ঢাকা, বাংলাদেশ   শনিবার ১১ মে ২০২৪, ২৭ বৈশাখ ১৪৩১

সংবাদের মাধ্যমে জঙ্গীবাদকে উস্কানি দেবেন না ॥ তথ্যমন্ত্রী

প্রকাশিত: ০৪:২৮, ৩০ নভেম্বর ২০১৬

সংবাদের মাধ্যমে জঙ্গীবাদকে উস্কানি দেবেন না ॥ তথ্যমন্ত্রী

স্টাফ রিপোর্টার ॥ সংবাদের মাধ্যমে জঙ্গীবাদকে উস্কানি না দিতে সাংবাদিকদের প্রতি আহ্বান জানিয়েছেন তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু। মঙ্গলবার রাজধানীর সেগুনবাগিচায় ঢাকা রিপোর্টার্স ইউনিটির (ডিআরইউ) বার্ষিক সাধারণ সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ আহ্বান জানান। এদিকে একই অনুষ্ঠানের উদ্বোধকের বক্তব্যে ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের মেয়র আনিসুল হক বলেছেন, গণমাধ্যমের সহযোগিতায় রাজধানীর বিভিন্ন অবৈধ স্থাপনা উচ্ছেদ করা সম্ভব হচ্ছে। একইভাবে সহযোগিতা অব্যাহত থাকলে রাজধানী ঢাকার রূপ বদলাতে সময় লাগবে না। অন্যদিকে, আজ বুধবার সকাল ৯টা থেকে বিকেল পাঁচটা পর্যন্ত ডিআরইউর নির্বাচনের ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। এবারের নির্বাচনে মোট ১ হাজার ৩৩৯ জন সদস্য তাদের ভোটাধিকার প্রয়োগ করার সুযোগ পাবেন। পেশাদার সাংবাদিকদের এ সংগঠনের এবারের নির্বাচনে সভাপতি-সাধারণ সম্পাদকসহ কার্যনির্বাহী পরিষদের মোট ২১টি পদে ৪০ জন প্রার্থী মনোনয়নপত্র জমা দেন। এর মধ্যে প্রতিদ্বন্দ্বী না থাকায় একক প্রার্থী হিসেবে অর্থ সম্পাদক পদে মানিক মুনতাসির, ক্রীড়া সম্পাদক পদে মুজিবর রহমান ও কল্যাণ সম্পাদক পদে আজাদ হোসেন সুমন নির্বাচিত হয়েছেন। বাকি পদগুলোতে আজ ভোট গ্রহণ হবে। তথ্যমন্ত্রী তার বক্তব্যে বলেন, সাংবাদিকরা সরকারের দোষত্রুটি জনসাধারণের কাছে তুলে ধরবেন। সরকারের সমালোচনা করবেন। তবে এ ক্ষেত্রে রাজাকারদের সঙ্গে মুক্তিযোদ্ধাদের একত্র করবেন না। জঙ্গীবাদকে উস্কানি দেবেন না। ঢাকা রিপোর্টার্স ইউনিটির (ডিআরইউ) সভাপতি জামাল উদ্দীনের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক রাজু আহমেদের সঞ্চালনায় অনুষ্ঠানে ডিআরইউর সহ-সভাপতি শরীফুল ইসলাম ও যুগ্ম সাধারণ সম্পাদক সাজ্জাদ হোসেনসহ কার্যনির্বাহী কমিটির সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন। ব্যক্তিগত গাড়িতে সেবা দিতে পারবে না ‘উবার’ স্টাফ রিপোর্টার ॥ ব্যক্তি মালিকানাধীন গাড়িতে সেবা চালাতে পারবে না স্মার্টফোন এ্যাপ্লিকেশন (এ্যাপ) নির্ভর পরিবহনসেবা ‘উবার’। তবে বাণিজ্যিক গাড়িতে এ সেবা দিতে কোন বাধা নেই বলে বলছে বাংলাদেশ রোড ট্রাসপোর্ট অথিরিটি (বিআরটিএ)। আগামী তিন সপ্তাহের মধ্যে এ বিষয়ে একটি প্রস্তাব জমা দিতে ‘উবার’কে বলেছে সড়ক পরিবহন কর্তৃপক্ষ। অন্যদিকে মোটরসাইকেল শেয়ারিং এ্যাপস স্যামের বিষয়ে ইতিবাচক ধারণা পোষণ করেছে সরকার। এক্ষেত্রেও লিখিত প্রস্তাব চাওয়া হয়েছে মন্ত্রণালয়ের পক্ষ থেকে। মঙ্গলবার উবারের সঙ্গে বৈঠক শেষে বিআরটিএ চেয়ারম্যান নজরুল ইসলাম বলেন, উবার ছাড়া এ্যাপসের মাধ্যমে শেয়ারে মোটরসাইকেল সেবাদাতা কর্তৃপক্ষ স্যামের সঙ্গেও বৈঠক হয়েছে। উবারের পক্ষ থেকে তিনজন প্রতিনিধির সঙ্গে বৈঠক শেষে বিআরটিএ চেয়ারম্যান বলেন, প্রচলিত আইনে উবার কোন প্রাইভেট গাড়িতে এ সেবা দিতে পারবে না। তবে বাণিজ্যিক গাড়িতে এ সেবা দিতে চাইলে তাদের কোন আপত্তি নেই। বিরল টার্কি তামাটে ও সাদা রংয়ের টার্কি অনেক বিরল। গত শনিবার উত্তর ইংল্যান্ডের ডিউসবারি শহরে এই টার্কির দেখা মেলে। মাংস ও স্বাদের জন্য এই ধরনের টার্কির সুনাম রয়েছে -এএফপি
×