ঢাকা, বাংলাদেশ   শনিবার ১১ মে ২০২৪, ২৮ বৈশাখ ১৪৩১

দুই জেএমবির মালামাল জব্দে ক্রোকি পরোয়ানা

প্রকাশিত: ০৪:২৪, ১৫ ডিসেম্বর ২০১৬

দুই জেএমবির মালামাল জব্দে ক্রোকি পরোয়ানা

স্টাফ রিপোর্টার, দিনাজপুর ॥ ইতালীয় নাগরিক ধর্মযাজক ডাঃ পিয়েরো প্যারোলারী হত্যা চেষ্টা মামলার পলাতক দুই আসামির মালামাল জব্দ করতে বিচারক ক্রোকি পরোয়ানার আদেশ প্রদান করেছেন। আদালত সূত্রে প্রকাশ, বুধবার এই চাঞ্চল্যকর মামলায় অতিরিক্ত চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে দিন ধার্য ছিল। মামলার সাত জন আসামির মধ্যে হাজতে আটক তিন আসামি জেএমবির সুরা সদস্য শরিফুল ইসলাম, সারওয়ার হোসেন সাবু ও আব্দুর রহমানকে কড়া পুলিশ প্রহরায় বুধবার দুপুরে আদালতে হাজির করা হয়। হাজতে আটক জেএমবির শীর্ষ ক্যাডার সাখাওয়াত হোসেন অন্য মামলায় গাইবান্ধা কারাগারে থাকায় তাকে হাজির করা হয়নি। মামলার পলাতক ৩ আসামির মধ্যে জেএমবির সুরা সদস্য চাঁপাইনবাবগঞ্জ জেলার নাচোল থানার সদরপাড়া মহল্লার এনামুল হকের পুত্র আব্দুল খালেক গত ৩ সেপ্টেম্বর মৃত্যু সংক্রান্ত পুলিশের প্রতিবেদন পাওয়া গেছে। অন্য দুই আসামি বগুড়া শাহজাহানপুর থানার ক্ষুদ্র কুষ্টিয়াপাড়ার রাজিবুল ইসলাম এবং গাইবান্ধা জেলার সাঘাটা উপজেলার রাঘবপুর গ্রামের রাজিব পলাতক থাকায় তাদের মালামাল জব্দ করতে বিচারক ক্রোকী পরোয়ানা জারির আদেশ প্রদান করেন। বিএনপির শতাধিক নেতাকর্মীর নামে মামলা নিজস্ব সংবাদদাতা, কিশোরগঞ্জ, ১৪ ডিসেম্বর ॥ জেলা বিএনপির নবনির্বাচিত সভাপতি শরীফুল আলমসহ ১০০ নেতাকর্মীর বিরুদ্ধে সরকারী কাজে বাধা ও পুলিশের ওপর হামলার অভিযোগে বিশেষ ক্ষমতা আইনে পৃথক দুটি মামলা করা হয়েছে। কুলিয়ারচর থানার এসআই আবুল হাসেম বাদী হয়ে দায়েরকৃত মামলায় (নং-৬) ৪৭ জনের নাম উল্লেখসহ অজ্ঞাতনামা অনেককে আসামি করা হয়েছে। অনুরূপভাবে একই থানার এসআই এহসানুল হক বাদী হয়ে দায়েরকৃত মামলায় (নং-৭) ৫৩ জনের নাম উল্লেখসহ আরও অজ্ঞাতনামাদের আসামি করা হয়েছে। মঙ্গলবার দায়েরকৃত দুটি মামলাতেই জেলা বিএনপির সভাপতি শরীফুল আলমকে প্রধান আসামি করা হয়।
×