ঢাকা, বাংলাদেশ   শনিবার ১১ মে ২০২৪, ২৭ বৈশাখ ১৪৩১

বিএমএ নির্বাচন ॥ নতুন সভাপতি ডাঃ মোস্তফা জালাল মহিউদ্দিন

প্রকাশিত: ০৮:১৮, ২৩ ডিসেম্বর ২০১৬

বিএমএ নির্বাচন ॥ নতুন সভাপতি ডাঃ মোস্তফা জালাল মহিউদ্দিন

স্টাফ রিপোর্টার ॥ বাংলাদেশ মেডিক্যাল এ্যাসোসিয়েশন (বিএমএ) কার্যকরী পরিষদের নির্বাচনে বেসরকারীভাবে বিশাল ব্যবধানে পুরো প্যানেলে বিজয়ী হয়েছে আওয়ামী লীগ সমর্থিত ডাঃ মোস্তফা জালাল মহিউদ্দিন- ডাঃ ইহতেশামুল হক চৌধুরী পরিষদ। বৃহস্পতিবার সকাল ৮টা থেকে বিকেল ৫টা পর্যন্ত ভোটগ্রহণ চলে। শান্তিপূর্ণ ও নিরপেক্ষভাবে নির্বাচন অনুষ্ঠিত হয়েছে বলে জানিয়েছে নির্বাচন কমিশন। অনেক আগেই সংবাদ সম্মেলন করে নির্বাচন বর্জনের ঘোষণা দিয়েছে বিএনপি সমর্থিত চিকিৎসক সংগঠন ‘ডক্টরস এ্যাসোসিয়েশন অব বাংলাদেশ’। বামসমর্থিত ডাঃ এস এম ফজলুর রহমান- ডাঃ শাকিল আখতার পরিষদ নির্বাচনে অংশগ্রহণ করে। বিএমএ কার্যকরী পরিষদের নবনির্বাচিত সভাপতি ডাঃ মোস্তফা জালাল মহিউদ্দিন ও মহাসচিব ডাঃ ইহতেশামুল হক চৌধুরীসহ পরিষদের সব নেতৃবৃন্দকে অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম। বিএমএ সূত্র জানায়, সারাদেশে ৬৫টি কেন্দ্রে ভোটগ্রহণ চলে। এর মধ্যে বৃহস্পতিবার রাত ১২টা পর্যন্ত ৬২টি কেন্দ্রের ফল প্রকাশ পায়। এতে সভাপতি প্রার্থী ডাঃ মোস্তফা জালাল মহিউদ্দিন পেয়েছেন ১৮ হাজার ৭৬৫টি। তাঁর প্রতিদ্বন্দ্বী ডাঃ এস এম ফজলুর রহমান পেয়েছেন ১ হাজার ২২টি ভোট। মহাসচিব পদে ডাঃ ইহতেশামুল হক চৌধুরী পেয়েছেন ১৭ হাজার ৫৩৫টি এবং তাঁর প্রতিদ্বন্দ্বী ডাঃ শাকিল আখতার পেয়েছেন ১ হাজার ৬৪১টি ভোট। ফল বের হয়নি এমন ৩টি কেন্দ্রে ভোটের সংখ্যা ৪ হাজারের কাছাকাছি হবে বলে জানিয়েছে সংশ্লিষ্ট সূত্র। চলতি বছর বিএমএর সারাদেশে ভোটার সংখ্যা ৩৬ হাজার ১৬৬ জন। ঢাকায় ভোটার সংখ্যা ১৩ হাজার ৭০৪ জন। বিএমএর কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সদস্য মোট ৫১ জন। এর মধ্যে ৪৮টি পদে নির্বাচন অনুষ্ঠিত হয়। বাকি ৯টি পদের মধ্যে ছয়জন কো-অপট সদস্য, দুজন বিএমএর সাবেক সভাপতি ও মহাসচিব (যদি তারা নির্বাচিত না হন) ও জার্নাল কমিটির চেয়ারম্যান হিসেবে একজন নিয়োগ পান। ২০১২ সালে