ঢাকা, বাংলাদেশ   শনিবার ১১ মে ২০২৪, ২৭ বৈশাখ ১৪৩১

মামলা থেকে রক্ষা পেতে দশ জঙ্গীর দৌড়ঝাঁপ

প্রকাশিত: ০৪:১৯, ১৫ ডিসেম্বর ২০১৬

মামলা থেকে রক্ষা পেতে দশ জঙ্গীর দৌড়ঝাঁপ

স্টাফ রিপোর্টার, কক্সবাজার ॥ টেকনাফে রাষ্ট্রদোহ মামলা থেকে রক্ষা পেতে দশ জঙ্গীর দৌড়ঝাঁপের শেষ নেই। ওই মামলার আসামি মৌলভী আজিজ উদ্দিন দলীয় পদবি ব্যবহার ও অনৈতিক সুবিধা আদায়ের প্রমাণ পেয়েছে উপজেলা আওয়ামী লীগ। এ কারণে বর্ধিত সভা ডেকে দলের বাহারছড়া ইউনিয়ন কমিটি বাতিল ঘোষণা করেছেন নেতৃবৃন্দ। সেখানে গঠন করে দেয়া হয়েছে ৩১ জনের আহ্বায়ক কমিটি। জঙ্গী সম্পৃক্ততার অভিযোগে মামলা থাকায় মৌলভী আজিজ উদ্দিনকে আহ্বায়ক কমিটিতে স্থান দেয়া হয়নি। তিনি বাহারছড়া ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতির দায়িত্বে ছিলেন। টেকনাফ থানায় বিজিবি বাদী হয়ে দায়ের করা রাষ্ট্রদোহ মামলার অভিযোগপত্র থেকে রক্ষা পেতে নিজ নিজ নাম বাদ দিতে আজিজ উদ্দিনসহ আসামিরা তদ্বির চালিয়ে যাচ্ছে বলে অভিযোগ পাওয়া গেছে। জানা যায়, টেকনাফ শামলাপুরে বিজিবি ও পুলিশের যৌথ অভিযানে গোপন বৈঠক থেকে ৩০ জুলাই আরএসও নেতা হাফেজ ছলাহুল, মৌলভী ছৈয়দ করিম ও মৌলভী ইব্রাহিমকে আটক করে মামলা দায়ের করে বিজিবি। মৌলভী আজিজ উদ্দিনসহ ৮ আসামি পালিয়ে যাওয়ায় তাদের পলাতক আসামি করা হয়। গ্রেফতার হয়ে জেলহাজতে গেলেও অঢেল টাকা এবং তদ্বিরবাজদের কারণে ওই তিন আসামিকে বেশিদিন থাকতে হয়নি শ্রীঘরে। আসামিদের মধ্যে ডাঃ নুরুল ইসলাম দেশের বাইরে অবস্থান করলেও অপর ১০ আসামি চট্টগ্রাম ও কক্সবাজারে ঘাপটি মেরে রয়েছে বলে সূত্র দাবি করেছে। ইতোমধ্যে দুই সহোদর মৌলভী রফিক এবং মৌলভী আজিজ উদ্দিনও উচ্চ আদালত থেকে জামিনে মুক্তি পেয়েছেন। সূত্রমতে, ওই মামলা থেকে রক্ষা পেতে যত টাকার প্রয়োজন পড়ে, জঙ্গী নেতা মাস্টার আয়ুব তা বহন করবে। এজন্য পলাতক আসামি আরাকান বিচ্ছিন্নতাবাদী গ্রুপের নেতা মাস্টার আয়ুবের পক্ষে মোটা অঙ্কের টাকা নিয়ে তদ্বির চালিয়ে যাচ্ছে। তবে টেকনাফ থানার ওসি (তদন্ত) আশরাফ বলেন, তদন্তে দোষী সাব্যস্ত হলে কোন তদ্বিরই কাজে আসবে না। আন্দোলন ঠেকাতে চার পোশাক কারখানা ছুটি নিজস্ব সংবাদদাতা, সাভার, ১৪ ডিসেম্বর ॥ মজুরি বৃদ্ধির দাবিতে চলমান আন্দোলনের প্রেক্ষিতে আশুলিয়ায় চারটি তৈরি পোশাক কারখানা একদিনের সাধারণ ছুটি ঘোষণা করেছে মালিকপক্ষ। বুধবার সকালে আশুলিয়ার ‘ছয়তলা’ এলাকায় উইন্ডি এ্যাপারেলন্স, বেরণ এলাকায় স্টার লিং ক্রিয়েশন, বান্দু ডিজাইন ও শেড ফ্যাশন লিমিটেড। জানা গেছে, এদিন সকালে ওই চারটি পোশাক কারখানায় কয়েক হাজার শ্রমিক কারখানার ভেতরে প্রবেশ করে উৎপাদন বন্ধ রেখে কর্মবিরতি পালন শুরু করে। পরে শ্রমিকরা কারখানার ভেতরে বিক্ষোভ করলে পরিস্থিতি অবনতির আশঙ্কায় মালিকপক্ষ একদিনের (বুধবার) জন্য সাধারণ ছুটি ঘোষণা করে। পরে শ্রমিকরা বাসায় ফিরে যায়। মজুরি বৃদ্ধির দাবিতে কয়েকদিন ধরে আশুলিয়ার ওই চারটি পোশাক কারখানার শ্রমিকরা আন্দোলন করে এলেও মালিকপক্ষ শ্রমিকদের দাবির ব্যাপারে কোন সিদ্ধান্ত নিতে পারেনি।
×