ঢাকা, বাংলাদেশ   শনিবার ১১ মে ২০২৪, ২৮ বৈশাখ ১৪৩১

রোহিঙ্গা হত্যা বন্ধের দাবিতে মানববন্ধন বিক্ষোভ সমাবেশ

প্রকাশিত: ০৪:০১, ২৯ নভেম্বর ২০১৬

রোহিঙ্গা হত্যা বন্ধের দাবিতে মানববন্ধন বিক্ষোভ সমাবেশ

জনকণ্ঠ ডেস্ক ॥ মিয়ানমারে রোহিঙ্গা হত্যা বন্ধের দাবিতে বিভিন্ন স্থানে বিক্ষোভ, মানববন্ধন ও সমাবেশ হয়েছে সোমবার। স্টাফ রিপোর্টার ও নিজস্ব সংবাদদাতাদের পাঠানো খবর : ব্রাহ্মণবাড়িয়া ॥ মানববন্ধন করেছে সার্ক হিউম্যান রাইট্স ব্রাহ্মণবড়িয়া পলিট্যাকনিক ইনস্টিটিউট শাখার ছাত্র-ছাত্রীরা। সোমবার দুপুরে ঢাকা-সিলেট মহাসড়কে বিজয়নগরের ইসলামপুরে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। এতে উপস্থিত ছিলেন সার্ক হিউম্যান রাইট্স ব্রাহ্মণবড়িয়া শাখার সহ-সভাপতি নিয়াজ মঈনউদ্দিন খান পাশা, সাধারণ সম্পাদক এম সাঈদুজ্জামান আরিফসহ নেতৃবৃন্দ। সভাপতিত্ব করেন ব্রাহ্মণবড়িয়া পলিট্যাকনিক ইনস্টিটিউট শাখার সভাপতি জাহাঙ্গীর আলম। খাগড়াছড়ি ॥ সোমবার সকালে শহরের শাপলা চত্বরে বাংলাদেশ ইমাম সমিতি খাগড়াছড়ি শাখার উদ্যোগে মানববন্ধন অনুষ্ঠিত হয়। মানববন্ধনে বিভিন্ন মসজিদ মাদ্রাসার ইমাম, শিক্ষার্থীসহ বিভিন্ন বয়সী মানুষ অংশ নেয়। মানববন্ধনে বক্তব্য রাখেন ইমাম সমিতি খাগড়াছড়ি শাখার সভাপতি মাওলানা আবু তাহের আনছারী, কেন্দ্রীয় শাহী জামে মসজিদের ইমাম মাওলানা সালাহ উদ্দিন, পৌর মসজিদের ইমাম মাওলানা জাহেদুল ইসলাম প্রমুখ। শেরপুর ॥ সোমবার সকালে বাংলাদেশ মানবাধিকার ফাউন্ডেশন শেরপুর জেলা শাখার আয়োজনে নিউমার্কেট মোড়ে মানববন্ধন অনুষ্ঠিত হয়। বক্তব্য রাখেন জেলা মানবাধিকার ফাউন্ডেশনের সভাপতি শওকত আলী, সাধারণ সম্পাদক আবু রায়হান আল মাছুদ, প্রেসক্লাবের সহ-সভাপতি শহীদুল ইসলাম, রোটারি ক্লাবের প্রেসিডেন্ট সাইদুর রহমান, কবি সংসদের সাধারণ সম্পাদক আনিসুর রহমান রিপন, সম্মিলিত সামাজিক আন্দোলনের সাধারণ সম্পাদক আজাহার আলী প্রমুখ। মাদারীপুর ॥ শিবচরে ঢাকা-খুলনা মহাসড়কে মানববন্ধন, প্রতিবাদ সমাবেশ ও বিক্ষোভ হয়েছে। সোমবার সকাল ৯টার দিকে শিবচরের পাঁচ্চর এলাকার সোনারবাংলা প্লাজার সামনে প্রতিবাদ সমাবেশ আয়োজন করে স্থানীয় আলেম-ওলামাগণ। সমাবেশ ও বিক্ষোভ মিছিলে বিভিন্ন মাদ্রাসার আলেম-উলামাসহ পাঁচ সহস্রাধিক মানুষ অংশ গ্রহণ করে। সমাবেশে বক্তব্য রাখেন পাঁচ্চর বাসস্ট্যান্ড জামে মসজিদের খতিব মুফতি হাবিবুল্লাহ, জামিয়াতুস সুন্নাহ মাদরাসার মোহতামিম মাওলানা মুফতি নেয়ামাতুল্লাহ আল ফরিদী, সামসুল উলুম কওমী মাদ্রাসার মাওলানা আকরাম হোসাইন, কাঠালবাড়ী সিনিয়র মাদ্রাসার প্রিন্সিপাল মাওলানা আবদুল কাদির, মাওলানা আবদুল মালেক মিয়া, মাওলানা জাহাঙ্গীর হোসেন, মুফতি ফয়জুল্লাহ প্রমুখ।
×