ঢাকা, বাংলাদেশ   শনিবার ১১ মে ২০২৪, ২৭ বৈশাখ ১৪৩১

রমেকে ইন্টার্ন চিকিৎসক ধর্মঘটে রোগী দুর্ভোগ

প্রকাশিত: ০৩:৪৮, ১৬ ডিসেম্বর ২০১৬

রমেকে ইন্টার্ন চিকিৎসক ধর্মঘটে রোগী দুর্ভোগ

নিজস্ব সংবাদদাতা, রংপুর, ১৫ ডিসেম্বর ॥ রংপুর মেডিক্যাল কলেজ (রমেক) হাসপাতালে ইন্টার্ন চিকিৎসকদের একাংশের ডাকা ধর্মঘট অব্যাহত রয়েছে। তবে অপর অংশটির দাবি ধর্মঘট হচ্ছে না। তাদের দাবি বৃহস্পতিবার দুপুর ২টার দিকে হাসপাতালে তারা যোগ দিয়েছেন। বাস্তবে দেখা গেছে, ইন্টার্ন চিকিৎসকের একাংশের অনির্দিষ্টকালের ধর্মঘটে রোগীদের দুর্ভোগ বেড়েছে। ফলে তাদের মধ্যে এখনও অচলাবস্থা কাটেনি। ইন্টার্ন চিকিৎসক পরিষদের নতুন কমিটির সভাপতি ফারহান রহমান ও সাধারণ সম্পাদক উত্তম দেবনাথ জানান, বৃহস্পতিবার দুপুরে হাসপাতালের ভারপ্রাপ্ত পরিচালক ডাঃ আবু তাহের মোহাম্মদ আনোয়ারুল হক প্রামাণিকের সঙ্গে দেখা করে তারা হাসপাতালে যোগ দেয়ার সিদ্ধান্তের কথা জানিয়েছেন। এ সময় তাদের সঙ্গে ছিল রংপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসকদের একটি অংশ ও বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত বিএমএর রংপুর বিভাগের সহ-সভাপতি ডাঃ দেলোয়ার হোসেন। ইন্টার্ন চিকিৎসক ডাঃ শহিদুজ্জামান জানান, ৬ দফা দাবি আদায় না হওয়া ধর্মঘটিরা কাজে য্গো দেবে না। তিনি অবিলম্বে হামলাকারীদের গ্রেফতারের দাবি জানান। বৃহস্পতিবার সকালে হাসপাতাল গিয়ে দেখা গেছে, প্রতি ওয়ার্ড ছিল ইন্টার্ন চিকিৎসক শূন্য। চিকিৎসকেরা কোন রকমে রোগীদের চিকিৎসা সেবা দিচ্ছেন। রংপুরের কাউনিয়া উপজেলার সারাই ইউনিয়নের আলুটারী গ্রামের তাহেরা জানান, তার মেয়ে মুন্নিকে নিয়ে বৃহস্পতিবার সকালে হাসপাতালে ভর্তি করান। ভর্তি করার পর কোন চিকিৎসক তার কাছে আসে নাই। পরিস্থিতি ভাল না হলে মেয়েকে নিয়ে বাড়ি ফিরে যাবেন বলে তিনি জানান। পীরগাছা এলাকার পারুল ইউনিয়নের লাভলু মিয়া জানান, মঙ্গলবার তার পিতা হাসেম আলীকে নিয়ে হাসপাতালে ভর্তি করার পরও ঠিকমতো চিকিৎসা পাচ্ছেন না। হাসপাতালের ভারপ্রাপ্ত পরিচালক ডাঃ আবু তাহের মোহাম্মদ আনোয়ারুল হক প্রামাণিক জানান, ধর্মঘটে হাসপাতালে রোগীদের কোন দুর্ভোগ পোহাতে হচ্ছে না। সেখানে বিরামহীনভাবে চিকিৎসকরা কাজ করছে। উল্লেখ্য, ইন্টার্ন চিকিৎসক পরিষদ কমিটির নেতৃত্ব নিয়ে দ্বন্দ্বে সোমবার রাতে হাসপাতালের ইন্টার্ন ডক্টর হোস্টেলে বিবদমান দুই গ্রুপের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। কমোডর রাব্বানী হত্যা মামলায় দুই আসামি কারাগারে স্টাফ রিপোর্টার, চট্টগ্রাম অফিস ॥ চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের সাবেক চেয়ারম্যান ও কোরিয়ান ইপিজেডের (কেইপিজেড) ব্যবস্থাপনা পরিচালক অবসরপ্রাপ্ত কমোডর গোলাম রাব্বানী হত্যা মামলায় যাবজ্জীবন কারাদ-াদেশপ্রাপ্ত দুই আসামিকে কারাগারে প্রেরণ করা হয়েছে। বৃহস্পতিবার তারা চট্টগ্রাম বিভাগীয় দ্রুত বিচার ট্রাইব্যুনালে আত্মসমর্পণ করলে বিচারক তাদের জেলে পাঠানোর আদেশ দেন। রাষ্ট্রপক্ষের কৌঁসুলি ও ট্রাইব্যুনালের পিপি আইয়ুব খান জানান, এই দুই আসামি হলেন কেইপিজেডের সাবেক পরিচালক আবু নাসের চৌধুরী ও কর্মকর্তা সেলিম। বৃহস্পতিবার তারা আদালতে এসে আত্মসমর্পণ করেন। উল্লেখ্য, ২০০৪ সালের ১১ এপ্রিল মাইক্রোবাসযোগে কর্মস্থলে যাবার পথে গুলিবিদ্ধ হন কমোডর গোলাম রাব্বানী। দুর্বৃত্তরা তাকে গুলি করে পালিয়ে যায়। এরপর ব্যাঙ্ককে চিকিৎসাধীন অবস্থায় ১৩ দিনের মাথায় তিনি মৃত্যুবরণ করেন।
×