ঢাকা, বাংলাদেশ   শনিবার ১১ মে ২০২৪, ২৮ বৈশাখ ১৪৩১

বাগেরহাটে ট্রলির ধাক্কায় তিন ছাত্র নিহত

প্রকাশিত: ০৪:০৩, ৭ ডিসেম্বর ২০১৬

বাগেরহাটে ট্রলির ধাক্কায় তিন ছাত্র নিহত

স্টাফ রিপোর্টার, বাগেরহাট ॥ সড়ক দুর্ঘটনায় তিন কলেজ ছাত্র নিহত হয়েছে। মঙ্গলবার দুপুরের দিকে বাগেরহাট-রূপসা সড়কের সদর উপজেলার যাত্রাপুর বাজার এলাকায় ইট-বালুভর্তি ট্রলির সঙ্গে মোটরসাইকেলের সংঘর্ষে এ দুর্ঘটনা ঘটে। এ সময় মোটরসাইকেল আরোহী তিন কলেজ ছাত্রের দুইজন ঘটনাস্থলে ও একজন খুলনা মেডিক্যাল কলেজ হাসপাতালে মারা যায়। নিহতরা হলো- বাগেরহাট সদরের যাত্রাপুরের আফরা গ্রামের খায়রুল আনাম জমাদ্দারের ছেলে তান্না জমাদ্দার (১৮), বেনেগাতী গ্রামের সুভাষ দাসের ছেলে অমিত দাস (১৯) এবং হাফিজ উদ্দিনের ছেলে সাকিব (১৬)। নিহতদের মরদেহ পুলিশ উদ্ধার করে বাগেরহাট সদর হাসপাতাল মর্গে প্রেরণ করেছে। নিহত তান্না ও অমিত বাগেরহাট রাংদিয়া কলেজিয়েট স্কুলের ছাত্র। প্রত্যক্ষদর্শীরা জানান, মঙ্গলবার দুপুরের দিকে রাংদিয়া স্কুল এ্যান্ড কলেজের একাদশ শ্রেণীর ছাত্র তান্না জমাদ্দার, অমিত দাস ও মসিদপুর গ্রামে নানা শামিম সেখের বাড়িতে ঢাকা থেকে অসুস্থ নানিকে দেখতে আসা সাকিব একত্রে মোটরসাইকেলে রাংদিয়া থেকে যাত্রাপুর বাজারে যাচ্ছিল। পথে বাগেরহাট রূপসা সড়কের পুরাতন রেলক্রসিংয়ের সামনে ফকিরহাট অভিমুখী একটি ইট-বালি ভর্তি ট্রলির সঙ্গে সংঘর্ষ হয়। তখন ঘটনাস্থলে তান্না ও সাকিব নিহত হয়। অমিতকে ঢাকায় নেয়ার পথে মারা যায়। গোপালগঞ্জে নবদম্পতি নিজস্ব সংবাদদাতা গোপালগঞ্জ থেকে জানান, বাস চাপায় নবদম্পতি নিহত হয়েছে। মঙ্গলবার দুপুরে ঢাকা-খুলনা মহাসড়কে ফকিরকান্দি এলাকায় এ সড়ক দুর্ঘটনাটি ঘটে। নিহতরা হলেন, সদর উপজেলার ফকিরকান্দি গ্রামের মৃত সাঈদুর রহমান শেখের ছেলে খালিদ শেখ (২৮) এবং তার স্ত্রী সুরাইয়া বেগম (১৮)। এ ঘটনার পর ঘণ্টাব্যাপী ওই সড়কে যান চলাচল বন্ধ থাকে। খালিদের পরিবার জানিয়েছে, খালিদ সৌদি-প্রবাসী। মাসখানেক আগে সে বিয়ের উদ্দেশে দেশে আসে। গত ২১ নবেম্বর পার্শ্ববর্তী পাইককান্দি গ্রামের আনিছ খানের মেয়ে গোপালগঞ্জ সরকারী বঙ্গবন্ধু কলেজের এইচএসসি প্রথম বর্ষের ছাত্রী সুরাইয়া বেগমকে সে বিয়ে করে। মঙ্গলবার দুপুরে সুরাইয়া কলেজে অর্ধবার্ষিকী পরীক্ষা দিয়ে খালিদের সঙ্গে মোটরসাইকেলযোগে বাড়ি ফিরছিল। বাড়ির সম্মুখে পৌঁছলে পেছন থেকে নাজিরপুর থেকে ঢাকাগামী দোলা পরিবহনের একটি যাত্রীবাহী বাস তাদের চাপা দিয়ে দ্রুত ঘটনাস্থল ত্যাগ করে। এতে ঘটনাস্থলেই খালিদ ও সুরাইয়া নিহত হয়। বোয়ালমারীতে ভ্যানচালক সংবাদদাতা বোয়ালমারী, ফরিদপুর থেকে জানান, বোয়ালমারী উপজেলার রুপাপাত ইউনিয়নের কাটাগড় গ্রামের অটোভ্যান চালক জয়নাল মোল্যা (৬০) ট্রলির ধাক্কায় খাদে পড়ে নিহত হয়েছে। জানা যায় সোমবার রাতে পরে সহস্রাইল রুপাপাত সড়কে সুর্যোগ বাজার থেকে আসা অটোভ্যান ও বিপরীত দিক থেকে রুপাপাত বাজারে উদ্দেশে যাওয়া ট্রলি কাটাগড় গ্রামে সাত ভাইয়ের বাড়ির সামনে পৌঁছলে অটোভ্যানকে ধাক্কা দিলে খাদে পড়ে যায়। এ সময় অটোভ্যানচালক ঘটনাস্থলেই নিহত হয়। পলাশবাড়িতে যুবক নিজস্ব সংবাদদাতা গাইবান্ধা থেকে জানান, পলাশবাড়ী উপজেলার ঢোলভাঙ্গা-আমলাগাছী সড়কের বেলেরঘাট এলাকায় সোমবার রাতে ব্যাটারি চালিত অটোরিক্সায় চাদর পেঁচিয়ে সাইদুল ইসলাম (৩৯) নামে এক যুবক নিহত হয়েছে। সাইদুল ইসলাম ওই উপজেলার ছোট ভগবানপুর গ্রামের মৃত ভোলা মিয়ার ছেলে। প্রত্যক্ষদর্শীরা জানায়, পলাশবাড়ির ঢোলভাঙ্গা থেকে অটোরিক্সায় করে বাড়ি ফিরছিল সাইদুল। পথে বেলেরঘাট এলাকায় সাইদুলের গায়ের চাদর অটোরিক্সার চাকায় পেঁচিয়ে গলায় ফাঁস লাগে। এতে গলা কেটে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
×