বিএমএর সর্বশেষ নির্বাচন অনুষ্ঠিত হয়। ওই নির্বাচনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় ডাঃ মোঃ মাহমুদ হাসান ও ডাঃ মোঃ ইকবাল আর্সলান প্যানেল বিজয়ী হয়। বিএমএ কার্যকরী পরিষদের বিজয়ী পরিষদকে অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়ে স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম বলেন, নবনির্বাচিত সভাপতি ডাঃ মোস্তফা জালাল মহিউদ্দিনকে সভাপতি ও মহাসিচব ডাঃ ইহতেশামুল হক চৌধুরীর নেতৃত্বে আরও বেগবান হবে বিএমএ। আর নতুন নতুন কর্মপরিকল্পনা গ্রহণ ও বাস্তবায়নের মাধ্যমে চিকিৎসক সমাজের উন্নয়ন ঘটানোর পাশাপাশি দেশের স্বাস্থ্য ও চিকিৎসাসেবায় সরকারের সহযোগী হিসেবে অবদান রাখবে। বিএমএর নবনির্বাচিত কমিটির সব নেতৃবৃন্দের উত্তরোত্তর সাফল্য কামনা করেছেন স্বাস্থ্যমন্ত্রী। এদিকে চট্টগ্রাম থেকে স্টাফ রিপোর্টার জানান, চট্টগ্রামে নজিরবিহীন নিরাপত্তামূলক ব্যবস্থার মধ্যে উৎসবমুখর পরিবেশে সম্পন্ন হয়েছে বাংলাদেশ মেডিক্যাল এ্যাসোসিয়েশনের (বিএমএ) নির্বাচন। নগরীর খাস্তগীর বালিকা উচ্চ বিদ্যালয়ে সকাল ৮টা থেকে বিকেল ৫টা পর্যন্ত ভোটগ্রহণ চলে। নির্বাচনকে কেন্দ্র করে বিপুলসংখ্যক চিকিৎসক এবং উৎস্যুক মানুষের ভিড় লেগে থাকে জামাল খান সড়ক এলাকায়। চট্টগ্রামের সাবেক মেয়র এবিএম মহিউদ্দিন চৌধুরী এবং বর্তমান আ জ ম নাছির উদ্দিন সরাসরি দুটি প্যানেলকে সমর্থন দেয়ায় নির্বাচনকে ঘিরে উৎকণ্ঠা বাড়ে। কিন্তু টানটান উত্তেজনা থাকলেও শেষ পর্যন্ত ভোটগ্রহণ সম্পন্ন হয় বড় ধরনের কোন অপ্রীতিকর ঘটনা ছাড়াই। বিএমএ নির্বাচনে চট্টগ্রামে প্রতিদ্বন্দ্বিতা করে সরকারী দল সমর্থিত স্বাধীনতা চিকিৎসক পরিষদের (স্বাচিপ) দুটি প্যানেল। প্যানেল দুটি হচ্ছে ডাঃ নাসির উদ্দিন মাহমুদ ও ডাঃ আ ম ম মিনহাজুর রহমান পরিষদ এবং ডাঃ মজিবুল হক ও ডাঃ ফয়সল ইকবাল পরিষদ। এর মধ্যে এবিএম মহিউদ্দিন চৌধুরীর সমর্থন নাসির-মিনহাজ পরিষদের প্রতি। অপরদিকে আ জ ম নাছির উদ্দিন সমর্থন দেন মুজিব-ফয়সল পরিষদকে। বিএনপি সমর্থিত ডক্টরস এ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ড্যাব) নির্বাচন করায় প্রতিদ্বন্দ্বী দুটি প্যানেলই সরকার সমর্থিত স্বাচিপের।
×