ঢাকা, বাংলাদেশ   শনিবার ১১ মে ২০২৪, ২৭ বৈশাখ ১৪৩১

আত্মসমর্পণ করুন, নতুবা মৃত্যুর জন্য প্রস্তুত থাকুন ॥ স্বরাষ্ট্রমন্ত্রী

প্রকাশিত: ০৫:৪৪, ২৯ নভেম্বর ২০১৬

আত্মসমর্পণ করুন, নতুবা মৃত্যুর জন্য প্রস্তুত থাকুন ॥ স্বরাষ্ট্রমন্ত্রী

স্টাফ রিপোর্টার, বরিশাল ॥ স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল দস্যু ও সন্ত্রাসীদের উদ্দেশে বলেছেন, আত্মসমর্পণ করুন নতুবা মৃত্যুর জন্য প্রস্তুত থাকুন। অচিরেই আমরা সুন্দরবনে বনদস্যু ও জলদস্যুদের নির্মূলে অভিযান পরিচালনা করব। আর অপার সম্ভাবনার এই বনাঞ্চল রক্ষায় আমরা দৃঢ় প্রতিজ্ঞ। কেবল দস্যুরাই নয়, এদের মদদ ও অর্থদাতাদের তালিকা তৈরি করা হচ্ছে। তাদের পরিণতি হবে আরও ভয়াবহ। সুন্দরবনের জলদস্যু খোকাবাবু বাহিনীর আত্মসমর্পণ উপলক্ষে সোমবার বেলা সোয়া এগারোটার দিকে নগরীর রূপাতলীর র‌্যাব-৮’র কার্যালয়ে অনুষ্ঠিত সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে মন্ত্রী আরও বলেন, বর্তমানে শেখ হাসিনার সরকারের অধীনে দেশ অর্থনৈতিকভাবে এগিয়ে চলছে। এই ধারা অব্যাহত রাখতে জঙ্গীবাদ, সন্ত্রাসবাদের ন্যায় দস্যুতারও রেহাই দেয়া হবে না। প্রধানমন্ত্রীর নির্দেশমতে আমরা ব্লুইকনোমির দিকে যাচ্ছি। সেক্ষেত্রে অপার সম্ভাবনার সুন্দরবনকে দস্যুদের হাত থেকে মুক্ত করতে পুলিশ, কোস্টগার্ড ও র‌্যাবকে আরও শক্তিশালী করেছি। তাই যারা এখনও দস্যুতা করে চলছেন তারা আত্মসমর্পণ করুন। নতুবা আমাদের বাহিনী অচিরেই অপারেশন পরিচালনা করলে ভয়ানক পরিস্থিতির সৃষ্টি হবে। সমাবেশে স্বরাষ্ট্রমন্ত্রী আস্বস্ত করে বলেন, যারা আত্মসমর্পণ করেছেন তাদের বিরুদ্ধে হত্যা বা সুনির্দিষ্ট অভিযোগ না থাকলে তাদের আইনী সহায়তা দিয়ে পুনর্বাসনের ব্যবস্থা করা হবে। কেবল তাই নয়, প্রধানমন্ত্রীর নির্দেশ অনুযায়ী তাদের জন্য কর্মক্ষেত্র বা বিদেশে পাঠানো যায় কিনা সে ব্যবস্থা নিতে ইতোমধ্যে র‌্যাবের মহাপরিচালকে নির্দেশ দেয়া হয়েছে। সমাবেশের শুরুতে বাহিনীর প্রধান খোকাবাবুসহ ১২ ডাকাত ২২টি দেশী-বিদেশী আগ্নেয়াস্ত্র ও এক হাজার তিন রাউন্ড গোলাবারুদ নিয়ে আনুষ্ঠানিকভাবে আত্মসমর্পণ করেন। বরিশাল র‌্যাব-৮’র অধিনায়ক লে. কর্নেল মোঃ ইফতেখারুল মাবুদের সভাপতিত্বে সমাবেশে বিশেষ অতিথি ছিলেন, বরিশাল জেলা আওয়ামী লীগের সভাপতি আবুল হাসানাত আব্দুল্লাহ এমপি, সাধারণ সম্পাদক এ্যাডভোকেট তালুকদার মোঃ ইউনুস এমপি, র‌্যাবের মহাপরিচালক বেনজির আহমেদ, জেবুন্নেছা আফরোজ এমপি, বরিশাল জেলা পরিষদ চেয়ারম্যান খান আলতাফ হোসেন ভুলু, বরিশাল রেঞ্জের ডিআইজি শেখ মুহাম্মদ মারুফ হাসান প্রমুখ। আত্মসমর্পণকারীরা হলেন, জলদস্যু বাহিনীর প্রধান মোঃ কবিরুল ইসলাম খোকাবাবু (৩৩), বাহিনীর সদস্য আমিনুর ইসলাম (৩২), শাহজাহান গাজী (৩০), আব্দুল আজিজ (৪৪), মিজানুর রহমান (৩৬), রবিউল ইসলাম (২৫), ওসমান গনি (৩৩), রফিকুল গাজী (৩৩), ইয়াছিন আলী গাজী (২৫), মহিদুল ইসলাম (৩৩), মজিবর রহমান (৩৮) ও আবুল কালাম (৩৫)। এরা সবাই সাতক্ষীরা সদর থানার বাসিন্দা। র‌্যাব সূত্রে জানা গেছে, গত ২৫ নবেম্বর থেকে সুন্দরবনের শরণখোলা চাঁদপাই রেঞ্জে জলদস্যু ও বনদস্যুদের বিরুদ্ধে অভিযান শুরু করে র‌্যাব সদস্যরা। অভিযানকালে খোকাবাবু বাহিনী কোণঠাসা হয়ে অভিযানিক দলের কমান্ডারের সঙ্গে যোগাযোগ করে মৌখালী খালের ভেতর গহীন জঙ্গলে তাদের অবস্থান নিশ্চিত করে জানায় তারা বাহিনীর সদস্যদের নিয়ে আত্মসমর্পণ করবেন। তারই ধারাবাহিকতায় জঙ্গলের ভেতরে বসে হাত উঁচিয়ে তারা আত্মসমর্পণ করেন। এ সময় খোকাবাবু বাহিনীর কাছে রক্ষিত ছয়টি বিদেশী একনালা বন্দুক, চারটি বিদেশী দোনালা বন্দুক, একটি ২২বোর বিদেশী এয়ার রাইফেল, ছয়টি সাটারগান, দুটি এয়ারগান, দুইটি ওয়ান সুটারগান এবং একটি বিদেশী কাটা রাইফেলসহ এক হাজার তিন রাউন্ড গুলি উদ্ধার করা হয়। সূত্রে আরও জানা গেছে, র‌্যাবের অফিযানে গত ৩১ মে সুন্দরবনের মাস্টার বাহিনীর ১০ জন জলদস্যুসহ ৫২টি দেশী-বিদেশী আগ্নেয়াস্ত্রসহ চার হাজার ৫শ’ রাউন্ড গোলাবারুদ, ১৪ জুলাই মজনু ও ইলিয়াস বাহিনীর ১১ জলদস্যুসহ ২৫টি দেশী-বিদেশী অস্ত্র ও এক হাজার ২০ রাউন্ড গুলি, ৭ সেপ্টেম্বর আলম ও শান্তবাহিনীর ১৪ জলদস্যু দেশী-বিদেশী ২০টি আগ্নেয়াস্ত্রসহ এক হাজার আট রাউন্ড গুলি, গত বছরের ১৯ অক্টোবর ২০টি দেশী-বিদেশী অস্ত্রসহ ৫৯৬ রাউন্ড গুলি জমা দিয়ে র‌্যাবের কাছে আত্মসমর্পণ করে ছয়জন জলদস্যু এবং ৪৮ জন বনদস্যু বাহিনীর সদস্যরা। এ সময় তাদের কাছ থেকে উদ্ধার করা হয় ১১৭টি অস্ত্র ও ছয় হাজার ৫২৮ রাউন্ড গুলি।
×