ঢাকা, বাংলাদেশ   শনিবার ১১ মে ২০২৪, ২৭ বৈশাখ ১৪৩১

সংসদে কৃষিমন্ত্রী

দেশে আবাদযোগ্য জমির পরিমাণ ৮৫ লাখ হেক্টর

প্রকাশিত: ০৮:১৩, ৯ ডিসেম্বর ২০১৬

দেশে আবাদযোগ্য জমির পরিমাণ ৮৫ লাখ হেক্টর

সংসদ রিপোর্টার ॥ বাংলাদেশে মোট আবাদযোগ্য জমির পরিমাণ ৮৫ লাখ ৫ হাজার হেক্টর। ব্যক্তি মালিকানাধীন স্থাপনা নির্মাণ, আবাসন তৈরি, ইটভাঁটি তৈরি ইত্যাদি খাতে উর্বর কৃষি জমি ব্যবহারের প্রবণতা বন্ধ করার জন্য যথাযথ ব্যবস্থা গ্রহণ করা হবে। বৃহস্পতিবার জাতীয় সংসদে প্রশ্নোত্তরপর্বে সরকারী দলের সংসদ সদস্য মোহাম্মদ সুবিদ আলী ভূঁইয়ার প্রশ্নের জবাবে এ তথ্য জানান কৃষিমন্ত্রী বেগম মতিয়া চৌধুরী। সরকার দলীয় সংসদ সদস্য মোঃ আবদুল্লাহর প্রশ্নের জবাবে কৃষিমন্ত্রী জানান, জলবায়ু পরিবর্তনজনিত কারণে বিশ্বের অন্যান্য দেশের ন্যায় বাংলাদেশের কৃষি উৎপাদনে বিরূপ প্রভাব পড়েছে। জলবায়ু পরিবর্তনজনিত কারণে কৃষিতে সৃষ্ট সমস্যা নিরসনে সরকার সচেষ্ট। তিনি বলেন, জলবায়ু পরিবর্তনের কারণে কৃষি ক্ষেত্রের প্রভাব মোকাবেলায় লবণাক্ততাসহিষ্ণু ধানের চাষ, জলাবন্ধতাসহিষ্ণু ধানের চাষ, খরাসহিষ্ণু ফসল ও ধানের চাষ, বিষমুক্ত সবজি ও সমন্বিত বালাই ব্যবস্থাপনা (আইপিএম) পদ্ধতিতে ধান চাষ, সেচের পানি কম লাগে এমন ফসলের চাষ এবং জৈব সারের ব্যবহার কার্যক্রম গ্রহণ করা হয়েছে। সংসদ সদস্য দিদারুল আলমের প্রশ্নের জবাবে মতিয়া চৌধুরী জানান, বাংলাদেশের কৃষিতে বর্তমানে যে সব চ্যালেঞ্জ রয়েছে তার মধ্যে একটি বড় চ্যালেঞ্জ হচ্ছে গবেষণা এবং মাঠ পর্যায়ে উৎপাদন পার্থক্য, যা ফল পার্থক্য হিসেবে স্বীকৃত। গবেষণা এবং মাঠ পর্যায়ে অর্থাৎ কৃষক পর্যায়ে উৎপাদনের এ পার্থক্য থাকাটা অস্বাভাবিক কিছু নয় এবং এটি আন্তর্জাতিকভাবে স্বীকৃত। এ ফলন পার্থক্য যাতে কমিয়ে আনা যায় সে বিষয়ে গবেষণা ও সম্প্রসারণ পর্যায়ে প্রচেষ্টা অব্যাহত রয়েছে। ৮টি যুদ্ধবিমান ক্রয় করা হবে ॥ সরকারী দলের সংসদ সদস্য মোঃ আবদুল্লাহর অপর এক প্রশ্নের জবাবে সংসদ কার্যে প্রতিরক্ষা মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত আইনমন্ত্রী আনিসুল হক জানান, দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষাকল্পে চলতি অর্থবছরে বাংলাদেশ বিমান বাহিনীর জন্য ৮টি যুদ্ধবিমান ক্রয় করার পরিকল্পনা সরকারের রয়েছে। এছাড়াও দুটি ট্রেনিং হেলিকপ্টার, ১১টি ব্যাসিক ট্রেইনার বিমান ক্রয়ের চুক্তিপত্র স্বাক্ষরিত হয়েছে। চলতি অর্থবছরে ৬টি এমআই-১৭১ এসএইচ হেলিকপ্টার, ২টি মেরিটাইম সার্চ এ্যান্ড রেসকিউ হেলিকপ্টার, একটি মিডিয়াম রেঞ্জ সারফেস টু এয়ার মিসাইল সিস্টেম ক্রয়ের পরিকল্পনা গ্রহণ করা হয়েছে।
×