ঢাকা, বাংলাদেশ   শনিবার ১১ মে ২০২৪, ২৮ বৈশাখ ১৪৩১

মেহেরপুরে পুলিশের সঙ্গে বন্দুকযুদ্ধে তিন ডাকাত নিহত

প্রকাশিত: ০৫:৪৫, ৭ ডিসেম্বর ২০১৬

মেহেরপুরে পুলিশের সঙ্গে  বন্দুকযুদ্ধে  তিন ডাকাত নিহত

নিজস্ব সংবাদদাতা, কুষ্টিয়া, ৬ ডিসেম্বর ॥ মেহেরপুরে পুলিশের সঙ্গে বন্দুকযুদ্ধে সন্দেহভাজন তিন ডাকাত নিহত হয়েছে। সোমবার গভীর রাতে গাংনী উপজেলার পুরাতন মটমুড়া গ্রামের একটি ইটভাঁটির পাশে এ বন্দুকযুদ্ধের ঘটনা ঘটে। নিহতরা হলো গাংনী উপজেলার ভোলাডাঙ্গা গ্রামের ফকির মহম্মদের ছেলে রতন ওরফে তুহিন (২৫), মানিকদিয়া গ্রামের আলতাফের ছেলে তাজবুল হক (২৬) ও একই গ্রামের চাঁদ আলীর ছেলে মহিবুল (২৫)। বন্দুকযুদ্ধের পর পুলিশ ঘটনাস্থল থেকে দুটি হাতবোমা ও দুটি রামদা উদ্ধার করেছে। এ ঘটনায় পুলিশের ৬ সদস্য আহত হয়েছে বলে দাবি করেছে পুলিশ। গাংনী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জানান, রাত সাড়ে ৩টার দিকে ১০/১২ জনের ডাকাত দল মটমুড়া গ্রামের জনৈক খবির উদ্দিনের ইটভাঁটির পাশে সংঘবদ্ধ হয়ে ডাকাতির প্রস্তুতি নিচ্ছিল। গোপন সূত্রে খবর পেয়ে সেখানে পুলিশের একটি টহল দল পাঠানো হয়। এ সময় পুলিশের উপস্থিতি টের পেয়ে ডাকাতরা পুলিশকে লক্ষ্য করে গুলি চালায়। পুলিশও আত্মরক্ষার্থে পাল্টা গুলিবর্ষণ করে। উভয় পক্ষের মধ্যে বন্দুকযুদ্ধ শুরু হয়। পরে পুলিশ ঘটনাস্থলে তল্লাশি চালিয়ে নিহত তিন ডাকাত সদস্যের মৃতদেহ উদ্ধার করে। ওসি জানান, বেশ কিছুদিন থেকে উপজেলার বিভিন্ন ইটভাঁটিতে সন্ত্রাসীরা মোবাইল ফোনে চাঁদা দাবি করে আসছিল। সন্ত্রাসীদের চাঁদাবাজিতে অতীষ্ঠ হয়ে ওঠেছিল ইটভাঁটি মালিকরা। নিহতরা ইটভাঁটিতে চাঁদাবাজির সঙ্গে জড়িত ছিল বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। এ ঘটনায় পুলিশের ৬ সদস্য আহত হয়েছে বলে দাবি করেন তিনি। নিহতদের লাশ ময়নাতদন্তের জন্য মেহেরপুর জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।
×