ঢাকা, বাংলাদেশ   শনিবার ১১ মে ২০২৪, ২৮ বৈশাখ ১৪৩১

শিমুলিয়ায় ৩ ঘণ্টা বন্ধ

পাটুরিয়া-দৌলতদিয়ায় ১০ ঘণ্টা পর ফেরি চলাচল শুরু

প্রকাশিত: ০৫:৩১, ২৭ ডিসেম্বর ২০১৬

পাটুরিয়া-দৌলতদিয়ায়  ১০ ঘণ্টা পর ফেরি চলাচল শুরু

স্টাফ রিপোর্টার, ম্ন্সুীগঞ্জ ও নিজস্ব সংবাদদাতা, মানিকগঞ্জ ॥ ঘন কুয়াশার কারণে শিমুলিয়া-কাওড়াকান্দি নৌরুটে ৩ ঘণ্টা ফেরি চলাচল বন্ধ ছিল। এ সময় মাঝ পদ্মায় আটকা পড়ে ৭টি ফেরি। দীর্ঘ সময় ফেরি চলাচল বন্ধ থাকায় উভয় ঘাটে দেখা দেয় বিশাল যানজট। এতে যাত্রী দুর্ভোগ চরম আকার ধারণ করে। রবিবার এ নৌরুটে দীর্ঘ ৬ ঘণ্টা ফেরি চলাচল বন্ধ ছিল। এদিকে ঘন কুয়াশার কারণে পাটুরিয়া-দৌলতদিয়া নৌরুটে ১০ ঘণ্টা ফেরি চলাচল বন্ধ থাকার পর সোমবার সকালে ফের শুরু হয়েছে। এর আগে ঘন কুয়াশার কারণে দুর্ঘটনা এড়াতে রবিবার রাত সাড়ে ১২টা থেকে সব ধরনের ফেরি চলাচল বন্ধ রাখে ঘাট কর্তৃপক্ষ। বিআইডব্লিউটিসির শিমুলিয়া ঘাটের এজিএম শাহ খালেদ নেওয়াজ জানান, সোমবার সকাল ৬টার দিকে পদ্মা অববাহিকায় ঘন কুয়াশা নেমে আসে। এ সময় নৌপথে বয়াবাতি ও মার্কার নজর না পড়ায় বাধ্য হয়েই ফেরি চলাচল বন্ধ করে দেয় কর্তৃপক্ষ। শিমুলিয়া ও কাওড়াকান্দি ঘাট থেকে ছেড়ে আসা ৭টি ফেরি মাঝ পদ্মায় আটকা পড়ে। সোমবার সকাল ৯টার দিকে কুয়াশা কেটে গেলে আটকে পড়া ফেরিগুলো গন্তব্যে ফিরে আসে। দীর্ঘ সময় ফেরি চলাচল বন্ধ থাকায় ঘাটে দেখা দেয় দীর্ঘ যানজট। সকালের দিকে ঢাকা থেকে দক্ষিণবঙ্গগামী যানবাহনের সংখ্য বৃদ্ধি পাওয়ায় যানজট আরও বৃদ্ধি পায়। পারাপারের অপেক্ষায় থাকা যানবাহনের যাত্রীদের দুর্ভোগ চরম আকার ধারণ করে। মাঝ পদ্মায় আটকে পড়া ফেরিতে যাত্রীদের কনকনে শীতে চরম দুর্ভোগ পোহাতে হয়। অনেকেই ঠা-াজনিত রোগে আক্রান্ত হয়ে পড়ে। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে যানজট হালকা হতে থাকে।
×