেন সহীদ সোহারাওয়ার্দি ওরফে গ্রেনেড বাবু। বৃহস্পতিবার দুপুর দুটার দিকে কিশোরীগঞ্জ উপজেলা পরিষদ চত্বরে এ ঘটনা ঘটে। এ ঘটনায় বিকেলে ইউপি চেয়ারম্যানকে লাঞ্ছিতকারী হোসেন সহীদ সোহারাওয়ার্দি গ্রেনেড বাবুকে পুলিশ আটক করে। আটককৃত হোসেন সহীদ সোহারাওয়ার্দি গ্রেনেড বাবু কিশোরীগঞ্জ উপজেলা বিএনপি কমিটির নির্বাহী সদস্য। জানা যায়, বুধবার জেলা পরিষদ নির্বাচন অনুষ্ঠিত হয়। ওই নির্বাচনে ভোটার ছিলেন জনপ্রতিনিধিরা। এই নির্বাচনে ১৫ নম্বর ওয়ার্ডে সাধারণ সদস্য পদে ৬ প্রতিদ্বন্দ্বী প্রার্থীর মধ্যে কিশোরীগঞ্জ উপজেলা বিএনপি কমিটির নির্বাহী সদস্য হোসেন সহীদ সোহারাওয়ার্দি ওরফে গ্রেনেডে বাবু ছিলেন। তার প্রতীক ছিল তালা। ২৪ ভোট পেয়ে জয়লাভ করেন হাতি প্রতীকের ফারুক হোসেন । আর ১৪ ভোট পেয়ে পরাজিত হন ওই বিএনপি নেতা। মাগুড়া ইউনিয়নের চেয়ারম্যান মাহমুদুল হোসেন সিহাব জানান, বৃহস্পতিবার সকাল হতে উপজেলা পরিষদের হলরুমে ইউপি চেয়ারম্যানদের নিয়ে এলজিএসপি-২ প্রকল্প নিয়ে সভা হচ্ছিল। যোহরের নামাজের সময় তিনিসহ অন্যান্য ইউপি চেয়ারম্যান উপজেলা মসজিদে নামাজ আদায় করতে যান। নামাজ শেষে মসজিদ হতে বের হবার সময় মসজিদের সামনেই তার ওপর অতর্কিত হামলা চালিয়ে মারপিট করতে থাকে বিএনপি নেতা হোসেন সহীদ সোহারাওয়ার্দি ওরফে গ্রেনেড বাবুসহ তার ১২/১৪ সন্ত্রাসী বাহিনী।
×