ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

সাগরের শত কোটি টাকা মানহানি মামলার আসামি মাহফুজ-বাবু

প্রকাশিত: ০৪:৩০, ১ ডিসেম্বর ২০১৬

সাগরের শত কোটি টাকা মানহানি মামলার আসামি মাহফুজ-বাবু

কোর্ট রিপোর্টার ॥ বেসরকারী টেলিভিশন চ্যানেল এটিএন বাংলার চেয়ারম্যান মাহফুজুর রহমান এবং একাত্তর টেলিভিশনের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) মোজাম্মেল হক বাবুর কাছে ১০০ কোটি টাকা মানহানির ক্ষতিপূরণ চেয়ে মামলা করেছেন চ্যানেল আই’র ব্যবস্থাপনা পরিচালক ফরিদুর রেজা সাগর। ঢাকার প্রথম যুগ্ম জেলা জজ আদালতের বিচারক শাহাদাত হোসেনের আদালতে গত মঙ্গলবার তিনি এ মামলা দায়ের করেন। আদালত মামলাটি গ্রহণ করে আগামী ৮ ফেব্রুয়ারি বিবাদীদের জবাব দাখিলের নির্দেশ দিয়েছে। মামলার অভিযোগে বলা হয়, গত ১৩ নবেম্বর ‘মিডিয়া ইউনিটি’র এক সভায় বিবাদী মাহফুজুর রহমান এবং মোজাম্মেল বাবু চ্যানেল আইয়ের ব্যবস্থাপনা পরিচালক ফরিদুর রেজা সাগরকে নিয়ে অশালীন, মানহানিকর বক্তব্য রাখেন। ঢাকা ক্লাবে মিডিয়া ইউনিটির এক সমাবেশে মাহফুজুর রহমান বলেন, একটি জালিয়াত চক্র বিদেশী চ্যানেলে বাংলাদেশী বিজ্ঞাপন প্রচার করছে, আমি বলি, যে ব্যক্তি এই কাজ করছে তার সঙ্গে আমার ঘনিষ্ঠ সম্পর্ক এবং পরিচয় আছে। তিনি আমাদের সাগর ভাই। সাগর ভাই আপনাকে বলব- এই কাজ বন্ধ করেন। মানিলন্ডারিং বন্ধ করেন। দেশী প্রতিষ্ঠানের বুকে লাথি মারবেন না। শিক্ষা মন্ত্রণালয় দুই ভাগে বিভক্ত বিশেষ প্রতিনিধি ॥ শিক্ষা মন্ত্রণালয়কে দুই ভাগে ভাগ করেছে সরকার। ‘মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগ’ এবং ‘কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগ’ নামে দুই ভাগ করা হয়েছে। মন্ত্রিপরিষদ বিভাগ থেকে বুধবার এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়। এতে বলা হয়, রুলস অব বিজনেস, ১৯৯৬-এর রুল ৩-এ প্রদত্ত ক্ষমতাবলে প্রধানমন্ত্রী শিক্ষা মন্ত্রণালয়কে পুনর্গঠন করে ওই মন্ত্রণালয়ের অধীন দু’টি বিভাগ গঠন করেছেন। মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের ইংরেজী নাম হবে ‘সেকেন্ডারী এ্যান্ড হায়ার এডুকেশন ডিভিশন’ এবং কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগের নাম হবে ‘টেকনিক্যাল এ্যান্ড মাদ্রাসা এডুকেশন ডিভিশন’।
×